1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোটর ভেহিকলস অ্যাক্ট সময়োপযোগী করা দরকার: ইলিয়াস কাঞ্চন

২ সেপ্টেম্বর ২০১১

সড়ক দুর্ঘটনা এড়াতে দীর্ঘদিন ধরে সরকার ও প্রশাসনের কাছে একাধিক প্রস্তাব পেশ করেছেন বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন৷ বর্তমান আন্দোলনের প্রেক্ষাপটে তিনি এবিষয়ে নিজের মতামত দিয়েছেন৷

ছবি: DW/Arafatul Islam

বাংলাদেশে সড়ক দুর্ঘটনা এক মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷ সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক আশফাক মুনীরের মতো বিশিষ্ট ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সমাজের বিভিন্ন মহলে বিষয়টিকে ঘিরে ক্ষোভের মাত্রা বেড়ে গেছে৷ ‘ছাত্র-শিক্ষক-পেশাজীবী-জনতা' নামের একটি সংগঠন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদচ্যুতির দাবিতে আগামী ১৩ সেপ্টেম্বর সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে৷ আওয়ামী লীগ সংসদ সদস্য তারানা হালিম অদক্ষ চালকদের লাইসেন্স দিলে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন৷

গত প্রায় ১৮ বছর ধরে ‘নিরাপদ সড়ক চাই' আন্দোলনের পথিকৃৎ বিশিষ্ট অভিনেতা ইলিয়াস কাঞ্চন৷ ডয়চে ভেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বাংলাদেশে সড়ক দুর্ঘটনার পেছনে মূল কারণগুলি তুলে ধরেছেন, এবং এই ধরণের সমস্যা এড়াতে বেশ কিছু স্পষ্ট সমাধানসূত্রও তুলে ধরেছেন৷ একাধিক সরকার ও বিরোধী দলের কাছে এই সব প্রস্তাব বেশ করেও কোনো ফল হয় নি বলে দুঃখ প্রকাশ করেন তিনি৷ যোগাযোগমন্ত্রীর পদত্যাগের যে দাবি উঠেছে, শুধু তার মাধ্যমে মূল সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করেন কাঞ্চন৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ