1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোটরগাড়ি গবেষণায় ভারত-জার্মানির পারস্পরিক সহযোগিতা

৪ নভেম্বর ২০১১

বৈজ্ঞানিক গবেষণার অগ্রগতির ফল আধুনিক সুবিধা সম্বলিত মোটরগাড়ির বহর৷ তবে এতেই সন্তুষ্ট নন বিজ্ঞানীরা৷ উদ্ভাবন করতে চান নতুন বৈশিষ্ট্য ও সুবিধা বিশিষ্ট মোটর যান৷ আর সেই লক্ষ্যেই এগিয়ে এলো ভারত ও জার্মানি৷

ভারতে জার্মান প্রেসিডেন্ট হর্স্ট ক্যোলারছবি: AP

পাউডার ধাতুবিদ্যা এবং নতুন ধাতব উপকরণ বিষয়ক ভারতের আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র এআরসিআই এবং জার্মানির ফ্রাউনহফার সোসাইটির মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ দীর্ঘ দিন ধরে উভয় পক্ষের বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের মধ্যে আলাপ-আলোচনা, সেমিনার ও কর্মশালার পর ‘মাল্টিজয়েন' নামের যৌথ প্রকল্প গ্রহণ করা হয়৷ ভারত এবং জার্মানির কয়েকটি শহরে এসব সংলাপের আয়োজন করা হয়৷ ইউরোপের  শিল্প বিষয়ক প্রথমসারির প্রতিষ্ঠান ফ্রাউনহফার সোসাইটির সাথে এই প্রকল্পের ব্যাপারে ধারাবাহিক সমঝোতা আলোচনার আয়োজন করে আরঅ্যান্ডডি মোটরযান বিষয়ক ইন্ডিয়ান কোর গ্রুপ সিএআর৷ এটি ভারত সরকারের একটি বড় মাপের উদ্যোগ যা মোটর শিল্পের উন্নয়নে শিল্প সংস্থা, ইন্সটিটিউটস এবং বিজ্ঞানীদের মধ্যে সহযোগিতামূলক আরঅ্যান্ডডি কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে কাজ করে৷

এই উদ্যোগের আওতায় প্রকল্পটির কাজে অর্থায়ন করছে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক দপ্তর - ডিএসটি৷ সিএআর এর শীর্ষ পরিষদে সদস্য হিসেবে আরো রয়েছে ভারতের ভারি শিল্প, ইলেক্ট্রোনিক্স এবং সড়ক পরিবহন বিষয়ক মন্ত্রণালয়গুলো৷ ভারতের বিজ্ঞান বিষয়ক উচ্চ প্রতিষ্ঠানসমূহের গবেষক, জাতীয় গবেষণাগার ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ফ্রাউনহফার ইন্সটিটিউটস এর বিজ্ঞানী ও প্রতিনিধিরা এসব বৈঠকে ধাতব পদার্থ, ম্যানুফ্যাকচারিং, অটোমোটিভ ইলেক্ট্রনিক্স এবং স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী প্রচালন বা প্রপালশন নিয়ে আলোচনা করেন৷

ভারতে মার্সেডিস বেঞ্জ-এর অফিসছবি: picture-alliance/dpa

যৌথ উদ্যোগে গৃহীত ‘মাল্টিজয়েন' নামের এই প্রকল্পের চুক্তি স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন ভারতে নিয়োজিত জার্মানির উপ-রাষ্ট্রদূত কর্ড মায়ার ক্লট, ভারত সরকারের মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা ড. আর চিদাম্বারাম, ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কমপিটিটিভনেস কাউন্সিলের প্রধান ড. ভি কৃষ্ণমূর্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব ড. টি রামাস্বামী৷ এই প্রকল্পের একটি বিশেষ দিক হলো এটি শিল্প ভিত্তিক এবং সরকারি উদ্যোগে গৃহীত অধিকতর প্রকল্পের খাত চিহ্নিত করবে৷ ‘মাল্টিজয়েন' প্রকল্পের আওতায় নানাধর্মী ধাতব পদার্থের মিশ্রণের মাধ্যমে অধিকতর হাল্কা মোটরগাড়ির কাঠামো তৈরির চেষ্টা চালানো হবে৷ মূলত অ্যালুমিনিয়াম, স্টিল এবং প্লাস্টিক চারটি ভিন্নমাত্রায় সংমিশ্রণের সম্ভাব্যতা খতিয়ে দেখবে ভারতীয় মোটর যন্ত্রাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠান ওইএম এর সাথে জার্মান ও ভারতীয় প্রতিষ্ঠানগুলো৷ এসব গবেষণাকর্মের ফল অনুসারে ভবিষ্যতের জন্য মোটরগাড়ির কাঠামোর আকার-আকৃতি গঠনের উদ্যোগ নেওয়া হবে৷

এই প্রকল্পের সাথে আরো যেসব প্রতিষ্ঠান কাজ করবে সেগুলোর মধ্যে রয়েছে ভারতের হায়দারাবাদের এআরসিআই, বাঙ্গালোরের ভারতীয় বিজ্ঞান ইন্সটিটিউট, মাদ্রাজের ভারতীয় প্রযুক্তি ইন্সটিটিউট এবং পুনে ভিত্তিক ভারতীয় মোটর গবেষণা সংস্থা৷ এর সাথে জড়িত জার্মান প্রতিষ্ঠানসমূহের মধ্যে রয়েছে ফ্রাউনহফার ইন্সটিটিউট ফর মেশিন টুলস অ্যন্ড ফর্মিং টেকনোলজি - আইডাব্লিউইউ, ফ্রাউনহফার ইন্সটিটিউট ফর ম্যাটেরিয়াল অ্যান্ড বিম টেকনোলজি - আইডাব্লিউএস, ফ্রাউনহফার ইন্সটিটিউট ফর ম্যানুফ্যাকচারিং টেকনোলজি অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস - আইএফএএম এবং ফ্রাউনহফার ইন্সটিটিউট ফর নন-ডেস্ট্রাক্টিভ আইজেডএফপি৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ