1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোদির জনপ্রিয়তা

অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি১৩ ডিসেম্বর ২০১২

ভারতের গুজরাটে বৃহস্পতিবার প্রথম পর্বে ৮৭টি আসনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে৷ রাজ্যের শাসক দল বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী দল কংগ্রেস৷ এই ভোটকে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তার গণভোট বলে মনে করা হচ্ছে৷

ছবি: AP

গুজরাট বিধানসভার ১৮৩টি আসনের মধ্যে প্রথম পর্বে বৃহস্পতিবার ভোট হয়েছে ৮৭টি আসনে৷ ভোট পড়েছে ৬০ শতাংশের মত৷ সৌরাষ্ট্রের সাতটি জেলার ৪৮টি, দক্ষিণ গুজরাটের সাতটি জেলার ৩৫টি এবং আমেদাবাদ জেলার চারটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ শাসক দল বিজেপি সবকটি আসনেই প্রার্থী দিয়েছে৷ কংগ্রেস দিয়েছে ৮৪টি আসনে এবং পরিবর্তন পার্টি ৮৩টি আসনে৷ ভোট কেন্দ্রগুলিতে ছিল কড়া নিরাপত্তা৷ নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৮৪৬ জন৷

বৃহস্পতিবার ভোটবাক্সে যেসব নেতার রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হলো তাঁদের মধ্যে বড় মাপের নেতা হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও নরেন্দ্র মোদির এককালীন সহকর্মী কেশুভাই প্যাটেল, সৌরাষ্ট্র অঞ্চলকে যাঁর দুর্গ বলা হয়৷ তিনি বিজেপি ছেড়ে পরিবর্তন পার্টি নামে নতুন দল গড়ে ভোটে নেমেছেন৷ মোদির ভোট ব্যাংকে তিনি থাবা বসাতে পারবেন বলে মনে করা হচ্ছে৷ সৌরাষ্ট্র এলাকায় প্রধান সমস্যা সেচের জল আর বিদ্যুৎ৷

নরেন্দ্র মোদিছবি: AP

বিশ্লেষকদের মতে, এই ভোট হবে হিন্দুত্ব জাতীয়তাবাদী বিজেপির মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তার গণভোট, যিনি গুজরাট শাসন করে আসছেন ২০০১ সাল থেকে৷ একদিকে তিনি একনায়ক অন্যদিকে তিনি বিকাশপুরুষ৷ ভোটারদের সঙ্গে তাঁর অদ্ভূত রসায়ন৷ ভালবাসার সঙ্গে ঘৃণার মিশেল৷ মোদির নির্বাচনী সভায় ভীড় তাই উপচে পড়ে৷

এই প্রসঙ্গে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক উদয়ন বন্দোপাধ্যায় ডয়চে ভেলেকে  বললেন, মোদি জিতে আসবেন৷ সংখ্যালঘু ভোট হয়তো পাবেন না, তবে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোট, যেটা তিনি ধরে রাখতে পেরেছেন, সেটা তিনি পাবেন, জাতপাতের বিভাজন একটা ফ্যাক্টর হওয়া সত্ত্বেও৷

মোদিকে ভাবি প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরতে চাইছে বিজেপি৷ একদিক থেকে সেটা শাপেবর হবে কংগ্রেসের৷ সারা দেশের মুসলিম ভোট ব্যাংক কংগ্রেসের দিকে ঝুঁকতে পারে ২০১৪ সালের সাধারণ নির্বাচনে৷ মোদি একজন সফল একনায়ক, মমতা বন্দোপাধ্যায় যেখানে ব্যর্থ একনায়ক৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ