বেঙ্গালুরুর এক যৌনপল্লীতে দেড় বছর কাটিয়েছেন অরুণা৷ তখন খদ্দেরদের দেয়া কিছু টিপস গোপনে জমিয়েছিলেন৷ আশা ছিল, একদিন মুক্তি মিলবে, বাংলাদেশের মেয়ে তখন সেই টাকা নিয়ে দেশে ফিরে যাবেন৷
বিজ্ঞাপন
কিন্তু অরুণার মুক্তি মিললেও যে ভারতীয় রুপি তিনি জমিয়েছিলেন তা আর মিললো না৷ দুর্নীতি দমনের লক্ষ্যে গত নভেম্বরে পাঁচশ’ এবং এক হাজার রুপির নোট বাতিল করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ অরুণার জমিয়ে রাখা নোটগুলোও বাতিল হয়ে গেছে তখন৷ যদিও মোদীর উদ্দেশ্য ছিল কালো টাকা সাদা করা, বিশেষ করে যেসব দুর্নীতিবাজ টাকা জমিয়ে রেখেছিল তাদের টাকাবাজারে ফেরত আনা৷ কিন্তু নিষিদ্ধের ফলে অরুণার মতো অনেক সাধারণ মানুষও হয়েছেন ভুক্তভোগী৷ তারা এখন হয়ে পড়েছেন আরো অসহায়৷
অরুণা অবশ্য খুব বেশি জমাতে পারেননি৷ সাকুল্যে জমিয়েছিলেন দশ হাজার রুপি বা দেড়শ’ মার্কিন ডলার৷ বেঙ্গালুরুর যে যৌনপল্লীতে তাঁকে বেচে দেয়া হয়েছিল, সেই পল্লীর মালিকের চোখ এড়িয়ে প্যান্টের পকেটে রেখে এই টাকা জমিয়েছিলেন তিনি৷ চেয়েছিলেন, দেশে ফিরে এই টাকা দেখিয়ে বলবেন, ভারতে পোশাক শ্রমিকের কাজ করতেন তিনি৷
বিশ্বজয় করল বাংলাদেশের যৌনকর্মীর ছবি
সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড জয় করা ছবিগুলোর মধ্যে বাংলাদেশের যৌনকর্মীদের দুর্দশাসহ লিবিয়ার যোদ্ধাদের কথাও উঠে এসেছে৷ চলুন এক নজরে দেখে নিই ছবিগুলো৷
ছবি: Sony World Photography Award 2017/S. Hoyn
ছোটবেলা থেকেই প্রশিক্ষণ
চীনের দুই জমজ বোন লিউ বিংকুইং এবং লিউ ইউজির অনুশীলনের এই ছবিটি তুলেছেন আলোকচিত্রী ইউয়ান পেং৷ ছোটবেলা থেকেই প্রতিদিন প্রশিক্ষণ নিচ্ছে এই দুই বোন৷ ছবিটি সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড ২০১৭-র স্পোর্টস ক্যাটাগরিতে সেরা হয়েছে৷
ছবি: Sony World Photography Award 2017/Y. Peng
নিশাচর হায়না
ব্রিটেনের আলোকচিত্রী উইল ব্যুরাড-লুকাস নিজস্ব পরিবেশে থাকা বিভিন্ন নিশাচর প্রাণীর ছবি তোলেন৷ হায়নার এই ছবিটি তোলা হয়েছে আফ্রিকায়৷ ‘নেচার’ ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কার জিতেছে এটি৷
ছবি: Sony World Photography Award 2017/W. Burrard-Lucas
বাংলাদেশের সবচেয়ে পুরাতন পতিতালয়ের ছবি
জার্মান আলোকচিত্রী সন্ড্রা হাইন-এর একটি ফটো সিরিজে উঠে এসেছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং অন্যতম বড় পতিতালয়ের এই ছবিটি৷ কান্দাপাড়া পতিতালয়ে সাতশ’রও বেশি যৌনকর্মী বদ্ধ পরিবেশে কাজ করেন৷ অনেক শিশুও সেখানে বড় হয়৷ ‘ডেইলি লাইফ’ ক্যাটাগরিতে সেরা হয়েছে এটি৷
ছবি: Sony World Photography Award 2017/S. Hoyn
কলম্বিয়ার এক অন্ধকার দিক
কলম্বিয়ার আলোকচিত্রী হেনরি আগুডেলো তাঁর দেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের দিকে আলোকপাতের চেষ্টা করেছেন৷ গত পঞ্চাশ বছরে সে দেশের এক লাখ ত্রিশ হাজারেরও বেশি মানুষ ‘গায়েব’ হয়ে গেছে৷ অনেকের মরদেহ পাওয়া গেলেও তা সনাক্ত করা সম্ভব ছিল না৷ কোনো কোনো ক্ষেত্রে শরীরের নানা চিহ্ন (যেমন ছবির এই ট্যাটুটি) পরিচয় সনাক্তে সহায়ক হয়েছে৷ ‘স্টিল লাইফ’ ক্যাটাগরিতে সেরা পুরস্কার জিতেছে ছবিটি৷
ছবি: Sony World Photography Award 2017/H. Agudelo
যুদ্ধের মাঝে বিশ্রাম
আইসিসের বিরুদ্ধে লড়াইয়ের মাঝখানেই বিশ্রাম নিচ্ছেন লিবিয়ার এক সেনা৷ ইটালীয় আলোকচিত্রী আলিসিও রোমেনসি গত নভেম্বরে সির্ত শহরে এই ছবিটি তুলেছিলেন৷ ‘কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড নিউজ’ ক্যাটেগরিতে পুরস্কার জিতেছে এটি৷
ছবি: Sony World Photography Award 2017/A. Romenzi
শীতকালে বদলে যাওয়া পরিবেশ
আলবেনিয়ার কোনো এক জায়গার এই ছবিটি তুলেছেন ফ্রিডরিক বাইক্স৷ বেলজিয়ামের এই আলোকচিত্রী চেয়েছিলেন শীতকালের শুরুতে পরিবেশ কিভাবে বদলে যায় সেটা তুলে ধরতে৷ ল্যান্ডস্কেপ ক্যাটেগরিতে সেরা ছবির পুরস্কার জিতেছে এটি৷
ছবি: Sony World Photography Award 2017/F. Buyckx
এক অন্দরমহলের ছবি
সৌদি আলোকচিত্রী তাসনিম আলসুলতান তাঁর দেশের ইসলামি সমাজের অন্দরমহলের এই ছবিটি তুলেছেন৷ ছবিতে একজন তালাকপ্রাপ্ত একক মা এবং তাঁর সন্তানকে দেখা যাচ্ছে৷ সৌদি আরবে তালাক বিরল ব্যাপার, তবে কোনো নারী তালাকের শিকার হলে তাঁকে অনেকটা একঘরে করে দেয়া হয়৷ ‘কারেন্ট টপিকস’ ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতেছে ছবিটি৷
ছবি: Sony World Photography Award 2017/Tasneem Alsulta
শহরের নানা রূপ
চীনের ফটোগ্রাফার ডঙ্গির উদ্দেশ্য হচ্ছে শহরের বিভিন্ন স্থাপনার প্রকৃত দৃশ্য তুলে ধরা৷ এভাবে তিনি বিভিন্ন শহরকে ছবিতে নতুনভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন৷ ‘আর্কিটেকচার’ ক্যাটেগরিতে সেরার পুরস্কার জিতেছে ছবিটি৷
ছবি: Sony World Photography Award 2017/Dongni
‘পার্ফেক্ট নারী’ বলে কি কিছু আছে?
রুশ ফটোগ্রাফার জর্জ মেয়ার ভিন্নধারার পোর্টেট তুলতে বিশেষ পারদর্শী৷ লাইট এবং শ্যাডো নিয়ে খেলতে ভালোবাসেন তিনি৷ ফলে তাঁর ছবির মডেলদের দেখতে অনেক সময় অবাস্তব মনে হতে পারে৷ সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড ২০১৭-র ‘পোর্টেট’ ক্যাটেগরিতে পুরস্কার জয় করেছেন তিনি৷
ছবি: Sony World Photography Award 2017/G. Mayer
সহায়তা নিয়ে আত্মহত্যা
সুইস ফটোগ্রাফার সাবিনা কাটানিও এক স্পর্শকাতর বিষয় তাঁর ছবিতে তুলে ধরতে চেয়েছেন৷ সেটা হচ্ছে চিকিৎসকের সহায়তা নিয়ে আত্মহত্যা৷ সুইজারল্যান্ডে এমন আত্মহত্যার সুযোগ রয়েছে৷ ছবিতে যে গাড়িটি দেখা যাচ্ছে, তাতে ২০০৭ সালে চিকিৎসকের সহায়তায় আত্মহত্যা করেছিলেন দুই জার্মান৷
ছবি: Sony World Photography Award 2017/S.Cattaneo
10 ছবি1 | 10
করুণা স্বেচ্ছায় যৌনকর্মীর পেশায় আসেননি৷ দেশে কাজ করতেন পোশাক শ্রমিক হিসেবে৷ তাঁর এক সহকর্মী তখন আরো বেশি বেতনে একই কাজ করানোর লোভ দেখিয়ে তাঁকে ভারতে নিয়ে যায়৷ এরপর বিক্রি করে দেয় বেঙ্গালুরুর এক যৌনপল্লীতে৷ সেখানে দেড় বছর রাখার পর তাঁকে পুনরায় বিক্রি করা হয় পুনের আরেক পতিতালয়ে৷ তবে সেই পতিতালয়ে যাবার একদিন পর গত ডিসেম্বরে তাঁকে উদ্ধার করে মুম্বইভিত্তিক সংগঠন ‘রেসকিউ ফাউন্ডেশন’৷ যে ট্রাঙ্কে টাকাগুলো ছিল সেটা পুলিশ পরবর্তীতে উদ্ধার করে৷ আর ততদিনে এসব নোট ফেরত দেয়ার সুযোগ শেষ হয়ে যায়৷
সেই ফাউন্ডেশনের সহায়তায় মোদীর উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন তিনি, যা ফেসবুক এবং টুইটারে প্রকাশ করা হয়েছে৷ অরুণা তাতে লিখেছেন, ‘‘আমি পতিতালয়ের রক্ষকের চোখ এড়িয়ে পকেটে করে টাকা জমাতাম, যাতে তা সঙ্গে করে দেশে নিয়ে যেতে পারি৷ আমি অনেক কষ্টের বিনিময়ে এই অর্থ উপার্জন করেছি৷ এই অর্থ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ৷ দয়া করে তা বিনিময়ের সুযোগ করে দিন৷’’
অরুণার চিঠির জবাবে মোদী অবশ্য কিছু বলেননি৷ তাঁর কার্যালয় থেকেও এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি৷ তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চিঠি প্রকাশের পর ভারতের কেউ কেউ অরুণাকে অর্থ সাহায্যের আগ্রহ প্রকাশ করেছে৷ সব ঠিক থাকলে আগামী ১৫ মে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন বাংলাদেশের এই মেয়ে৷
এআই/এসিবি (থমসন রয়টার্স ফাউন্ডেশন)
প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে লিখুন নীচে মন্তব্যের ঘরে...