1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোদী-বয়কট প্রত্যাহার

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি৮ ফেব্রুয়ারি ২০১৩

গুজরাট দাঙ্গার পুনরাবৃত্তি আর হবে না, এই আশ্বাস দেবার পর মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর থেকে এক দশক ধরে চলা বয়কট তুলে নিল ইউরোপীয় ইউনিয়ন৷ সর্বভারতীয় রাজনীতিতে মোদীর ক্রমবর্ধমান গুরুত্বের কথা ভেবেই এই সিদ্ধান্ত৷

Armed commandos secure Gujarat state Chief Minister Narendra Modi (C), accompanied by former Bharatiya Janata Party (BJP) President Rajnath Singh (L) and leader of opposition in Rajya Sabha Arun Jaitley (R), during the start of the 'Swami Vivekanand Uva Vikas Yatra' at Bechraji town, some 110 kms. from Ahmedabad, on September 11, 2012. The Intelligence Bureau (IB) has issued a fresh warning that militants may Gujarat Chief Minister Narendra Modi while undertaking his state-wide Vivekananda Yuva Vikas Yatra. AFP PHOTO / Sam PANTHAKY (Photo credit should read SAM PANTHAKY/AFP/GettyImages)
ছবি: Sam Panthak/AFP/GettyImages

নতুন দিল্লির জার্মান রাষ্ট্রদূতের বাসভবনে এক মধ্যাহ্ণভোজে বিশেষভাবে আমন্ত্রিত গুজরাটের তিন তিনবারের  মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গুজরাট দাঙ্গাসহ বিভিন্ন ইস্যু নিয়ে দীর্ঘ কথালাপে মোদীর বর্তমান চিন্তাভাবনা ও মন বোঝার চেষ্টা করেন উপস্থিত ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা৷

গুজরাট দাঙ্গার পুনরাবৃত্তি আর হবে না, এই আশ্বাস দেবার পর মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর থেকে এক দশক ধরে চলা বয়কট তুলে নিল ইউরোপীয় ইউনিয়নছবি: AP

প্রথমেই ওঠে ২০০২ সালের ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা এবং তার দায়বদ্ধতা প্রসঙ্গ৷ ইইউ রাষ্ট্রদূত জে. ক্রাভিনহো এক সাক্ষাৎকারে বলেন, ২০০২ সালের দাঙ্গা শুধু ভারতে কাছেই নয়, গোটা বিশ্ববাসীর কাছেও বেদনাদায়ক৷ বিচারকার্যে দেরি হলেও গত বছর কিছু রায় বেরিয়েছে৷ অপরাধী শাস্তি পেয়েছে৷ তবে বিচার পর্ব এখনও পুরোপুরি শেষ হয়নি, চলছে৷ ভারতীয় বিচার ব্যবস্থা উপযুক্ত বিধান দেবেন৷ যেহেতু এই কারণেই এক দশকের বেশি ইইউ দেশগুলি মোদীকে বয়কট করে আসছিল৷

এর উত্তরে মোদী ইউ রাষ্ট্রদূতদের ঐ বেদনাদায়ক ঘটনার পুনরাবৃত্তি না হবার আশ্বাস দিলে মোদীকে কূটনৈতিক বয়কট না করার সিদ্ধান্ত নেয় ইউ৷ ভারতের রাজনৈতিক বাস্তবতায় মোদী এক বড়মাপের রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উঠে আসছেন৷ উল্লেখ্য, গুজরাট দাঙ্গার কারণে দেশে বিদেশে মোদী নিন্দিত, কারণ তিনি নাকি দাঙ্গা রোধের উপযুক্ত ব্যবস্থা নেননি৷ এই ভাবমূর্তিটা পালটাতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন মোদী৷ নিজেকে তুলে ধরতে চাইছেন বিকাশ ও সুশাসনের দৃষ্টান্ত হিসেবে৷

বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক প্রবীর দে ডয়চে ভেলেক বললেন, গুজরাট দাঙ্গার পরবর্তিকালে এক শান্তিপূর্ণ রাজ্য হিসেবে উঠে এসেছে গুজরাট৷ মোদীর সাম্প্রদায়িক তকমাটা অনেকটাই মুছে গেছে বলে মনে হয়৷ মোদীকে ঘৃণা করা যায়, কিন্তু অস্বীকার করা যায় না৷

বয়কট তুলে নেবার সূত্রপাত হয়েছিল ২০১১ সালে ডেনমার্কের রাষ্ট্রদূত যখন প্রথমে দেখা করেন মোদীর সঙ্গে৷ তারপর গত বছর গুজরাট ভোটের আগে তাঁর সঙ্গে দেখা করেন ব্রিটিশ হাইকমিশনার৷

এর প্রেক্ষিতে কংগ্রেস মন্ত্রী মনীশ তেওয়ারি টুইটারে লেখেন, ‘বিদেশিদের কাছ থেকে আজ একথা শোনাটা লজ্জাকর৷'

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ