1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোগাদিশুতে ২ জঙ্গির তাণ্ডবে নিহত ৩০

২৫ আগস্ট ২০১০

সোমালিয়ার নিরাপত্তা পরিস্থিতির করুণ দশা ফুটে উঠলো আরেকবার৷ মঙ্গলবার মোগাদিশুতে আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন একাধিক সংসদ সদস্য৷ জঙ্গি গোষ্ঠী আল-শাবাব ইতিমধ্যে স্বীকার করে নিয়েছে হামলার দায়৷

হোটেল মনার সামনে সরকারি সেনারাছবি: AP

দুই জঙ্গির হামলা

মঙ্গলবার মাত্র দু'জন আল-শাবাব জঙ্গি তাণ্ডব ঘটাল মোগাদিশুর হোটেল মনায়৷ কয়েক ঘণ্টার তাণ্ডবলীলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৩০ জন৷ এদের মধ্যে ৬ জনই সংসদ সদস্য৷ পুরো হোটেলটি তছনছ করে দেয় আল-কায়েদা সমর্থিত এই দুই জঙ্গি৷ এরপর হোটেল বারান্দায় দাঁড়িয়ে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি৷ এতে ছিন্নভিন্ন হয়ে যায় তার দেহ৷ বিস্ফোরণের তীব্রতায় প্রাণ হারায় অপর জঙ্গিও৷ আল-শাবাব আর আফ্রিকান ইউনিয়ন সমর্থিত সোমালি সেনাদের মধ্যকার তীব্র সংঘর্ষের দ্বিতীয় দিনে ঘটলো এই আত্মঘাতী হানা৷

সরকারের মন্তব্য

সোমালিয়ার উপ প্রধানমন্ত্রী আব্দিরহমান হাজি আদেন আত্মঘাতী জঙ্গি হামলার কথা স্বীকার করেছেন৷ তিনি বলেন, হামলায় ৩০ জন নিহত হয়েছেন৷ এদের মধ্যে ছয়জন সংসদ সদস্য, চারজন সরকারি কর্মচারি৷ আর বাকিরা সাধারণ মানুষ৷

আল-শাবাব সন্ত্রাসী গোষ্ঠীর কয়েক সদস্যছবি: AP

হামলার দায় স্বীকার

হোটেল মনা মোগাদিশুর প্রেসিডেন্ট প্রাসাদের খুব কাছেই অবস্থিত৷ এই হোটেলটি এতদিন সংসদ সদস্যদের নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচিত হয়ে আসছিল৷ জঙ্গিরা তাই সরকারি সেনার বেশ ধরে হোটেলে প্রবেশ করে৷ এরপর চালায় হত্যাযজ্ঞ৷ আল-শাবাব মুখপাত্র শেখ আলী মোহাম্মদ রাগে এই হামলার দায় স্বীকার করেছেন৷ তবে কেন এই হামলা তা জানাননি তিনি৷

শারিয়া আইনের নামে সন্ত্রাস

এখানে বলা প্রয়োজন, আল-শাবাব গোষ্ঠীকে তুলনা করা হয় আফগানিস্তানে তালেবান গোষ্ঠীর সঙ্গে৷ ইসলামি শারিয়া আইন ব্যবস্থা চালু তাদের উদ্দেশ্য৷ তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটি একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচিত৷

আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দা

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে৷ একইসঙ্গে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের সামনে দাঁড় করাতে আহ্বান জানিয়েছে সংস্থাটি৷ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, আমি হতাহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই এবং বলতে চাই ইউরোপীয় ইউনিয়ন সবসময় সোমালিদের পাশে আছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ