1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোদী সরকারের রেল বাজেট

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি৯ জুলাই ২০১৪

মোদী সরকারের রেল বাজেটে দেয়া হয়েছে মৌলিক আর্থিক সংস্কারের বার্তা৷ ভারতের আর্থিক প্রবৃদ্ধিতে গতি আনতে রেলওয়েকে হতে হবে এক গুরুত্বপূর্ণ ইঞ্জিন৷ তাই ২০১৪-১৫ সালের রেল বাজেটে জোর দেয়া হয়েছে আধুনিকীকরণ ও নিরাপত্তার ওপর৷

Indien Delhi Budget Eisenbahn ACHTUNG SCHLECHTE QUALITÄT
ছবি: Uni

রাজনীতির চাপে রেলমন্ত্রী সদানন্দ দেবগৌড়া পূর্বসূরিদের মতো স্রেফ জনমোহিনী পথে হাঁটেননি৷ দেশের সার্বিক আর্থিক প্রবৃদ্ধির লক্ষ্যে রেল পরিকাঠামোগত সংস্কারের ওপর জোর দেয়া হয়েছে৷ পাশাপাশি চেষ্টা করা হয়েছে রেলের আয়-ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্য রাখার৷ জোর দেয়া হয়েছে রেলের আধুনিকীকরণ এবং যাত্রী নিরাপত্তার ওপর৷ জোর দেয়া হয়েছে কৌশলগত আর্থিক পরিসর বাড়ানোর ওপর, যা রেলের মেরুদণ্ড৷

আধুনিকীকরণ ও সম্প্রসারণ প্রকল্পের জন্য জরুরি লগ্নি টানা৷ সেক্ষেত্রে পিপিপি বা সরকারি-বেসরকারি পার্টনারশিপ মডেলকে মূলধন বিনিয়োগের গুরুত্বপূর্ণ বাহন করতে চাওয়া হয়েছে৷ যন্ত্রাংশ তৈরি থেকে নতুন রেল লাইন বসানো – সব কিছুতেই বেশি করে এগিয়ে আসার আমন্ত্রণ জানানো হয়েছে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগকে৷

ভবিষ্যৎ রেল প্রকল্প রূপায়নে বেশির ভাগ অর্থ আসবে যৌথ উদ্যোগের পথে৷ পণ্য পরিবহনে আয় কমায়, জোর দেয়া হয়েছে পণ্য পরিবহনে৷ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলিকে জোড়ার জন্য রেল বাজেটে ঘোষণা করা হয়েছে হীরক-চতুর্ভুজ প্রকল্পের কথা৷ দেশের বড় বড় বন্দরগুলিকে রেলপথের মাধ্যমে যুক্ত করার এবং কয়লা পরিবহনের জন্য নতুন তিনটি রেল লাইন বসানো হবে৷ এবারের রেল বাজেটে অরুণাচল প্রদেশসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে ভারতের অন্য রাজ্যের সঙ্গে যুক্ত করতে মিটারগেজ লাইনকে উন্নত করা হবে ব্রডগেঝে৷ প্রসঙ্গত, এর আগে ঐ রাজ্যগুলির দিকে নজর দেয়া হয়নি৷ তাই এবার এ জন্য বিশেষ অর্থ বরাদ্দ করা হয়েছে৷

দেশের সার্বিক আর্থিক প্রবৃদ্ধির লক্ষ্যে রেল পরিকাঠামোগত সংস্কারের ওপর জোর দেয়া হয়েছেছবি: Reuters

রেল বাজেটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো রেলওয়ের আধুনিকীকরণে উন্নত প্রযুক্তিকে কাজে লাগাতে প্রত্যক্ষ বিদেশি লগ্নি এবং প্রযুক্তির কথা বলা হয়েছে৷ যা রমধ্যে আছে মুম্বই-আমেদাবাদের মধ্যে ৩০০ কিলোমিটার গতির বুলেট ট্রেন চালানো৷

এ বিষয়ে প্রাক্তন রেলমন্ত্রী অধীর চৌধুরির মন্তব্য: ‘‘বর্তমানে রেল লাইনের যে অবস্থা, তাতে ঐ লাইনে বুলেট ট্রেন চালানো সম্ভব নয়৷'' উল্লেখ্য, হালে দিল্লি-আগ্রা রুটে পরীক্ষামূলকভাবে দ্রুতগামী ট্রেন চালানো হয়৷ অর্থাৎ ভারতীয় রেলের আধুনিকীকরণ তথা রূপান্তরে বড় ভূমিকা নিতে চলেছে তথ্য-প্রযুক্তি৷ রিজার্ভেশন থেকে ওয়াই-ফাই, ই-টেন্ডার – সব কিছুই হবে পেপারলেস৷ বিদ্যুৎ সাশ্রয়ের মাধ্যমে অপারেটিং খরচ কম করা হবে৷ সেজন্য রেল স্টেশন এবং রেল অফিসগুলিতে সৌরশক্তি ব্যবহারের প্রকল্প হাতে নেয়া হবে৷ এছাড়া রেল বিভাগে দক্ষ মানবশক্তি তৈরি করতে রেল বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করা হয়েছে, যেখানে টেকনিকাল ও নন-টেকনিকাল বিষয় পড়ানো হবে৷

রেলমন্ত্রী সদানন্দ দেবগৌড়ার ভাষায় যাত্রী বা মাল ভাড়া বাড়িয়ে অর্থ জোগানো কোনো সমাধান নয়৷ এই প্রসঙ্গে প্রাক্তন রেলমন্ত্রী পবন বনসালের মন্তব্য: ‘‘বাজেটের আগেই তো যাত্রী ও মাল ভাড়া বাড়িয়ে বসে আছেন মোদী সরকার৷ আর কী বাড়াবেন?''

অর্থমন্ত্রী অরুণ জেটলির মতে, রেল বাজেটে ঝুড়ি ঝুড়ি প্রকল্পের আশ্বাস না দিয়ে অসমাপ্ত প্রকল্পগুলির সফল রূপায়ন জরুরি৷ তবে রেল বাজেট দেশের পরিকাঠামো উন্নয়নে বড় ভূমিকা নেবে, এমনটাই মনে করছেন শিল্প ও বাণিজ্য মহল৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ