1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোদীর অ্যাকাউন্ট সুরক্ষায় বাড়তি ব্যবস্থা টুইটারের

১৩ ডিসেম্বর ২০২১

শনিবার রাতে প্রধানমন্ত্রী মোদীর টুইটার হ্যাক করা হয়েছিল। রোববার টুইটার কর্তৃপক্ষ সুরক্ষার জন্য আরো ব্যবস্থা নিলেন।

নরেন্দ্র মোদীর টুইটার হ্যান্ডল হ্যাক করা হয়। ছবি: PTI/dpa/picture alliance

প্রধানমন্ত্রী মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে লেখা হয়, ''বিটকয়েন দেশে বৈধতা পাচ্ছে। সরকার ৫০০ বিটকয়েন কিনছে। তা দেশবাসীর মধ্যে ভাগ করে দেয়া হবে।'' এরপরই এই হ্যাক করা টুইট ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা তার স্ক্রিন শট শেয়ার করতে থাকেন।

এরপর সাইবার বিশেষজ্ঞরা দ্রুত পরিস্থিতির মোকাবিলা করেন। প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টের সুরক্ষা নিশ্চিত করা হয়।

প্রধানমন্ত্রীর অফিসও টুইট করে বলে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। টুইটার কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে। ওই সময়ে অ্যাকাউন্ট থেকে যে সব টুইট করা হয়েছে, তাকে যেন গুরুত্ব না দেয়া হয়।'

অ্যাকাউন্ট সুরক্ষিত হওয়ার পর ওই সময়ে করা টুইট মুছে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে ওই সব টুইটের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়।

এরপর টুইটার কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা প্রধানমন্ত্রীর টুইটারকে আরো সুরক্ষিত করতে ব্যবস্থা নিয়েছেন। তারা প্রধানমন্ত্রীর অফিসের সঙ্গে সমানে যোগাযোগ রাখছেন।

কেন এই অ্যাকাউন্ট হ্যাক হলো, কারা করলো, কীভাবে করলো, তা খতিয়ে দেখা হচ্ছে। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি বিশেষজ্ঞ দল তদন্ত করছে।

জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ