1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অপেক্ষার বর্ষপূর্তি

১৪ এপ্রিল ২০১৫

নাইজেরিয়ার সেই মা-বাবারা এখনো তাঁদের মেয়েদের ফিরে পাওয়ার অপেক্ষায়৷ গত বছর এই দিনেই ২১৯ জন স্কুল ছাত্রীকে অপহরণ করেছিল বোকো হারাম৷ এক বছর পরও তাদের ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই৷

Symbolbild Entführungen von Frauen und Mädchen in Nigeria
ছবি: AFP/Getty Images/P. U. Ekpei

নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের অপেক্ষায় থাকা মুহাম্মাদু বুহারির কথাতে সে অবস্থাই ফুটে উঠেছে৷ নাইজেরিয়ার রাজধানী আবুজায় প্রতিদিনের মতো মঙ্গলবারও অপহৃত ছাত্রীদের ফিরিয়ে আনার দাবি জানাতে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ৷ বর্ষপূর্তির অনুষ্ঠানের অংশ হিসেবে প্রার্থনাসভাও হয়েছে৷ তবে মুহাম্মাদু বাহারির কাছ থেকে তাঁরা কোনো আশার বাণী শুনতে পাননি৷ সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট বরং বলেছেন, আদৌ উদ্ধার করা যাবে কিনা তা জানিনা৷ তারা কোথায় আছে তা-ও জানা নেই৷ তাদের উদ্ধার করবোই- এমন প্রতিজ্ঞা আমি ইচ্ছে থাকা সত্ত্বেও করতে পারছিনা৷'' তবে তিনি আশ্বাস দিয়েছেন, অপহৃত ছাত্রীদের উদ্ধারের জন্য সব চেষ্টাই তাঁর সরকার করবে৷ সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত দেশটির বর্তমান প্রেসিডেন্ট গুডলাক জনাথনও এমন আশ্বাস দিতেন৷ তবে তাঁর বিরুদ্ধে বোকো হারামের বিরুদ্ধে কঠোর না হওয়ার অভিযোগও খুব জোরালো৷

ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারামের অপহরণ করা স্কুল ছাত্রীদের ফিরিয়ে দেয়ার দাবিতে সারা বিশ্বেই আন্দোলন চলছে৷ সাইবার জগতে #BringBackOurGirls লিখে অপহৃতদের উদ্ধারের দাবির পক্ষে গড়ে তোলা হচ্ছে জনমত৷ যুক্তরাষ্ট্রে #BringBackOurGirls ক্যাম্পেইনের বর্ষপূর্তিতে থাকছে বিশেষ আয়োজন৷ নিউইয়র্কের এম্পায়ার বিল্ডিংকে সাজানো হয়েছে ক্যাম্পেইনের ব্যানারের রং অর্থাৎ লাল ও গোলাপি রংয়ের আলোকসজ্জায়৷ নাইজেরিয়ার অপহৃত মেয়েদের উদ্ধারের আহ্বানকে জোরালো করতে বিশ্বের বিভিন্ন শহরেই পালিত হচ্ছে বিশেষ কর্মসূচি৷

গত এক বছর ধরেই পালন করা হচ্ছে এমন কর্মসূচি৷ কিন্তু বোকো হারামের বর্বরতা, পাশবিকতা তাতে কমেনি৷ বরং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বরং বেড়েছে৷ মঙ্গলবার প্রকাশ করা এক প্রতিবেদনে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি জানায়, বোকো হারাম নিয়মিত মেয়েদের অপহরণ করে ধর্ষণ করছে, তাদের ক্রীতদাসী হতে বাধ্য করছে, এমনকি তাদের বিক্রিও করে দিচ্ছে৷ ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থাটি আরো জানায়, গত এক বছরে বোকো হারাম কমপক্ষে দু হাজার নারীকে অপহরণ করেছে৷ অপহৃতদের ধর্ষণ করে রান্নার কাজ এবং যুদ্ধে অংশ নিতে বাধ্য করছে৷ কেউ এসবে রাজি না হলে তাকে মেরে ফেলা হচ্ছে বলেও জানিয়েছে অ্যামনেস্টি৷

এদিকে সোমবার জাতিসংঘ এক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে নারীর বিরুদ্ধে বোকো হারামের অপতৎপরতার নিন্দা জানায়৷ প্রতিবেদনে বলা হয়, এ মুহূর্তে কমপক্ষে ৪৫টি ইসলামি জঙ্গি সংগঠন সক্রিয় রয়েছে৷ তাদের মধ্যে কমপক্ষে ১৩টি সংগঠনের বিরুদ্ধে নারীকে অপহরণ, ধর্ষণ এবং জোরপূর্বক বিবাহের অভিযোগ রয়েছে৷ প্রতিবেদনে ইরাক ও সিরিয়ায় যুদ্ধরত আরেক ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-এর ইয়াজিদি সম্প্রদায়ের নারীদের বিরুদ্ধে চালানো বিভৎস অত্যাচারের কথাও উল্লেখ করে নিন্দা জানানো হয়৷

এসিবি/জেডএইচ (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ