মেয়েদের উচ্চ-বিদ্যালয় আবার বন্ধ ঘোষণা করলো তালেবান
২৩ মার্চ ২০২২
মেয়েদের স্কুল খোলার সিদ্ধান্তের কয়েক ঘণ্টার মধ্যে ডিগবাজি তালেবানের৷ আফগান মেয়েদের জন্য আজ বুধবারই খুলেছিল স্কুলের দরজা৷ কিন্তু স্কুল খোলার কয়েক ঘণ্টার মধ্যে বদল করা হলো সিদ্ধান্ত৷
বিজ্ঞাপন
ইসলামিক আইন অনুযায়ী, নির্দিষ্ট পরিকল্পনা করে পরবর্তীতে মেয়েদের উচ্চ বিদ্যালয়গুলি খোলা হবে- আপাতত এমনটাই জানিয়েছে আফগানিস্তানের তালেবান প্রশাসন৷
রাজধানী কাবুলের আশপাশের তিনটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, স্কুলে ফিরতে পেরে বুধবার সকালে খুব খুশি হয়েছিলেন ছাত্রীরা৷ কিন্তু তাদের বাড়ি ফিরে যেতে বলা হয়৷ কান্নায় ভেঙে পড়েন অসংখ্য ছাত্রী৷ নামপ্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী সংবাদসংস্থা রয়টার্সকে বলেন, ‘‘আমরা মারাত্মক হতাশ৷ এই সিদ্ধান্তের কথা আমাদের জানানোর সময় স্কুলের প্রধান শিক্ষিকা নিজেও কেঁদে ফেলেন৷’’
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতা ছিল তালেবানের হাতে৷ সেই সময়ও নারীশিক্ষা এবং কর্মস্থানে নারীদের অংশ নেয়ার বিরুদ্ধে ফতোয়া জারি করেছিল তারা৷ আবারও নারীশিক্ষায় ‘কোপ’ পড়েছে তালেবান আমলে৷ জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে৷
গত সপ্তাহে তালেবান সরকারের শিক্ষামন্ত্রী দেশজুড়ে মেয়েদের সবকটি বিদ্যালয় খুলে দেয়ার কথা ঘোষণা করেছিলেন৷ সেই সিদ্ধান্তে আশার আলো দেখেছিলেন আফগানিস্তানের মেয়েরা৷ মঙ্গলবার সন্ধ্যায়ও শিক্ষা দপ্তরের এক মুখপাত্র পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলেন৷ আচমকাই শিক্ষা দপ্তরের একটি বিজ্ঞপ্তিতে বুধবার সকালে দেখা যায় স্কুল বন্ধের কথা৷ সেখানে লেখা ছিল, আফগান সংস্কৃতি ও ইসলামিক আইন মেনে পরবর্তীতে মেয়েদের উচ্চ-বিদ্যালয়গুলি খোলা হবে৷ বিজ্ঞপ্তিতে আরো লেখা ছিল, ষষ্ঠ শ্রেণির উপরের ক্লাস রয়েছে, মেয়েদের ক্ষেত্রে এমন স্কুলগুলি আপাতত বন্ধ থাকবে৷
আফগানিস্তানে জাতিসংঘের প্রতিনিধি ইউএনএএমএ-র তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত নিন্দনীয়৷ ষষ্ঠ শ্রেণির উপরের ক্লাসগুলির ক্ষেত্রে ছাত্রীদের জন্য অনির্দিষ্টকাল স্কুলের দরজা বন্ধ থাকবে৷ আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বলেন, ‘‘এই সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক৷ ক্ষমতায় এসে তালেবান বেশ কিছু কথা বলে সবাইকে আশ্বস্ত করতে চাইছেন, কিন্তু ঠিক তার বিপরীত কাজ করছেন৷’’
আরকেসি/এসিবি (রয়টার্স)
গত ৪ জানুয়ারির ছবিঘরটি দেখুন..
আফগান নারীদের যেসব অধিকার কেড়ে নিয়েছে তালেবান
দ্বিতীয় দফা ক্ষমতায় এসে যুযোপযোগী শাসনব্যবস্থার কথা বললেও একে একে নারীর অনেক অধিকারই কেড়ে নিয়েছে তালেবান৷ ছবিঘরে দেখুন...
ছবি: Wakil Kohsar/AFP/Getty Images
একা একা দূরে নয়
গত ২৬ ডিসেম্বরের নির্দেশনা অনুযায়ী, আফগানিস্তানের নারীরা ৭২ কিলোমিটারের (৪৫ মাইল) চেয়ে বেশি দূরে একা যেতে পারবেন না৷ যেতে হলে সঙ্গে কোনো পুরুষকে রাখতে হবে৷তালেবান মিনিস্ট্রি ফর প্রোপাগেশন অফ ভার্চু অ্যান্ড দ্য প্রিভেনশনস অফ ভাইস এক নির্দেশনায় কোনো চালক যাতে কখনো একা দূরে যেতে আগ্রহী নারীকে গাড়িতে না তোলেন সেই কথাও বলা হয়েছে৷
ছবি: Sayed Khodaiberdi Sadat/AA/picture alliance
গৃহনির্যাতন মেনে নিতে হবে!
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি-কে বলেছেন, তালেবান মিনিস্ট্রি ফর প্রোপাগেশন অফ ভার্চু অ্যান্ড দ্য প্রিভেনশনস অফ ভাইস-এর নির্দেশনায় গৃহ নির্যাতনের স্বীকার হলেও নারীদের স্বামীর সংসার ছেড়ে না যাওয়ার কথাও বলা হয়েছে৷
ছবি: Safi/Xinhua/imago
টেলিভিশনে, মুভিতে চেহারা দেখানো যাবে না
টেলিভিশন এবং চলচ্চিত্রে নারীদের চেহারা দেখানোও সীমিত করেছে তালেবান৷ এই নির্দেশের ফলে কোনো নারী আর টিভি শো, নাটক বা চলচ্চিত্রে অংশ নিতে পারেন না৷ বিশেষ ক্ষেত্রে অংশ নিলেও নারীকে অবশ্যই হিজাব পরতে হয়৷এক প্রতিবেদনে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানিয়েছে, তালেবান ক্ষমতায় আসার পর অনেক নারীই মিডিয়া ছেড়েছেন৷ (ফাইল ফটো)
ছবি: Ariana News
নারী বিষয়ক মন্ত্রণালয় অবলুপ্ত
২০০১ সালে নারীদের জন্য আলাদা একটি মন্ত্রণালয় খুলেছিল তখনকার সরকার৷২০২১ সালে ক্ষমতায় এসে সেই মন্ত্ণালয় বন্ধ করেছে তালেবান৷ ওপরের ছবিতে কাবুলের এক বেকারির সামনে দরিদ্র নারীদের মধ্যে রুটি বিতরণের দৃশ্য৷ রুটি দিচ্ছেন এক সাধারণ নাগরিক৷
ছবি: Petros Giannakouris/AP/picture alliance
শিক্ষার সুযোগ সীমিতকরণ
হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) অক্টোবরের প্রতিবেদনে জানিয়েছে, আফগানিস্তানে প্রাইমারির ওপরে মেয়েদের প্রায় সব স্কুলই বন্ধ করে দিয়েছে তালেবান৷ এর ফলে মেয়েদের উচ্চতর শিক্ষার সুযোগ কমে গেল৷
ছবি: Bulent Kilic/AFP
নারী-পুরুষ একসঙ্গে নয়
গত আগস্টে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের দখল নিয়েই সেখানকার বিভিন্ন ব্যাংকে গিয়ে নারীদের বের করে দেয় তালেবান৷পরে অন্যান্য শহরেও নারীদের কর্মস্থল ত্যাগের নির্দেশ দিয়েছে তারা৷ ২০২১ সালের সেপ্টেম্বরে তালেবানের এক সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তারা মনে করেন, আফগান নারীদের পুরুষদের সঙ্গে বসে কাজ করা উচিত নয়৷
ছবি: TASS/dpa/picture alliance
বিশ্ববিদ্যালয়ে পোষাক-বিধি
২০২১ সালের সেপ্টেম্বর মাসে তালেবানের শিক্ষামন্ত্রী ঘোষণা করেন, দেশের সব বিশ্ববিদ্যালয়ে নারী ও পুরুষকে আলাদা বসতে হবে এবং সবাইকে ‘ইসলামি পোশাক’ পরতে হবে৷