1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোবাইল গেম

জাহিদুল হক১৬ নভেম্বর ২০১৩

কম্পিউটার কিংবা মোবাইলে গেম খেলতে পছন্দ করেন অনেকেই৷ এসব গেমের কিছু কিছু এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে৷ গেম ডিজাইন আর ডেভেলপের ক্ষেত্রে পুরুষের পাশাপাশি কাজ করছেন মেয়েরাও৷

A spectator views the men's Group A volleyball match between Italy and Poland on a mobile phone at the London 2012 Olympic Games at Earls Court July 29, 2012. REUTERS/Ivan Alvarado (BRITAIN - Tags: SPORT OLYMPICS SPORT VOLLEYBALL TPX IMAGES OF THE DAY)
ছবি: Reuters

বাংলাদেশি কোম্পানির তৈরি গেম বিশ্বজুড়ে জনপ্রিয়তাও পাচ্ছে৷ যেমন আইফোন ব্যবহারকারীদের একটি প্রিয় গেম হলো ‘টিপ ট্যাপ অ্যান্ট'৷ এর নির্মাতা ‘রাইজ আপ ল্যাবস'৷ দৈনিক সমকাল পত্রিকার চলতি বছরের ২০ আগস্ট তারিখের এক প্রতিবেদনে রাইজ আপ ল্যাবসের সাফল্যের খবর প্রকাশিত হয়েছে৷ টিপ ট্যাপ অ্যান্ট গেম থেকে কোম্পানির আয় হয়েছে প্রায় ৭০ হাজার মার্কিন ডলার৷

২০০৫ সালের দিকে দেশে প্রথমবারের মতো মোবাইল প্ল্যাটফর্মে গেম ডেভেলপ শুরু হয়৷ আইটিআইডাব্লিউ, শাপলা অনলাইন, নর্থ বেঙ্গল আইটি, রেলিসোর্স টেকনোলজিস, সালেহা আইটি, অ্যালবাট্রস টেকনোলজিসসহ বেশ কিছু প্রতিষ্ঠান দেশেই আন্তর্জাতিক মানের গেম তৈরি করছে৷

অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক মানের গেম তৈরিতে পারদর্শী হয়ে উঠছেন বাংলাদেশের ডেভেলপাররা৷ এদের মধ্যে মেয়েরাও রয়েছেন৷ ‘বাংলাদেশ ওমেন ইন টেকনোলজি'র এক কর্মকর্তা ডয়চে ভেলেকে বলেন, ছেলেদের পাশাপাশি অনেক মেয়েও গেম ডিজাইনের কাজ করছেন৷ তবে সঠিক সংখ্যাটা কত হতে পারে সেটা তিনি বলতে পারেন নি৷ তবে নানা কারণে আরও বেশি সংখ্যক তরুণী এ কাজে সম্পৃক্ত হতে পারছেন না বলেও মনে করেন তিনি৷

এদিকে প্রযুক্তি বিষয়ক লেখক বদরুদ্দোজা মাহমুদ তুহিন বললেন গেম ডেভেলপের চেয়ে গেম ডিজাইনিং এ বেশি সংখ্যক মেয়ে কাজ করছেন৷

সমকাল পত্রিকার ঐ প্রতিবেদনে অনলাইন মার্কেটপ্লেস ওডেস্ক এর বাংলাদেশ অ্যাম্বাসেডর মাহমুদ হাসান সানির একটি মন্তব্য প্রকাশিত হয়েছে৷ তিনি বলেছেন, বিলিয়ন ডলারের গেমসের বাজারে বাংলাদেশ প্রবেশ করলেও তা প্রত্যাশিত নয়৷ এজন্য নতুন ডেভেলপার তৈরিতে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা দরকার৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ