1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাওয়াগাড়ির কত গুণাগুণ!

১১ মে ২০১৬

মোটরগাড়ির বদলে ‘রোটর-গাড়ি' চলে বাতাসের শক্তিতে৷ জার্মানির কিল বিশ্ববিদ্যালয়ের কারিগরি বিভাগে তাই নিয়ে গবেষণা চলেছে৷

প্রতীকী ছবি
ছবি: Reuters

তাদের ‘হাওয়াগাড়ি'-র গুণাগুণ বিশ্লেষণ করার জন্য কিল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়াররা বিশ্বের সবচেয়ে শক্তিশালী উইন্ড টানেল ব্যবহার করে থাকেন৷ সে উইন্ড টানেল আবার ঠিক জার্মানির মাঝখানে৷

গবেষকরা পরীক্ষা করে দেখতে চান, কী ধরণের বাতাস থাকলে তাঁদের ‘হাওয়াগাড়ি' সবচেয়ে জোরে চলে৷ সেজন্য ‘হাওয়াগাড়ির' এক একটি যন্ত্রাংশের এয়ারোডাইনামিক্স বুঝে, অপরাপর যন্ত্রাংশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে৷ উইন্ডমিলের মতো এখানেও রোটর ব্লেডস বা পাখাগুলো কিরকম, তার ওপর অনেক কিছু নির্ভর করবে৷ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রফেসর ইয়ান ভাইচার্ট জানালেন, ‘‘আজ আমরা উইন্ড টানেলে রোটর ব্লেডগুলো টেস্ট করছি৷ আমরা দেখতে চাই, বাতাসের গতি কতটা হলে, গাড়ি সবচেয়ে ভালো চলে৷''

উইন্ড টানেলে প্রস্তুতি চলেছে পুরোদমে৷ বাস্তব পরিস্থিতিতে এখন দেখা যাবে, রোটর ব্লেডগুলো ঠিকমতো কাজ করছে কিনা৷ ইঞ্জিনিয়াররা নিজেরাই একক অংশগুলো ডিজাইন করেছেন৷ তাঁদের মাপজোক সব ঠিক ছিল তো? রোটরগুলোর আকার বা আকৃতি? গবেষকরা গত পাঁচ বছর ধরে এই ‘হাওয়াগাড়ি' তৈরির চেষ্টায় আছেন৷

সামনে থেকে যে বাতাস আসছে, তার জোরেই গাড়ি চলবে – অর্থাৎ সেই বাতাস থেকে যতটা সম্ভব শক্তি সঞ্চয় করতে হবে৷ টেস্ট চলাকালীন ধীরে ধীরে উইন্ড টারবাইনের স্পিড বাড়ানো হলে দেখা গেল, হিসেব মিলে যাচ্ছে: রোটরগুলো ক্রমেই আরো জোরে ঘুরছে আর আরো বেশি এনার্জি সৃষ্টি করছে৷ হাওয়াগাড়ি তৈরি হলে, সেই এনার্জিতে গাড়ির চাকা ঘুরবে৷ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রফেসর পেটার সাফারচিক গর্ব করে বললেন, ‘‘আমাদের এই ‘বালটিক থান্ডার' গাড়ি হলো বিদেশে যা ‘জার্মান ইঞ্জিনিয়ারিং' বলে পরিচিত, ঠিক তাই: সহজ কিন্তু পোক্ত!''

উইন্ড টানেলের টেস্ট সফল হয়েছে৷ এবার যন্ত্রাংশগুলো ঠিকমতো জোড়া দিয়ে সম্পূর্ণ গাড়িটা তৈরি করে দেখতে হবে, সেটা রাস্তায় কিরকম চলে৷ উইন্ড হুইল, ফাইবারগ্লাসের বডি আর সাইকেলের চাকা জুড়ে তৈরি এই হাওয়াগাড়ি৷ একটু ঠেলে দিলেই চারচাকার এই উইন্ডমিলটি আপনা থেকে চলতে থাকে, বাতাসের মুখে, বাতাসের জোরে৷ আবিষ্কারকরা খুশি৷ বাকি থাকল সামনের প্রতিযোগিতা৷ সেখানে কি কিল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জিততে পারবেন?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ