এ বার মোদীর রাজ্যে করোনা কেলেঙ্কারির অভিযোগ। করোনা পরিস্থিতি তৈরি হওয়ার পরে যে ভেন্টিলেটর মেশিনগুলি রাজ্যে আনা হয়েছিল, তা অবৈজ্ঞানিক বলে অভিযোগ তুলেছে বিরোধী পক্ষ। যদিও গুজরাটের বিজেপি সরকার এখনও তা মানতে নারাজ।
ভারতের করোনা ছড়াতে শুরু করার পরে গুজরাটের সরকারি হাসপাতালে পাঁচ হাজারটি ধমন-১ ভেন্টিলেটর কেনা হয়। অভিযোগ, এই ভেন্টিলেটরগুলি ডিসিজিআই-এর লাইসেন্স নেই। কারণ মাত্র একজনের উপর পরীক্ষা করেই এই যন্ত্রগুলি বাজারে ছেড়ে দেওয়া হয়েছিল। বস্তুত, কোনও কোনও বিশেষজ্ঞ এই যন্ত্রগুলিকে ভেন্টিলেটর বলতেই আপত্তি জানাচ্ছেন। তাঁদের বক্তব্য, একটি সাধারণ ভেন্টিলেটরে যে কাজ হওয়ার কথা, এই যন্ত্রগুলিতে তা করা সম্ভব নয়। গুজরাটের সরকারি হাসপাতালের চিকিৎসকদের কেউ কেউ ঠিক এই একই কথা বলেছেন।
করোনার শিকার ডাক্তার, নার্স, পুলিশদের কথা
করোনার রোগীদের চিকিৎসা করতে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশে কমপক্ষে ৯০ হাজার স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়েছেন। অনেকে মারাও গেছেন। অনেক পুলিশ ও দমকল কর্মীরও প্রাণ কেড়েছে করোনা ভাইরাস।
ছবি: Reuters/Str.
মেক্সিকো
করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন নার্স অক্টাভো লোপেজ। অন্ত্যেষ্টিক্রিয়া শেষে তার দেহভষ্ম নিয়ে দাঁড়িয়ে আছেন বোন ক্রিস্টিনা লোপেজ। ইন্টার ন্যাশনাল কাউন্সিল ফর নার্সেস-এর তথ্য অনুযায়ী, গত ৬ মে পর্যন্ত সারা বিশ্বে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে কমপক্ষে ২৬০ জন নার্স মারা গেছেন।
ছবি: Reuters/J. Luis Gonzalez
যুক্তরাষ্ট্র
অনেক দেশেই স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা সরঞ্জাম পাননি। এ কারণে প্রতিবাদ, বিক্ষোভও হয়েছে। গত ৭ মে ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে এভাবে নিজেদের পায়ের সাদা জুতো সাজিয়ে বিক্ষোভ করেন স্বাস্থ্যকর্মীরা।
ছবি: Reuters/T. Brenner
ব্রিটেন
স্বাস্থ্যকর্মী স্বামীর মৃত্যুশোকে কাঁদছেন এক নারী। চোখের জল মুছে দিচ্ছে তিন বছরের সন্তান।
ছবি: Reuters/P. Nicholls
ভারত
দূরে দাঁড়ানো অ্যাম্বুলেন্সে শুয়ে আছেন সদ্য করোনায় সংক্রমিত হয়ে মারা যাওয়া পুলিশকর্মী।
আকাশে গুলি ছুঁড়ে তাকে শেষ বিদায় জানাচ্ছে দিল্লি পুলিশ।
ছবি: Reuters/D. Siddiqui
ফ্রান্স
ফ্রান্সের উত্তরাঞ্চলের একটি শহরে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মারা যাওয়া চিকিৎসকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন তাঁর সহকর্মীরা।
ছবি: Reuters/P. Rossignol
ইকুয়েডর
গুয়াকুলি শহরে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন এক চিকিৎসক ও তার স্ত্রী। তাদের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত স্বাস্থ্য ও দমকল কর্মীরা।
ছবি: Reuters/S. Arcos
রাশিয়া
সেন্ট পিটার্সবার্গে করোনার শিকার চিকিৎসকের ছবির সামনে দাঁড়িয়ে ষ শ্রদ্ধা জানাচ্ছেন এক পুলিশ কর্মকর্তা।
ছবি: Reuters/A. Vaganov
ব্রাজিল
সাও পাওলোর এক হাসপাতালের স্বাস্থ্যকর্মীকে শেষ বিদায় জানাচ্ছেন তার সহকর্মীরা।
উহানে করোনার প্রাদুর্ভাবের শুরুর দিকে সবাইকে সতর্ক করেছিলেন ডা. লি ওয়েনলিয়াং৷ফেব্রুয়ারির শুরুর দিকে মাত্র ৩৪ বছর বয়সে করোনায় সংক্রমিত হয়ে তিনিও মারা যান৷
ছবি: Reuters/Str.
14 ছবি1 | 14
কাজ হবে না জেনেও কেন ওই যন্ত্রগুলি গুজরাট সরকার কিনলো? প্রশ্ন তুলেছে কংগ্রেস। ইতিমধ্যে এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবিও তোলা হয়েছে। অভিযোগ, পিএম কেয়ার ফান্ড থেকে ওই যন্ত্রগুলি কেনার টাকা দেওয়া হয়েছিল। করোনা-কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা মোকাবিলার জন্য এই ফান্ড তৈরি করেছিলেন। কেন গুজরাটে লাইসেন্সহীন ভেন্টিলেটর কেনার জন্য পিএম কেয়ার ফান্ডের টাকা খরচ করা হলো, সে প্রশ্নও বার বার সামনে আসছে।
গোটা দেশের নিরিখে গুজরাটে করোনা পরিস্থিতি ভায়বহ। মোট দেশের ১১ শতাংশ রোগী গুজরাটে। শুধু তাই নয়, শুধু গুজরাটেই গোটা দেশের নিরিখে মোট ২২ শতাংশ করোনা রোগীর মৃত্যু হয়েছে। কংগ্রেসের দাবি, ত্রুটিপূর্ণ ভেন্টিলেটর ব্যবহার হয়েছে বলেই করোনা রোগীদের অনেকে ঠিক চিকিৎসা পাননি এবং তাঁদের মৃত্যু হয়েছে।
আরও একটি বিষয় সামনে এসেছে, একদা নরেন্দ্র মোদীর নাম লেখা বহুমূল্যের স্যুট প্রধানমন্ত্রীকে উপহার দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন গুজরাটের এক ব্যবসায়ী। শোনা যাচ্ছে তাঁর কোম্পানির সিএসআর-এও ওই ভেন্টিলেটর সরবরাহ করা হয়েছে।
অভিযোগ অনেক। কিন্তু এ বিষয়ে এখনও মুখ খুলতে নারাজ বিজেপি শাসিত গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। সরকার বা প্রশাসন কোনও তরফ থেকেই সরাসরি এই বিতর্কে মন্তব্য করা হয়নি।