1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

মোদী-মাস্ক কথা, ভারতে কারখানা করবে টেসলা

২১ জুন ২০২৩

টেসলার সিইও এবং টুইটারের মালিক ইলন মাস্কের সঙ্গে মোদীর বৈঠক। ভারতে কারখানা করবে গাড়ি তৈরির কোম্পানি টেসলা।

ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করলেন ইলন মাস্ক।
ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করলেন ইলন মাস্ক। ছবি: India's Press Information Bureau/REUTERS

মোদীর সঙ্গে বৈঠকের পর মাস্ক জানিয়েছেন, ''ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে অসাধারণ বৈঠক হয়েছে। আমি তাকে খুবই পছন্দ করি। তিনি কয়েক বছর আগে আমাদের কারখানাতেও এসেছিলেন। তাই আমাদের পুরনো পরিচয় আছে।''

২০১৫ সালে মোদী ক্যালিফোর্নিয়ায় টেসলা মোটর কারখানায় গিয়েছিলেন।

মাস্ক বলেছেন, ''ভারতের ভবিষ্যৎ সম্পর্কে আমি খুবই আশাবাদী। বিশ্বের অন্য বড় দেশগুলির তুলনায় ভারতের সম্ভাবনা অনেক বেশি।''

টেসলার ভারতে আসা এবং কারখানা করা নিয়ে মাস্ক বলেছেন, ''আমি আত্মবিশ্বাসী যে, টেসলা যত দ্রুত সম্ভব ভারতে আসবে।''

মোদীর ভূয়সী প্রশংসা করে মাস্ক বলেছেন, ''প্রধানমন্ত্রী মোদী ভারতের জন্য ভাবেন, তিনি আমাদের বারবার বলছেন, যাতে আমরা ভারতে বিনিয়োগ করি। আমরা করব। তবে আমাদের ঠিক সময়টা বেছে নিতে হবে। মোদী কোম্পানিগুলিকে সাহায্য করতে চান, তিনি ভারতের জন্য ঠিক কাজটা করতে চান। ভারত যাতে সুবিধাজনক অবস্থায় থাকে, তিনি সেটাও চান।''

 ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে সাক্ষাৎকারে মাস্ক বলেছেন, তিনি অবশ্যই ভারতে বিনিয়োগে আগ্রহী। এই বছরের শেষ দিকে কোথায় কারখানা হবে তা তিনি ঠিক করে ফেলতে চান।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ