1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজ-সংস্কৃতিআফগানিস্তান

মেয়েদের উচ্চ-বিদ্যালয় আবার বন্ধ ঘোষণা করলো তালেবান

২৩ মার্চ ২০২২

মেয়েদের স্কুল খোলার সিদ্ধান্তের কয়েক ঘণ্টার মধ্যে ডিগবাজি তালেবানের৷ আফগান মেয়েদের জন্য আজ বুধবারই খুলেছিল স্কুলের দরজা৷ কিন্তু স্কুল খোলার কয়েক ঘণ্টার মধ্যে বদল করা হলো সিদ্ধান্ত৷

তালেবানের নির্দেশ আসার পর ছাত্রীরা স্কুল থেকে চলে যাচ্ছেছবি: Ahmad Sahel Arman/AFP/Getty Images

ইসলামিক আইন অনুযায়ী, নির্দিষ্ট পরিকল্পনা করে পরবর্তীতে মেয়েদের উচ্চ বিদ্যালয়গুলি খোলা হবে- আপাতত এমনটাই জানিয়েছে আফগানিস্তানের তালেবান প্রশাসন৷

রাজধানী কাবুলের আশপাশের তিনটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, স্কুলে ফিরতে পেরে বুধবার সকালে খুব খুশি হয়েছিলেন ছাত্রীরা৷ কিন্তু তাদের বাড়ি ফিরে যেতে বলা হয়৷ কান্নায় ভেঙে পড়েন অসংখ্য ছাত্রী৷ নামপ্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী সংবাদসংস্থা রয়টার্সকে বলেন, ‘‘আমরা মারাত্মক হতাশ৷ এই সিদ্ধান্তের কথা আমাদের জানানোর সময় স্কুলের প্রধান শিক্ষিকা নিজেও কেঁদে ফেলেন৷’’

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতা ছিল তালেবানের হাতে৷ সেই সময়ও নারীশিক্ষা এবং কর্মস্থানে নারীদের অংশ নেয়ার বিরুদ্ধে ফতোয়া জারি করেছিল তারা৷ আবারও নারীশিক্ষায় ‘কোপ’ পড়েছে তালেবান আমলে৷ জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে৷

তালেবানের নির্দেশ আসার আগে বুধবার ক্লাসে ছাত্রীদের উপস্থিতিছবি: Ahmad Sahel Arman/AFP/Getty Images

গত সপ্তাহে তালেবান সরকারের শিক্ষামন্ত্রী দেশজুড়ে মেয়েদের সবকটি বিদ্যালয় খুলে দেয়ার কথা ঘোষণা করেছিলেন৷ সেই সিদ্ধান্তে আশার আলো দেখেছিলেন আফগানিস্তানের মেয়েরা৷ মঙ্গলবার সন্ধ্যায়ও শিক্ষা দপ্তরের এক মুখপাত্র পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলেন৷ আচমকাই শিক্ষা দপ্তরের একটি বিজ্ঞপ্তিতে বুধবার সকালে দেখা যায় স্কুল বন্ধের কথা৷ সেখানে লেখা ছিল, আফগান সংস্কৃতি ও ইসলামিক আইন মেনে পরবর্তীতে মেয়েদের উচ্চ-বিদ্যালয়গুলি খোলা হবে৷ বিজ্ঞপ্তিতে আরো লেখা ছিল, ষষ্ঠ শ্রেণির উপরের ক্লাস রয়েছে, মেয়েদের ক্ষেত্রে এমন স্কুলগুলি আপাতত বন্ধ থাকবে৷

আফগানিস্তানে জাতিসংঘের প্রতিনিধি ইউএনএএমএ-র তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত নিন্দনীয়৷ ষষ্ঠ শ্রেণির উপরের ক্লাসগুলির ক্ষেত্রে ছাত্রীদের জন্য অনির্দিষ্টকাল স্কুলের দরজা বন্ধ থাকবে৷ আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বলেন, ‘‘এই সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক৷ ক্ষমতায় এসে তালেবান বেশ কিছু কথা বলে সবাইকে আশ্বস্ত করতে চাইছেন, কিন্তু ঠিক তার বিপরীত কাজ করছেন৷’’

আরকেসি/এসিবি (রয়টার্স)

গত ৪ জানুয়ারির ছবিঘরটি দেখুন..

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ