বাজারে আসার আগেই মেয়েকে ‘আইফোন টেন’-এর ভিডিও করার সুযোগ দেয়ায় চাকুরি হারালেন এক অ্যাপল ইঞ্জিনিয়ার৷ অ্যাপলের সদরদপ্তরের ভেতরে দুপুরে খাওয়ার সময় ভিডিওটি ধারণ করা হয়েছিল৷
বিজ্ঞাপন
অ্যাপলের আইফোন টেন-এর অসংখ্য রিভিউ রয়েছে ইউটিউবে৷ সেখানে ফোনটির বিস্তারিত নানা তথ্যও রয়েছে৷ কিন্তু তা সত্ত্বেও এক অ্যাপল ইঞ্জিনিয়ারের মেয়ের করা ভ্লগ নিয়ে বেঁধেছে বিপত্তি৷ বাবার সঙ্গে গত মাসে অ্যাপল ক্যাম্পাসে খেতে গিয়ে আইফোন টেন দেখার সুযোগ হয়েছিল ব্রুক এমিলি পিটারসনের৷ ফোনটির নানা ফিচার তখন বাবার কাছ থেকে জেনেছিল সে৷
পাঁচ মিনিটের ভ্লগের মধ্যে ২৫ সেকেন্ড আইফোনের নতুন ফোনটি দেখিয়েছিল পিটারসন৷ ভিডিওতে ফোনটির হোমস্ক্রিন দেখানো হয়েছে, দেখানো হয়েছে অ্যাপল পে সিস্টেম এবং নতুন ফিচার এনিমোজি৷ পাশাপাশি ফোনটিতে অ্যাপল কর্মীদের ব্যক্তিগত কিউআর কোডও অল্পক্ষণের জন্য ভেসে উঠেছিল, যা আসলে গোপনীয় তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয়৷
ভিডিওটি ইন্টারনেটে প্রকাশ হওয়ার পর ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ তবে অ্যাপলের অনুরোধে সেটি পরবর্তীতে ডিলিটও করে দেয় পিটারসন৷ কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি৷ আরেক ভ্লগে তিনি জানিয়েছেন যে, তার পোস্ট করা ভিডিও'র কারণে চাকুরি হারিয়েছেন তার বাবা৷ কেননা, অ্যাপলে চাকুরি করতে গেলে যেসব বিধিনিষেধ রয়েছে, সেগুলোর মধ্যে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে ভিডিও করা, বিশেষ করে নতুন পণ্যের ছবি বা ভিডিও প্রকাশ করা নিষিদ্ধ৷
পিটারসন অবশ্য জানিয়েছে যে, সে অ্যাপলের এই সিদ্ধান্তের কারণ বুঝতে পারে৷ এভাবে অ্যাপল নিজেদের পণ্য সম্পর্কে সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করে৷ তার বাবা এই ‘নিষ্পাপ ভুল’ করার পুরো দায় নিয়েছে বলেও জানিয়েছে সে৷
এআই/এসিবি
অ্যাপেল আইফোন এক্স, ৮ এবং ৮ প্লাসের বিশেষত্ব
অ্যাপেল তাদের ১০ বছর পূর্তিতে ক্যালিফোর্নিয়ায় তাদের সদরদপ্তরে স্টিভ জবস থিয়েটারে আইফোন এইট, এইট প্লাস এবং আইফোন এক্স-এর উদ্বোধন করেছে৷ অনুষ্ঠানে স্মরণ করা হয় প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে৷
ছবি: Reuters/S. Lam
আইফোন এক্স
আইফোন এক্স-এর দাম শুরু হয়েছে ৯৯৯ মার্কিন ডলার থেকে৷ আইফোন এইট-এর ৬৪ গিগা বাইট মডেলের দাম ৬৯৯ মার্কিন ডলার রাখা হয়েছে৷ আর এইট প্লাসের ৬৪ গিগাবাইট ফোনের জন্য আপনাকে গুণতে হবে ৭৯৯ মার্কিন ডলার৷
ছবি: Reuters/S. Lam
হোম বাটন
আইফোন এক্স-এ কোনো হোম বাটন নেই৷ স্ক্রিনের নীচ থেকে উপরে স্পর্শ করলে হোম বাটন দেখা যায়৷ ফেস রিকগনিশন বা চেহারা দেখে ফোন আনলক করার সিস্টেম আছে৷ এমনকি অন্ধকারেও ফোনের ইনফ্রারেড ক্যামেরা ছবি দেখে ব্যবহারকারীকে শনাক্ত করার পর ফোন আনলক হবে৷ এতে পাসওয়ার্ড দেয়ার সুবিধাও আছে৷
ছবি: imago/Xinhua
গুণাগুণ
আইফোন এক্স-এর পানি ও ধূলা প্রতিরোধ ক্ষমতা আছে৷ ওয়ারলেস চার্জিং-এর ব্যবস্থা আছে এবং বাজারে ছাড়া হয়েছে রূপালি ও ধূসর রঙের আইফোন৷ ফোনের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো পোট্রেট মোড৷
ছবি: Reuters/S. Lam
প্রিমিয়াম আইফোন
আইফোন এক্স-এ ৫ দশমিক ৮ ইঞ্চি ডিসপ্লে আছে৷ স্ক্রিনের রেজলিউশন ১১২৫x ২৪৩৬ পিক্সেল, যা আর কোনো আইফোনে নেই৷ একে বলা হচ্ছে সুপার রেটিনা ডিসপ্লে৷ আর এই আইফোনকে বলা হচ্ছে প্রিমিয়াম আইফোন৷
ছবি: Getty Images/AFP/J. Taylor
উন্নত বৈশিষ্ট্য
আইফোন এইট এবং এইট প্লাসে যেসব বৈশিষ্ট্য রয়েছে, তা সেভেন এবং সেভেন প্লাসের চেয়ে উন্নত৷ এই স্মার্টফোন রূপালি, সোনালি এবং ধূসর রঙে বাজারে পাওয়া যাচ্ছে৷
আইফোন এইট এবং এইট প্লাস দু’টোতেই ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে৷ আইফোন এইট-এর স্ক্রিনের আকার ৪ দশমিক ৭ ইঞ্চি এবং এইট প্লাসের ডিসপ্লে ৫ দশমিক ৫ ইঞ্চি৷ দু’টো ফোনেই ১২ মেগাপিক্সেল ক্যামেরা আছে৷ .