1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মে দিবসে বিক্ষোভ

১ মে ২০১৪

বিশ্বের নানা দেশে যথাযোগ্য মর্যাদার সাথে আন্তর্জাতিক মে দিবস পালিত হচ্ছে৷ তবে তুরস্কে কঠোর নিরাপত্তার মধ্যে চলছে বিক্ষোভ৷ জাপান ও কম্বোডিয়াতেও ঘটেছে সংঘর্ষের ঘটনা৷

ছবি: Kevork Djansezian/Getty Images

১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটের সামনে দৈনিক কাজের সময় আট ঘণ্টার দাবিতে হাজারো শ্রমিক জড়ো হয়েছিলেন৷ মার্কিন পুলিশ তাঁদের ঘিরে রাখে৷ এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে হঠাৎ বোমা ছোড়েন কেউ একজন৷ বোমা নিক্ষেপের ফলে কিছু পুলিশ হতাহতও হয়৷ এ সময় অন্যান্য পুলিশ শ্রমিকদের উপর অতর্কিত গুলিবর্ষণ শুরু করে৷ আর ১০-১২ জন নিরীহ শ্রমিক সেখানেই মারা যান৷

১৮৮৯ সালে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত হয়৷ সেখানে ১৮৯০ সাল থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন রেমন্ড লাভিনে৷ ১৮৯১ সালে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়৷

তখন থেকেই বিশ্বের বিভিন্ন দেশের শ্রমজীবী মানুষ মে মাসের ১লা তারিখকে সরকারি ছুটির দিন হিসাবে পালনের দাবি জানায় এবং অনেক দেশে এটা কার্যকরও করা হয়৷ বাংলাদেশ এবং ভারতেও এই দিনটি যথাযথভাবে পালিত হয়ে আসছে৷ বিশ্বের বেশিরভাগ দেশের শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনগুলো রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে৷ বর্তামানে বিশ্বের প্রায় ৮০টি দেশে ‘পহেলা মে' জাতীয় ছুটির দিন হিসেবে ধার্য্য করা হয়েছে৷

ইস্তানবুলের তাকসিম স্কয়ারে অন্তত ৪০ হাজার মানুষ সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়ছবি: Reuters

বৃহস্পতিবার জাপানের টোকিও শহরে হাজারো মানুষ মে দিবসের মিছিলে অংশ নেন৷ কর্ম পরিবেশের উন্নয়ন এবং প্রধানমন্ত্রী শিনজো আবে-র অর্থনৈতিক নীতির প্রতিবাদ জানান তাঁরা৷

এদিকে, মে দিবস উপলক্ষ্যে ইস্তানবুলের তাকসিম স্কয়ারে অন্তত ৪০ হাজার মানুষ সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়৷ তুরস্ক সরকার তাকসিম স্কয়ারে শ্রমিকদের সবধরনের সভা-সমাবেশ, মিছিল নিষিদ্ধ করেছে, যার প্রতিবাদ জানান তাঁরা৷ মার্চে নির্বাচন অনুষ্ঠানের পর এই প্রথম এত বড় সমাবেশ হল তুরস্কে৷ তিন দশক ধরে একটানা তাকসিম স্কয়ারে শ্রমিকদের সভা-সমাবেশ নিষিদ্ধ ছিল, ২০১০ সালে তা উঠিয়ে নেয়া হলেও গত বছর আবার জারি করা হয়৷

কম্বোডিয়ার রাজধানী নমপেনে মে দিবসের শোভাযাত্রায় পুলিশ লাঠিচার্জ করেছে বলে জানা গেছে৷ শ্রমিকরা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করায় পুলিশ তাঁদের উপর হামলা চালায়৷ কম্বোডিয়ায় জানুয়ারি থেকে সব ধরনের বিক্ষোভ সমাবেশের উপর নিষেধাজ্ঞা রয়েছে৷ অন্তত এক হাজার শ্রমিক বৃহস্পতিবার ঐ শোভাযাত্রায় অংশ নেন৷

অন্যদিকে হংকং-এ পাঁচ হাজার মানুষ শ্রম দিবসের শোভাযাত্রায় অংশ নিয়েছে৷ এছাড়া ইন্দোনেশিয়ার জাকার্তা, মালয়েশিয়ার কুয়ালালামপুর, সিঙ্গাপুর, তাইপেই এবং দক্ষিণ কোরিয়ার সৌলে শান্তিপূর্ণভাবে শ্রম দিবস পালিত হচ্ছে বলে খবর৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ