মোদীর অ্যাকাউন্ট সুরক্ষায় বাড়তি ব্যবস্থা টুইটারের
১৩ ডিসেম্বর ২০২১
শনিবার রাতে প্রধানমন্ত্রী মোদীর টুইটার হ্যাক করা হয়েছিল। রোববার টুইটার কর্তৃপক্ষ সুরক্ষার জন্য আরো ব্যবস্থা নিলেন।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে লেখা হয়, ''বিটকয়েন দেশে বৈধতা পাচ্ছে। সরকার ৫০০ বিটকয়েন কিনছে। তা দেশবাসীর মধ্যে ভাগ করে দেয়া হবে।'' এরপরই এই হ্যাক করা টুইট ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা তার স্ক্রিন শট শেয়ার করতে থাকেন।
এরপর সাইবার বিশেষজ্ঞরা দ্রুত পরিস্থিতির মোকাবিলা করেন। প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টের সুরক্ষা নিশ্চিত করা হয়।
প্রধানমন্ত্রীর অফিসও টুইট করে বলে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। টুইটার কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে। ওই সময়ে অ্যাকাউন্ট থেকে যে সব টুইট করা হয়েছে, তাকে যেন গুরুত্ব না দেয়া হয়।'
অ্যাকাউন্ট সুরক্ষিত হওয়ার পর ওই সময়ে করা টুইট মুছে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে ওই সব টুইটের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়।
কার কত ভুয়া ফলোয়ার
নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করার জন্য বরাবরই বিশিষ্ট মানুষেরা নানারকম পন্থা অবলম্বন করেন৷ রাজনীতিকেরা যার মধ্যে অন্যতম৷ দেখা যাচ্ছে, ইদানীং সোশ্যাল নেটওয়ার্কে তাঁরা ভুয়া ফলোয়ার তৈরি করছেন৷
ছবি: Reuters/K. Lamarque
এক নম্বরে মোদী
অ্যামেরিকার সঙ্গে বরাবরই ভালো সম্পর্ক রাখতে চায় নরেন্দ্র মোদীর সরকার৷ বারাক ওবামার সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল৷ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও মধুর৷ মোদীর লক্ষ্য অ্যামেরিকার সমকক্ষ হয়ে ওঠা৷ অন্য বিষয়ে না হলেও একটি বিষয়ে অবশ্য ডোনাল্ড ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন তিনি৷ সমীক্ষা বলছে টুইটারে সবচেয়ে বেশি নকল বা ভুয়া ফলোয়ার আছে মোদীর৷ সব মিলিয়ে যার সংখ্যা ৬০ শতাংশ৷
ছবি: Getty Images/AFP/P. Singh
দু’নম্বরে পোপ ফ্লান্সিস
নরেন্দ্র মোদীর চেয়ে খুব পিছিয়ে নেই ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস৷ এমনিতেই পোপ ফ্রান্সিসের বিপুল সমর্থন৷ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়িয়েছেন তিনি৷ এমন কিছু কাজ করেছেন, এতদিন পর্যন্ত কোনো পোপের কাছ থেকে মানুষ যা কল্পনাও করেননি৷ অনেক বেশি মাটির মানুষ তিনি৷ কিন্তু তাই বলে টুইটারে ভুয়া ফলোয়ার? ফ্লান্সিসের ভুয়া ফলোয়ারের সংখ্যা ৫৯ শতাংশ৷
ছবি: KTA
তিন নম্বরে পেনা নিয়েটো
এনরিক পেনা নিয়েটো মেক্সিকোর জনপ্রিয় রাজনীতিবিদ৷ এই মুহূর্তে তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট৷ তাঁকে ঘিরে যেমন বহু বিতর্ক আছে, আবার তাঁর প্রতি সমর্থনের জোয়ারও কম নয়৷ অনেকেই ভাবতে পারেননি সমর্থন প্রচারের জন্য তিনিও টুইটারে ভুয়া ফলোয়ারের সাহায্য নেবেন৷ তাঁর ভুয়া ফলোয়ারের সংখ্যা ৪৭ শতাংশ৷
মার্কিন মুলুকের জনপ্রিয় রিয়্যালিটি শো’য়ের উপস্থাপক কিম কার্দেশিয়ান ওয়েস্ট৷ তবে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিলেন প্যারিস হিল্টনের বন্ধু হিসেবে৷ নিয়মিত টুইট করেন কিম৷ টুইটে তাঁকে ফলো করেন বহু মানুষ৷ কিন্তু জনপ্রিয়তা ধরে রাখার জন্য তাঁকেও যে ভুয়া ফলোয়ারের আশ্রয় নিতে হয়, জানতেন না অনেকেই৷ তাঁর ভুয়া ফলোয়ারের সংখ্যা ৪৪ শতাংশ৷
ছবি: Getty Images/AFP/K. Tribouillard
পাঁচ নম্বরে ট্রাম্প
শতাংশের বিচারে পাঁচ নম্বরে হলেও সংখ্যার বিচারে এক নম্বরে ডোনাল্ড ট্রাম্প৷ টুইটারে ট্রাম্পের অনুগামীর সংখ্যা ৪৭ দশমিক ৯ মিলিয়ন৷ সমীক্ষা বলছে, এর মধ্যে ৩৭ শতাংশই ভুয়া৷ প্রেসিডেন্ট হওয়ার আগেও নিজের ফলোয়ারের সংখ্যা নিয়ে বরাই করতেন ট্রাম্প৷ দেখাতেন তাঁর অনুগামীর সংখ্যা৷ বোঝাই যাচ্ছে, অর্থের বিনিময়ে সেই জনপ্রিয়তা তৈরি করেছিলেন তিনি৷
ছবি: picture-alliance/AP Photo/A. Harnik
ছ’নম্বরে টেলর সুইফট
মার্কিন পপ দুনিয়ায় এই মুহূর্তে কার্যত রাজত্ব করছেন গায়ক এবং কম্পোজার টেলর সুইফট৷ অসম্ভব জনপ্রিয়তা তাঁর৷ নিয়মিত টুইটও করেন টেলর৷ কিন্তু দেখা যাচ্ছে তাঁর ১৯ শতাংশ ফলোয়ারই আসলে ভুয়া৷
ছবি: picture-alliance/R.Shotwell
সাত নম্বরে কিং সালমান
তিনি একাধারে আরবের রাজা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দু’টি মসজিদের রক্ষাকর্তা৷ আরব দুনিয়ায় তাঁর ক্ষমতা প্রশ্নাতীত৷ সালমান অফ সৌদি আরবিয়া ইদানীং সোশ্যাল নেটওয়ার্কেও নিয়মিত পোস্টকরেন৷ টুইটে তাঁর ফলোয়ারের সংখ্যা নেহাত কম নয়৷ কিন্তু দেখা যাচ্ছে, তিনিও ভুয়া ফলোয়ার তৈরি করেছেন৷ তথ্য বলছে, ৮ শতাংশ ভুয়া ফলোয়ার আছে সালমানের৷
ছবি: Reuters
7 ছবি1 | 7
এরপর টুইটার কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা প্রধানমন্ত্রীর টুইটারকে আরো সুরক্ষিত করতে ব্যবস্থা নিয়েছেন। তারা প্রধানমন্ত্রীর অফিসের সঙ্গে সমানে যোগাযোগ রাখছেন।
কেন এই অ্যাকাউন্ট হ্যাক হলো, কারা করলো, কীভাবে করলো, তা খতিয়ে দেখা হচ্ছে। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি বিশেষজ্ঞ দল তদন্ত করছে।