1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেয়েদের প্রাপ্য সম্মানের দাবিতে সাইকেল ভ্রমণ

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
৬ মার্চ ২০২০

মেয়েদের প্রাপ্য সম্মান দেওয়ায় মানুষকে উৎসাহিত করতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের মেয়ে, বর্ধমানের বউ সোহিনী দেব রায়৷ নিজের বার্তা পৌঁছে দিতে তিনি সাইকেলে পৌঁছে যাচ্ছেন ঘরে ঘরে৷

Indien Petrapole | Sohini Deb Roy radelt für Frauenrechte
ছবি: Privat

‘‌মায়েরা চায় শান্তি, মেয়েরা চায় সম্মান' - বোর্ডে সাঁটা সাদা কাগজে এই সহজ সরল বার্তাটি লিখে তাঁর সাইকেলের সামনে টাঙিয়েছেন সোহিনী দেব রায়৷ তারপর সেই সাইকেল নিয়ে পাড়ি দিয়েছেন ব্যারাকপুর থেকে সুন্দরবনের উপকূল অঞ্চলের কাকদ্বীপ৷ পথে যেখানেই মানুষজনের ভিড় দেখেছেন, বিশেষ করে মেয়েদের জমায়েত, সাইকেল থামিয়ে কথা বলেছেন৷ নারী-পুরুষ নির্বিশেষে বুঝিয়েছেন, সমাজে মেয়েদের সম্মান রাখা কেন, কত দূর জরুরি৷

এই সচেতনতা প্রসারের কাজটা করছেন একজন একা মেয়ে, একার চেষ্টায় এবং আত্মপ্রচারের সামান্যতম উদ্দেশ্য ছাড়াই - এই ব্যাপারটাই সোহিনীর এই উদ্যোগকে সবার নজরে এনেছে৷ স্থানীয় সংবাদমাধ্যম ওঁর নামকরণ করেছে ‘‌সাইকেল ওম্যান'‌৷ প্রশংসিত হচ্ছে ওঁর এই সাহসী উদ্যোগ৷

‘‘সাইকেল চালালে জানিনা কেন সবাই সম্মান করে’’: সোহিনী দেব রায়

This browser does not support the audio element.

ব্যারাকপুরের মেয়ে সোহিনী পুষ্টি বিজ্ঞানে এমএসসি করেছেন, এখন বিএড পড়ছেন৷ এর মধ্যে তাঁর বিয়েও হয়েছে বর্ধমানে৷ কিন্তু নিজের বাড়ি, বা শ্বশুরবাড়ি, কোথাও সোহিনীর এই প্রচার অভিযানে বাধা দেওয়া হয়নি, বরং উৎসাহিত করা হয়েছে৷ এবং ব্যারাকপুর থেকে কাকদ্বীপ, রাস্তার দুপাশের মানুষজনের থেকে যেরকম সাড়া পেয়েছেন সোহিনী, তাতে ভবিষ্যতে এরকম আরও যাত্রার পরিকল্পনা তিনি এখনই করছেন৷

মেয়েদের প্রাপ্য সম্মান দেওয়ার যে প্রচার নিয়ে সাইকেলে বেরিয়েছিলেন, যাত্রাপথেই তার সাফল্যের স্বাদ মিলেছে৷ কোনও প্রবীণ মানুষ তাঁকে পুষ্টিবর্ধক গ্লুকোজ পাউডার কিনে দিয়েছেন, তো কোনও কমবয়সি ছেলেকে রাস্তার হদিশ জিজ্ঞেস করলে সে বলেছে, বসে একটু চা খেয়ে, একটু জিরিয়ে যাও৷

আরও একটা ভাল ব্যাপার ঘটেছে৷ গ্রাম বাংলার কমবয়সি মেয়েরা সোহিনীকে সাইকেলে সওয়ার হতে দেখে খুব উৎসাহিত৷ তারা নিজেদের বাড়িতে বলেছে, এবার থেকে তারাও সাইকেলেই স্কুল বা অন্যত্র যাতায়াত করবে৷ মেয়েদের স্বাধীনচেতা এবং স্বাবলম্বী হওয়ার পাঠ তাদেরকে দিয়েছে সোহিনীর সাইকেল এবং সোহিনীর সাহস৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ