1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোদী সরকারের ভোটের বাজেটে লক্ষ্য নারী, যুব, গরিব, কৃষক

১ ফেব্রুয়ারি ২০২৪

ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে বড় কোনো ঘোষণা হলো না ঠিকই, তবে নারী, গরিব, কৃষক ও যুবদের গুরুত্ব দেয়া হলো।

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
তার ষষ্ঠ বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন। ছবি: Altaf Qadri/picture alliance/AP

২০১৯ সালের অন্তর্বর্তী বাজেটে আয়কর কমানো হয়েছিল। তার আগে কৃষকদের বছরে ছয় হাজার টাকা দেয়ার কথা ঘোষণা করা হয়েছিল।  এবারের বাজেটে সেরকম জনমোহিনী ঘোষণা কম। আয়করের ক্ষেত্রে কোনো বদল করা হয়নি। ভোটের বছরে আয়কর হার বাড়বে, এমন চিন্তা অকল্পনীয়। তবে কমানোর প্রত্যাশা ছিল। কিন্তু সেই পথে হাঁটেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

শুধু আয়করের হার কমানো বা স্ট্য়ান্ডার্ড ডিডাকশনের পরিমাণ বাড়ানো হয়নি তাই নয়, জিএসটি-র হারেও কোনও পরিবর্তন আনা হয়নি। যদিও ভারতে এই বার আয়কর ও জিএসটি-র ক্ষেত্রে সরকারের অনেক বেশি বাড়তি রাজস্ব আদায় হয়েছে।  তা সত্ত্বেও এই দুই ক্ষেত্রে কোনো পরিবর্তনের কথা ঘোষণা করা হয়নি।

নির্মলা সীতারামন বাজেট বক্তৃতায় বলেছেন, ''সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে নারী, গরিব, যুব ও কৃষকদের উপর।'' নারীদের ক্ষেত্রে তাঁর ঘোষণা, ''লাখপতি দিদি-দের সংখ্যা দুই কোটি থেকে তিন কোটি করা হবে।'' এই 'লাখপতি দিদি'-র প্রকল্প গত অগাস্টে ঘোষণা করা হয়। কারিগরি নানা প্রশিক্ষণ দিয়ে মেয়েদের বার্ষিক আয় এক লাখ টাকা করা। এতদিন লক্ষ্যমাত্রা ছিল দুই কোটি নারীকে লাখপতি করা হবে। অন্তর্বর্তী বাজেটে বাড়িয়ে তিন কোটি করা হয়েছে। সব আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের আয়ুষ্মান ভারত বিমা প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে।

এছাড়া অর্থমন্ত্রী দেশের  নয় থেকে ১৪ বছর বয়সি মেয়েদের ‘সার্ভাইক্যাল ক্যানসার' প্রতিষেধক টিকা বিনা পয়সায় দেয়ার কথা বলেছেন।

গরিবদের জন্য বাড়তি আরো দুই কোটি বাড়ি সরকার করে দেবে বলে জানানো হয়েছে। মৎস্যজীবীদের আরো সাহায্যের কথা বলা হয়েছে। মধ্যবিত্তদের  জন্যও আবাসন পরিকল্পনার কথা ঘোষণা করেছেন নির্মলা। তাছাড়া এক কোটি বাড়ির মাথায় কেন্দ্র সৌরপ্যানেল বসাবে। এক কোটি পরিবারকে তিনশ ইউনিট সৌর বিদ্যুৎ বিনা পয়সায় দেয়া হবে।

নির্মলা বলেছেন, বিমানবন্দরের প্রসার ঘটানো হবে। ভারতের বিমানসংস্থাগুলি নতুন এক হাজার বিমান কিনছে। রেলের ক্ষেত্রে বলা হয়েছে, ৪০ হাজার বগিকে বন্দে ভারতের মানে উন্নীত করা হবে। তিনটি রেল করিডরের ঘোষণা করেছেন নির্মলা। খনিজ, শক্তি ও সিমেন্টের করিডর হবে।

মালদ্বীপে চিনপন্থি সরকার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়েছে। ভারতীয়দের আরো বেশি করে লাক্ষাদ্বীপে যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছে সরকার। বাজেটে ঘোষণা করা হয়েছে, লাক্ষাদ্বীপে উন্নত পরিকাঠামো তৈরি করা হবে।

নির্মলা জানিয়েছেন, রাজস্ব ঘাটতির পরিমাণ আরো কমানো হবে।

রামমন্দিরের উল্লেখ

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট বক্তৃতায় একবার রামমন্দিরের উল্লেখ করেছেন। বাড়ির ছাদে সৌর প্যানেল বসানোর প্রসঙ্গে তিনি বলেন, ''২২ জানুয়ারি, ২০২৪-এ অযোধ্যার রামমন্দিরের উদ্বোধনপর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়টির উল্লেখ করেছিলেন।''

'ভোটের দিকে তাকিয়ে'

প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায়চৌধুরী ডিডাব্লিউকে জানিয়েছেন, ''এটা পুরোপুরি ভোটের দিকে তাকিয়ে বাজেট করা হয়েছে। সার, খাবার জিনিসের উপর ভর্তুকি বাড়ানো হয়েছে। যুব, কৃষক, নারীদের প্রকল্পে অর্থ অনেক বাড়ানো হয়েছে।''

জয়ন্ত জানিয়েছেন,  ''প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে নৌবাহিনীর বরাদ্দ বাড়ানো হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ভারত মহাসাগরে চীনের নৌবাহিনীর সঙ্গে পাল্লা দিতে গেলে নিজেদের নৌবাহিনীর ক্ষমতা বাড়াতে হবে। সেই কাজটাই করার জন্য নৌবাহিনীর অর্থবরাদ্দ বেড়েছে। ''

সরকারের প্রতিক্রিয়া

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ''এই অন্তর্বর্তী বাজেটে ধারাবাহিকতার আত্মবিশ্বাস আছে। এর ফলে   যুবা গরিব, মহিলা ও কৃষকদের ক্ষমতায়ণ হবে। এই বাজেট দেশের ভবিষ্যতকে নির্মাণ করবে। ২০৪৭ সালে উন্নত ভারত তৈরির ভিত্তি স্থাপন করবে। গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে এক লাখ কোটি টাকার তহবিল বানানোর কথা বলা হয়েছে।''

সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি বলেছেন, ''বাজেটে পরিকাঠামোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। সড়ক পরিবহনের ক্ষেত্রে অর্থ বাড়ানো হয়েছে।''

কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, ''বাজেটে অর্থমন্ত্রী বেকারির কথা বলেননি। নারী শ্রমিকদের সংখ্যা কম হচ্ছে, সেটা বলেননি। শুধু নানান ধরনের কথার খেলা করা হয়েছে।''

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ