1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোদীর ‘একজন নারী হওয়া সত্ত্বেও' মন্তব্যের সমালোচনা

৮ জুন ২০১৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর নিয়ে ভারত ও বাংলাদেশের সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা অনেক মন্তব্য করছেন৷ তবে ভারতীয়দের মোদীর একটি বক্তব্যের ব্যাপক সমালোচনা করতে দেখা গেছে৷

Bangladesch Ankunft Narendra Modi Premierminister Indien
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman

রবিবার সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের নানা শ্রেণি পেশার লোকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে মোদী বলেন, ‘‘জঙ্গিবাদকে কীভাবে মোকাবিলা করা হবে, তা কেউ জানে না৷ জাতিসংঘও সে পথ দেখাতে পারছে না৷ কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী হয়েও এ নিয়ে ‘জিরো টলারেন্স' দেখানোর কথা বলেছেন৷'' মোদীর এই ‘নারী হয়েও' কথাটিরই সমালোচনা করছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারী ভারতীয়রা৷

মোদীর এই বক্তব্য নিয়ে টুইটারে আলোচনার খবর প্রকাশ করেছে ‘টাইমস অফ ইন্ডিয়া'৷

সোনা মহাপাত্র অবশ্য মনে করেন, মোদীর এই বক্তব্যে আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই৷ কারণ এতে ভারতের অধিকাংশ মানুষেরই মনোভাব প্রতিফলিত হয়েছে৷

‘ট্রুথ অফ গুজরাট' নামের একটি প্রচারণা কর্মসূচির টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছবি প্রকাশ করা হয়েছে৷

করণ থাপাড় গত এপ্রিলে করা মোদীর আরেকটি মন্তব্য টুইট করেছেন৷ সেসময় মোদী বলেছিলেন, ‘‘যদি মেয়েরা পণ্য বিক্রি করে তাহলে বিক্রি বাড়বে৷''

মোদীর এই বক্তব্য নিয়ে সমালোচনা হলেও তিনি তাঁর বক্তব্যের অন্য অংশে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নারীদের অগ্রগতির প্রশংসা করেন৷ তিনি বলেন, মহিলাদের ক্ষমতায়নে বাংলাদেশের যে অগ্রগতি, তাতে হয়ত এখানকার পুরুষদের হিংসা হয়৷ এখানকার প্রধানমন্ত্রী নারী, বিরোধীদলীয় নেত্রী, স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহউপাচার্যও নারী৷ এটি শুনে গর্ব হওয়ার কথা বলেন তিনি৷ তিনি বলেন, আজও বিশ্বের অনেক দেশে মহিলাদের রাষ্ট্রের প্রধান হিসেবে স্বীকার করার মানসিকতা নেই৷ অথচ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ডে এটি বারবার হয়েছে৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ