1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেয়েদের বিপদ !

২৭ মে ২০১৬

সামাজিক যোগাযোগের মাধ্যমে ওঁত পেতে আছে অগুণতি প্রতারক৷ মেয়েরাই বেশি প্রতারণার শিকার৷ সবচেয়ে সহজ শিকার কমবয়সি মেয়েরা৷ কিছু মানুষ তা বিশ্বাস করতে রাজি নন৷ তবে এই ভিডিও দেখলে তাঁরাও কম বয়সি মেয়েদের নিশ্চয়ই সাবধান করবেন৷

Symbolbild - Chat im Internet
ছবি: Fotolia/apops

ফেসবুকে পরিচয়৷ তারপর বন্ধুত্ব৷ কয়েকদিন পর দেখা করার আহ্বান৷ দেখা করার পর কার কী হয় সব নিশ্চয়ই জানা যায়না৷ তবে খুব খারাপ সংবাদ প্রায়ই আসে সংবাদ মাধ্যমে৷ কখনো উঠে আসে ধর্ষণের খবর, কখনো অপহরণের পর মুক্তিপণ দাবি, কখনোবা হত্যার খবর৷

যুক্তরাষ্ট্রেও এমন ঘটনা হরহামেশাই ঘটছে৷ তাই এক তরুণ কমবয়সি মেয়ে এবং তাদের বাবা-মা-কে সতর্ক করতে নিয়েছিলেন অভিনব এক উদ্যোগ৷ ছদ্মনামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে বন্ধু করলেন তিন কিশোরীকে৷ তিন বছর ধরে চলল আলাপচারিতা৷ ততদিনে বন্ধুত্ব খুব জমেছে৷ অপ্রাপ্তবয়স্কা তিনজনই্ তরুণটির কথায় মজে যায়৷

তরুণটি বুঝতে পারেন, এখন মেয়ে তিনটিকে বললে তারা শত ঝুঁকি নিয়ে হলেও তার সঙ্গে দেখা করবে৷ এই পর্যায়ে মেয়ে তিনটির বাবা-মায়ের সঙ্গেও তিনি কথা বলেন৷ তিনজনের বাবা-মা-কেই বলেন, ‘‘আপনাদের সন্তানের এখন সহজে বিপদে পড়ার বয়স৷ কিছু বিষয়ে ওদের এখনই সচেতন ও সতর্ক হওয়া দরকার৷ আমার জায়গায় অন্য কেউ হলে ওদের এখন যে কোনো জায়গায় যে কোনো সময় ডেকে নিয়ে হয়তো বড় কোনো বিপদ ঘটিয়ে দিতো৷''

তিনজনের বাবা-মা-ই বিষয়টি বিশ্বাস করতে চাননি৷ বিশ্বাস করতে চাননি, তাঁদের সন্তানদের ডাকলেই সবার চোখ ফাঁকি দিয়ে তারা জীবনে কোনোদিন না দেখা একজনের সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে উঠবে৷ কিন্তু তরুণটি তিন মেয়ের বাবা-মায়েদের সামনেই বিষয়টি প্রমাণ করে দিলেন৷ একটি মেয়ে দিনের বেলা অজ্ঞাত স্থানে দেখা করতে রাজি হয়ে যথাসময়ে সেখানে চলে গেল৷ একজন গভীর রাতে বাড়ি থেকে বের হতে গেল৷ আরেকজন রাতেই বেরিয়ে পড়ল ফেসবুক বন্ধুর সঙ্গে দেখা করতে৷

প্রত্যেক ক্ষেত্রেই সন্তানের অপরিণত বুদ্ধির আবেগজনিত বোকামি দেখে বিস্মিত এবং ক্ষুব্ধ হলেন বাবা-মা৷ তারপর সন্তানদের বোঝালেন, ‘‘ফেসবুক খুব বিপজ্জনক জায়গা৷ বিপদ থেকে দূরে থাকতে সবসময় সতর্ক থাকো৷ এমন ভুল করোনা যে ভুলের মাশুল তোমাকে-আমাকে চিরকাল দিতে হবে৷''

২০১৫ সালের ১০ আগস্ট ইউটিউবে পোস্ট করা হয়েছিল ভিডিওটি৷ গত এক বছরে ভিডিওটি মোট ৪ কোটি ৪৮ লক্ষ ৩৯ হাজার ৩৬৯ বার দেখা হয়েছে৷

এসিবি/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ