1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোদীর বিরুদ্ধে কতটা চ্যালেঞ্জ ছুড়বে 'ইন্ডিয়া'?

৩ আগস্ট ২০২৩

ভারতে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়তে মঞ্চ গড়েছে বিরোধীরা৷ ঘোষিত লক্ষ্য একটাই, হারাতে হবে ৷ যদিও 'ইন্ডিয়া' জোটের একাধিক দলের মধ্যে বনিবনা নেই৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কতটা চ্যালেঞ্জ ছুড়তে পারবে 'ইন্ডিয়া'?

বিজেপির বিরুদ্ধে লড়তে ইন্ডিয়া (INDIA) গড়ার দিনে বেঙ্গালুরুতে বিরোধী দলের নেতো-নেত্রীরা (ফাইল ফটো)
বিজেপির বিরুদ্ধে লড়তে ইন্ডিয়া (INDIA) গড়ার দিনে বেঙ্গালুরুতে বিরোধী দলের নেতো-নেত্রীরা (ফাইল ফটো)ছবি: Indian National Congress

নয়া জোটের জন্ম

প্রায় এক দশক ধরে ভারতের রাজনীতি মোদীময়৷ শুধু লোকসভা নয়, বিধানসভা ভোটেও বিজেপি জয় পেয়েছে তার মুখ সামনে রেখে৷ বেকারি, মূল্যবৃদ্ধি, গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন জোরালো ভাবে উঠছে ২০২৪-এর লোকসভা ভোটের মুখে৷ এর সঙ্গে রয়েছে নয় বছরের প্রতিষ্ঠান বিরোধিতা৷ 

এই পরিস্থিতিতে একজোট দেশের কয়েকটি অগ্রণী বিরোধী শক্তি৷ কর্নাটকের বেঙ্গালুরুতে ১৭ ও ১৮ জুলাই বিরোধীদের সম্মিলিত সভায় জন্ম হয়েছে নয়া জোটের৷ বিরোধীদের দ্বিতীয় বৈঠক হয়েছে বিহারের পাটনায়৷ জোটের নাম ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলেপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (আইএনডিআইএ) বা 'ইন্ডিয়া'৷ 

জোটে রয়েছে ২৬টি দল৷ কংগ্রেস ও বামপন্থীদের পাশাপাশি শরিক পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি, বিহারের জনতা দল ইউনাইটেড, রাষ্ট্রীয় জনতা দল, দিল্লির আম আদমি পার্টি, মহারাষ্ট্রের এনসিপি-র মতো গুরুত্বপূর্ণ একঝাঁক আঞ্চলিক দল৷

শুধু বৈঠক নয়, ময়দানের লড়াইয়ে জোটের নেতাদের একসঙ্গে সামিল হতে দেখা যাচ্ছে৷ মণিপুর ইস্যুতে সংসদের ভিতরে ও বাইরে প্রতিবাদে একজোট বিরোধীরা৷  প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে লোকসভার চলতি বাদল অধিবেশনে অচল করে রেখেছে 'ইন্ডিয়া'৷ জোটের প্রতিনিধিরা গিয়েছেন মণিপুর সফরে৷ একসঙ্গে দরবার করেছেন রাষ্ট্রপতির কাছে৷

‘বিজেপিকে সরাতে হবে, রাজ্য থেকে তৃণমূলকেও উৎখাত করতে হবে’

This browser does not support the audio element.

বিজেপি উদ্বেগে?

কিছুদিন আগেই নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, তিনি একাই সব বিরোধীর থেকে বেশি শক্তিশালী! ছবিটায় এখন বদল দেখা যাচ্ছে৷ পাটনায় যেদিন বৈঠকে বসেছিল বিরোধী জোট, সেই দিনই দিল্লিতে 'মৃতপ্রায়' এনডিএ-র সভা ডাকে বিজেপি৷ ৩৮টি দল তাতে যোগ দেয়৷

২৫ বছর আগে এনডিএ তৈরি হয়েছিল৷ বছরের পর বছর বিজেপি নেতৃত্বাধীন এই জোট ছিল কার্যত অস্তিত্বহীন, তাকে ফের কেন জাগিয়ে তোলা? যেখানে ৩৮টি দলের মধ্যে ১৬টির লোকসভায় কোনো প্রতিনিধি নেই৷ কখনো ভোটে লড়েনি নয়টি দল৷

প্রধানমন্ত্রী 'ইন্ডিয়া' জোটের নাম নিয়ে কটাক্ষ করেছেন৷ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইন্ডিয়ান মুজাহিদিনের মতো সংগঠনের প্রসঙ্গও টেনে এনেছেন৷ তা হলে কি বিজেপি বিরোধীদের সঙ্ঘবদ্ধ চেহারা দেখে উদ্বেগে?

বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য ডয়চে ভেলেকে বলেন, "ভারতের মানুষ জনতা সরকার দেখেছে৷ ভিপি সিং, চন্দ্রশেখর, গুজরাল, দেবগৌড়ার সরকার দেখেছে৷ ভোটাররা অস্থায়ী সরকার চান না৷ তাই বিরোধীদের এই জমায়েত নিয়ে বিজেপি চিন্তিত নয়৷"

শমীকের সওয়াল, "যে বাম ও কংগ্রেস নেতা-কর্মীরা পশ্চিমবঙ্গে খুন হচ্ছেন, যারা বলছেন মোদী-দিদি গটআপ, তারা কীভাবে ভোটের জন্য কেন্দ্রীয় স্তরে হাত মেলাচ্ছেন?"

'ইন্ডিয়া'র অন্দরে

বিজেপির এই প্রশ্ন অস্বস্তিতে রাখছে জোটকে৷ 'ইন্ডিয়া'র শরিকরা একাধিক রাজ্যে যুযুধান৷ একের বিরুদ্ধে এক প্রার্থী দেয়ার ফর্মুলা বার করা কি সহজ হবে? সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেই দিয়েছেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে বোঝাপড়া হবে না৷ কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব এ বিষয়ে নীরব থাকলেও পশ্চিমবঙ্গ প্রদেশ নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে একেবারে খড়্গহস্ত৷

তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপোষণ, গণতন্ত্র হত্যার ভূরি ভূরি অভিযোগ উঠেছে৷ গত মাসের পঞ্চায়েত নির্বাচন রাজ্যের শাসক-বিরোধী সংঘাতকে আরো তীব্র করেছে৷ দুই পক্ষের হানাহানিতে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছে৷

কংগ্রেস নেতা, আইনজীবী কৌস্তভ বাগচী ডয়চে ভেলেকে বলেন, "২০১১ সাল থেকে তৃণমূল এখানে যে অত্যাচার চালাচ্ছে, তার বিরোধিতা করতেই হবে৷ এরা কংগ্রেসকে দিনের পর দিন দুর্বল করেছে৷ এরা পাহাড়প্রমাণ দুর্নীতির সঙ্গে জড়িত৷ তৃণমূলকে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না৷"

জোটে চাপানউতোর

তৃণমূল জাতীয় ও রাজ্যের পরিস্থিতিকে আলাদা করে দেখছে৷ তৃণমূল মুখপাত্র, আইনজীবী বিশ্বজিৎ দেব ডয়চে ভেলেকে বলেন, "রাজ্যে লড়াই হবে, কিন্তু কেন্দ্রীয় স্তরে সবাই একটি বিষয়ে একমত-বিজেপি সরকারকে সরাতে হবে৷ রাজ্য ও কেন্দ্রের রাজনীতিকে গুলিয়ে ফেললে চলবে না৷ গণতন্ত্র, সংবিধান রক্ষার বৃহত্তর স্বার্থে এটা জরুরি৷"

কিন্তু তৃণমূলের বিরুদ্ধেই তো গণতন্ত্র হত্যার অভিযোগ উঠছে! বিশ্বজিতের ব্যাখ্যা, "বিরোধীরা পরিকল্পিত সন্ত্রাস চালিয়েছে৷ আমাদের ১৮ জন কর্মী খুন হয়েছেন৷ ৬০ হাজারের বেশি বুথের কতগুলিতে গন্ডগোল হয়েছে? ভোটের ফলই বলছে মানুষ কাদের পক্ষে৷"

বিজেপি ও তৃণমূল, উভয়কেই প্রতিপক্ষ হিসেবে দেখছে বাম-কংগ্রেস৷ একই সুর আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর৷ তার প্রশ্ন, "পশ্চিমবঙ্গে যারা সংবিধান রক্ষা করছে না, তারা কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে কী লড়বে?"

কৌস্তভের মন্তব্য, "বিজেপিকে ক্ষমতা থেকে সরাতেই হবে৷ এ রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করা ততটাই জরুরি৷ কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে যে নির্দেশ পেয়েছি, তাতে আমাদের তৃণমূল বিরোধিতা জারি থাকবে৷"

এই সংঘাত কি 'ইন্ডিয়া'র সম্ভাবনায় জল ঢেলে দিতে পারে? সিনিয়র সাংবাদিক সুমন ভট্টাচার্য ডয়চে ভেলেকে বলেন, "পশ্চিমবঙ্গে যেমন বাম-কংগ্রেসের সঙ্গে তৃণমূলের লড়াই, তেমনই কেরলে বাম ও কংগ্রেস মুখোমুখি৷ দিল্লি ও পঞ্জাবে কংগ্রেস ও আম আদমি পার্টির লড়াই৷ এটা কেন্দ্রে সরকার নির্বাচনের ভোট৷ বিজেপি বিরোধিতার লক্ষ্যে সবাই এক থাকলে রাজ্যের পরিস্থিতি বাধা হবে না৷"

ভোটের অঙ্ক

এমন জটিল সমীকরণের মধ্যে ভোটের পাটিগণিত নিয়ে কাটাছেঁড়া চলছে৷ ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি একই ৩০৩টি আসনে জিতেছিল৷ উত্তরপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র, বিহারের মতো যে রাজ্যগুলিতে বেশি আসন রয়েছে, সেখানে বিজেপি চূড়ান্ত ভালো ফল করেছিল৷ পশ্চিমবঙ্গে অভাবনীয় ভাবে ১৮টি আসনে জেতে তারা৷ এ সব রাজ্যে তাদের আসন সংখ্যা কমার আশঙ্কা রয়েছে৷

দেশের ২৮টি রাজ্যের মধ্যে ১৬টিতে বিজেপি ক্ষমতায় রয়েছে৷ সম্প্রতি কর্নাটকে ভোটে কংগ্রেসের বিপুল জয়ে সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবির৷ এ বছরের শেষে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন৷ রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের দিকে নজর রয়েছে৷ এখানে কংগ্রেস জিতলে বিজেপির উপর চাপ আরো বাড়বে৷

এই পরিস্থিতিতে বিরোধীরা জোট বাঁধায় বিজেপির কাজ কি কঠিন হবে? সুমন ভট্টাচার্য বলেন, "গত লোকসভায় বিজেপি ৩৭ শতাংশ ভোট পেয়েছিল৷ এনডিএ মিলিয়ে ৪৫ শতাংশ৷ সেই সময়ের জোটসঙ্গী জেডিইউ, উদ্ধব ঠাকরের শিবসেনা বেরিয়ে গিয়েছে৷ অকালি দলও নেই সঙ্গে৷ ২০১৯-এ কংগ্রেস ১৯ শতাংশের বেশি ভোট পায়৷ 'ইন্ডিয়া' জোটের বাকি শরিকরা ২০ শতাংশের মতো৷ তাই অঙ্কের হিসেবে দুই পক্ষের বিশেষ ফারাক নেই৷"

মোদী বনাম…

বিজেপি বারবার প্রশ্ন তোলে, মোদীর বিরুদ্ধে বিরোধীদের নেতা কে? কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী 'ভারত জোড়ো' যাত্রা করে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়েছেন৷ কিন্তু বিরোধী জোটের আঞ্চলিক নেতাদের মধ্যে একাধিক মুখ্যমন্ত্রী রয়েছেন যারা অভিজ্ঞতায় রাহুলকে পেছনে ফেলবেন৷ পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের নীতীশ কুমার, দিল্লির অরবিন্দ কেজরিওয়ালরা কি কুর্সির দৌড়ে নেই?

বিরোধীরা বলছে, জোটের নেতা পরে ঠিক হবে৷ এখন জোট সক্রিয় থাকবে ইস্যুর ভিত্তিতে৷ আজো মণিপুর নিয়ে বিরোধীদের হইচইয়ে সংসদ অচল হয়ে পড়ে৷ মণিপুর নিয়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা৷ হার নিশ্চিত জেনেও একজোট হওয়ার বার্তা দেশকে দিতে চাইছেন রাহুলরা৷

এখনো পর্যন্ত কোনো শিবিরেই না থাকা তেলঙ্গনা ভারত রাষ্ট্রীয় সমিতি, ওড়িশার বিজু জনতা দল, অন্ধ্রের তেলুগু দেশম, ওয়াই এস আর কংগ্রেস কোন দিকে যাবে, নজর রয়েছে সেই দিকেও৷ এ বছরের বিধানসভা নির্বাচন সেমিফাইনাল৷ তার ফলাফলের পর দুই শিবির বিভাজন স্পষ্ট হওয়ার সম্ভাবনা৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ