1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোদীর পর এবার মমতার বায়োপিক বিতর্ক

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
২৬ এপ্রিল ২০১৯

ভোটের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনী-ছবি নিয়ে আপত্তি তুলেছিল খোদ নির্বাচন কমিশন৷ এবার একই আপত্তি বিরোধীদের, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জীবন অনুপ্রাণিত একটি ছবি নিয়ে৷

‘বাঘিনী’ মমতা ব্যানার্জিরই বায়োপিক, দাবি পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলোরছবি: DW/S. Bandopadhyay

ছবির নাম ‘‌বাঘিনী'৷ একজন সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প৷ যে মেয়ে ছাত্র রাজনীতি দিয়ে শুরু করে ক্রমশ একটি রাজনৈতিক দলের নেত্রী হয়ে উঠেছে৷ অনেক বিরোধিতার মোকাবিলা করে শেষ পর্যন্ত সে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে উঠছে৷

কাউকে বলে দিতে হয় না, এ আসলে কার জীবন৷ যদিও বাঘিনীর কেন্দ্রীয় চরিত্রের নাম মমতা নয়, ইন্দিরা বন্দ্যোপাধ্যায়৷ ছবির শুরুতে বিধিবদ্ধ ‘‌ডিসক্লেমার'‌ অবশ্য দেওয়া আছে, যেমন থাকে, যে এই ছবির ঘটনা এবং চরিত্রের সঙ্গে বাস্তবের কোনও মিল নেই৷

আর বাঘিনী ছবিটি তৈরির সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা সবাই বলছেন যে এই ছবি তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সংগ্রামী জীবন থেকেই অনুপ্রেরণা পেয়েছে৷ কিন্তু ‘‌বাঘিনী'‌ মমতা ব্যানার্জির বায়োপিক, বা জীবনী-ছবি নয়

কিন্তু রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি ঠিক উলটো কথাই বলছে, বিশেষ করে বিজেপি৷ তাদের কথা, নাম যাই হোক, এটি আসলে মমতা ব্যানার্জিরই বায়োপিক এবং একই যুক্তিতে যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক সিনেমা এবং ওয়েব সিরিজ আটকে দিয়েছে নির্বাচন কমিশন, এই বাঘিনীকেও আপাতত খাঁচাবন্দি রাখা হোক৷

পিংকি পাল

This browser does not support the audio element.

উল্লেখ্য, জাতীয় নির্বাচন কমিশন এই যুক্তিতে নরেন্দ্র মোদীর জীবনী-ছবিটি আটকে দিয়েছে, যে ভোটের সময় এই ছবির প্রদর্শনী শুরু হলে প্রকারান্তরে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের প্রচার হবে, নির্বাচনি আচরণবিধি চালু হয়ে যাওয়ার পর যা বাঞ্ছনীয় নয়৷

ছবির প্রযোজকরা কমিশনের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার পর কমিশন আদালতে হলফনামা দিয়ে সেই কথাই বলেছে এবং এক্ষেত্রে আদালত কার্যত নির্বাচন কমিশনের এ সংক্রান্ত ক্ষমতাকেই মান্যতা দিয়েছে, যে ভেবেচিন্তে কমিশনই সঠিক সিদ্ধান্ত নিক৷

বাঘিনী ছবিটির ক্ষেত্রে বিষয়টি যদিও এখনও আদালত পর্যন্ত গড়ায়নি, বা নির্বাচন কমিশনও এ ছবির প্রযোজকদের কোনও নির্দেশ পাঠায়নি, কিন্তু আগামী ৩ মের নির্ধারিত দিনে ছবিটি মুক্তি পাবে কি না, সে নিয়ে ধন্দে আছেন বাঘিনীর প্রযোজক পিংকি পাল৷

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও সম্প্রতি উষ্মা প্রকাশ করেছেন, বাঘিনী ছবিটি তাঁর বায়োপিক হিসেবে সর্বত্র উল্লেখিত হচ্ছে বলে৷ তিনি এমনও বলেছেন, যে ‘‌আমাকে মানহানির মামলা করতে বাধ্য করবেন না৷ ওটা আমার বায়োপিক নয়৷'‌

রুমা চক্রবর্তী

This browser does not support the audio element.

প্রযোজক এবং এই ছবির চিত্রনাট্যকার পিংকি পালও ডয়চে ভেলেকে জানালেন, ‌‘‌‘আমরা আগেও বলেছিলাম যে আমরা একটা অনুপ্রাণিত ছবি বানিয়েছি৷‌ যে তথ্যগুলো সাধারণভাবে পাওয়া যায়, অতীতে কী হয়েছে, সে সম্পর্কে৷ এর সঙ্গে ভবিষ্যতে কী হবে, বা বর্তমানে কী হচ্ছে, তাঁর কোনও সংযোগই নেই৷'‌'

বাঘিনীর ছবির মূল চরিত্রাভিনেত্রী রুমা চক্রবর্তীও একই কথা বললেন ডয়চে ভেলেকে৷ এর আগে যাত্রাপালায় মমতা ব্যানার্জির চরিত্রে অভিনয় করে যথেষ্ট সুনাম পেয়েছেন রুমা এবং সম্ভবত সেই সুবাদেই এই ছবিতে তাঁর নির্বাচন৷ তিনিও ডয়চে ভেলেকে জানালেন, ‘‌‘‌বায়োপিক তো নয়৷ কারণ, বায়োপিক হলে সেখানে তাঁর জীবনের সবকিছুই ছিল৷ আসলে এটা হচ্ছে এক লড়াকু মেয়েরই (‌গল্প)‌ আর কী৷ এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প৷ ছোটবেলা থেকে যে লড়াই করে করে সে একটা জায়গায় যায়, সেই লড়াইগুলোই তুলে ধরা হয়েছে৷'‌'

কিন্তু সমস্যা তাতেই শেষ হচ্ছে না, যেহেতু ছবির শেষে লড়াকু নেত্রী ইন্দিরা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন৷ ফলে আপত্তি তুলেছে বিরোধীরা৷ ফলে সম্ভাবনা প্রবল, যে নির্বাচন না মেটা পর্যন্ত এই ছবির মুক্তিও আটকে থাকবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ