1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোকায় বিধ্বস্ত ১২ হাজার বাড়ি

১৫ মে ২০২৩

প্রবল ঝড় হলেও সেই তুলনায় কম ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে প্রশাসন।

মোকা
ছবি: via REUTERS

মোকার শক্তি সিডরের কাছাকাছি ছিল। কিন্তু সিডরে যে পরিমাণ ক্ষতি হয়েছিল, মোকার আঘাতে ততটা ক্ষতি হয়নি বলেই মনে করছে প্রশাসন। উপকূলবর্তী অঞ্চলে ১২হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে প্রায় তিন লাখ মানুষের। তবে ঝড়টি স্থলভাগে ঢোকার সময় গতি খানিকটা কমায়। মূল ঝাপটা মিয়ানমারের উপর দিয়ে যাওয়ায় বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল খানিকটা হলেও বেঁচে গেছে।

রোববার দুপুরে কক্সবাজারের টেকনাফ এবং সেন্ট মার্টিন দ্বীপে আঘাত হানে মোকা। এখনো পর্যন্ত বাংলাদেশ কারো নিহত হওয়ার খবর মেলেনি। ঝড়ের পর দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, ''আমরা পাঁচ বছরে যত দুর্যোগ মোকাবিলা করেছি, তার মধ্যে এবারের আয়োজন ছিল সর্বোচ্চ। কোথাও কোনো লুপহোল ছিল না।''

কেন ঘূর্ণিঝড় হয়?

02:54

This browser does not support the video element.

আবহাওয়াবিদেরা জানিয়েছেন মূলত তিনটি কারণে ঝড়ের তাণ্ডব মাত্রাছাড়া হয়নি। এক, ঝড়ের কেন্দ্র মিয়ানমারের দিকে সরে গেছিল, ঝড়টি অপেক্ষাকৃত দুর্বল হয়ে পড়েছিল এবং তিন, সাগরে ভাটা চলছিল। ফলে জলোচ্ছ্বাস হলেও তার ভয়াবহতা অনেক কম ছিল।

মিয়ানমারে অবশ্য ব্যাপক ক্ষতি হয়েছে। মূলত রাখাইন প্রদেশের উপর দিয়ে ঝড়ের কেন্দ্রটি গেছে। সম্পূর্ণ চিত্র পাওয়া না গেলেও সেখানে হতাহতের ঘটনা ঘটেছে বলেই প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, রাখাইন প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার বাড়িঘর নষ্ট হয়েছে। তবে মৃতের সংখ্যা এখনো জানা যায়নি। রাখাইনের স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রায় ২০ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু আশ্রয়কেন্দ্রগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাখাইনের রাজধানী কার্যত জলের তলায়। প্রায় প্রতিটি বাড়িতে একতলা সমান জল।

এদিকে চট্টগ্রাম সমুদ্রবন্দর আবার চালু হলেও সেখানে সতর্কতা এখনো জারি আছে। চট্টগ্রাম-সহ উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা আছে। একইসঙ্গে মহেশখালী এনএনজি টার্মিনাল গভীর সাগরে সরানোর কারণে গ্যাস এবং বিদ্যুতের সংকট দেখা দিতে পারে। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে বলে প্রশাসন জানিয়েছে।

এসজি/জিএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ