1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অপেক্ষার বর্ষপূর্তি

১৪ এপ্রিল ২০১৫

নাইজেরিয়ার সেই মা-বাবারা এখনো তাঁদের মেয়েদের ফিরে পাওয়ার অপেক্ষায়৷ গত বছর এই দিনেই ২১৯ জন স্কুল ছাত্রীকে অপহরণ করেছিল বোকো হারাম৷ এক বছর পরও তাদের ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই৷

Symbolbild Entführungen von Frauen und Mädchen in Nigeria
ছবি: AFP/Getty Images/P. U. Ekpei

নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের অপেক্ষায় থাকা মুহাম্মাদু বুহারির কথাতে সে অবস্থাই ফুটে উঠেছে৷ নাইজেরিয়ার রাজধানী আবুজায় প্রতিদিনের মতো মঙ্গলবারও অপহৃত ছাত্রীদের ফিরিয়ে আনার দাবি জানাতে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ৷ বর্ষপূর্তির অনুষ্ঠানের অংশ হিসেবে প্রার্থনাসভাও হয়েছে৷ তবে মুহাম্মাদু বাহারির কাছ থেকে তাঁরা কোনো আশার বাণী শুনতে পাননি৷ সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট বরং বলেছেন, আদৌ উদ্ধার করা যাবে কিনা তা জানিনা৷ তারা কোথায় আছে তা-ও জানা নেই৷ তাদের উদ্ধার করবোই- এমন প্রতিজ্ঞা আমি ইচ্ছে থাকা সত্ত্বেও করতে পারছিনা৷'' তবে তিনি আশ্বাস দিয়েছেন, অপহৃত ছাত্রীদের উদ্ধারের জন্য সব চেষ্টাই তাঁর সরকার করবে৷ সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত দেশটির বর্তমান প্রেসিডেন্ট গুডলাক জনাথনও এমন আশ্বাস দিতেন৷ তবে তাঁর বিরুদ্ধে বোকো হারামের বিরুদ্ধে কঠোর না হওয়ার অভিযোগও খুব জোরালো৷

ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারামের অপহরণ করা স্কুল ছাত্রীদের ফিরিয়ে দেয়ার দাবিতে সারা বিশ্বেই আন্দোলন চলছে৷ সাইবার জগতে #BringBackOurGirls লিখে অপহৃতদের উদ্ধারের দাবির পক্ষে গড়ে তোলা হচ্ছে জনমত৷ যুক্তরাষ্ট্রে #BringBackOurGirls ক্যাম্পেইনের বর্ষপূর্তিতে থাকছে বিশেষ আয়োজন৷ নিউইয়র্কের এম্পায়ার বিল্ডিংকে সাজানো হয়েছে ক্যাম্পেইনের ব্যানারের রং অর্থাৎ লাল ও গোলাপি রংয়ের আলোকসজ্জায়৷ নাইজেরিয়ার অপহৃত মেয়েদের উদ্ধারের আহ্বানকে জোরালো করতে বিশ্বের বিভিন্ন শহরেই পালিত হচ্ছে বিশেষ কর্মসূচি৷

গত এক বছর ধরেই পালন করা হচ্ছে এমন কর্মসূচি৷ কিন্তু বোকো হারামের বর্বরতা, পাশবিকতা তাতে কমেনি৷ বরং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বরং বেড়েছে৷ মঙ্গলবার প্রকাশ করা এক প্রতিবেদনে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি জানায়, বোকো হারাম নিয়মিত মেয়েদের অপহরণ করে ধর্ষণ করছে, তাদের ক্রীতদাসী হতে বাধ্য করছে, এমনকি তাদের বিক্রিও করে দিচ্ছে৷ ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থাটি আরো জানায়, গত এক বছরে বোকো হারাম কমপক্ষে দু হাজার নারীকে অপহরণ করেছে৷ অপহৃতদের ধর্ষণ করে রান্নার কাজ এবং যুদ্ধে অংশ নিতে বাধ্য করছে৷ কেউ এসবে রাজি না হলে তাকে মেরে ফেলা হচ্ছে বলেও জানিয়েছে অ্যামনেস্টি৷

এদিকে সোমবার জাতিসংঘ এক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে নারীর বিরুদ্ধে বোকো হারামের অপতৎপরতার নিন্দা জানায়৷ প্রতিবেদনে বলা হয়, এ মুহূর্তে কমপক্ষে ৪৫টি ইসলামি জঙ্গি সংগঠন সক্রিয় রয়েছে৷ তাদের মধ্যে কমপক্ষে ১৩টি সংগঠনের বিরুদ্ধে নারীকে অপহরণ, ধর্ষণ এবং জোরপূর্বক বিবাহের অভিযোগ রয়েছে৷ প্রতিবেদনে ইরাক ও সিরিয়ায় যুদ্ধরত আরেক ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-এর ইয়াজিদি সম্প্রদায়ের নারীদের বিরুদ্ধে চালানো বিভৎস অত্যাচারের কথাও উল্লেখ করে নিন্দা জানানো হয়৷

এসিবি/জেডএইচ (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ