1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেয়েরা কি ছেলেদের মতো ট্র্যাভেল করে?

৩০ মে ২০১৭

নাস এবং আলিন – দু'জনই ট্র্যাভেল করতে ভালোবাসেন৷ ঘুরে বেড়ান গোটা বিশ্ব৷ কিন্তু দু'জনের অভিজ্ঞতা দু'রকম৷ পুরুষ বলে নাস যা পারেন, তার অনেককিছুই পারেন না আলিন৷

Australien Rucksack Touristen
ছবি: picture-alliance/robertharding/T. Graham

গতবছর অবধি আলিনের একটি সংসার ছিল, ছিল চাকুরি এবং একটি ধর্ম৷ কিন্তু তিনি সেসবই ত্যাগ করেছেন৷ এখন শুধু ঘুরে-বেড়ানো...৷ শুধু তাই নয়, গোটা দুনিয়ায় তাঁর ঘুরে বেড়ানোর ছবি ফেসবুক, ইন্সটাগ্রামে দেখা যায় প্রায়শই৷ অন্যদিকে, নাসের অবস্থাও একই৷ বয়স ২৬-এ পৌঁছানোর পরই তিনি অনুভব করলেন বয়স এক তৃতীয়াংশ পেরিয়ে গেছে, তাই সব বাদ দিয়ে তিনিও দুনিয়া ঘোরেন, তৈরি করেন ভিডিও, যার লেন্থ এক মিনিট করে৷

নাস এবং আলিন সম্প্রতি তাদের ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন৷ নাস যেখানে নির্দিধায় রাতেরবেলা ঘুরতে যেতে পারেন, আলিন পারেন না৷ তিনি বাজারে গেলে মানুষের নানা কটূক্তি শুনতে পান৷ আর পোশাকের দিক থেকেও আলিন একটু খোলামেলা কিছু পরলে, কেউ কেউ মনে করেন তিনি বুঝি নিজেকে প্রদর্শন করছেন, অন্যদিকে নাস গেঞ্জি খুলে বেড়ালেও কেউ গা করেন না৷

নাস একজন ফিলিস্তিনি ইসরায়েলি, অন্যদিকে আলিন একজন ইসরায়েলি মার্কিন৷ তারা দু'জনই সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ জনপ্রিয়৷ আলিনকে ইন্সটাগ্রামএ পাবেন এখানে , আর নাস সবচেয়ে সক্রিয় ফেসবুকে

এআই/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ