1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

থ্রিজি প্রযুক্তি

৩১ মার্চ ২০১২

নব্বই এর দশকে বাংলাদেশে প্রথম মোবাইল ফোনের পথ চলা শুরু হলেও এখন দেশের প্রায় সব অঞ্চলেই লেগেছে এর ছোঁয়া৷ তবে শুধু ফোন থাকলেই তো হবে না, সাথে প্রয়োজন সঠিক মাত্রায় প্রযুক্তির সরবরাহ ও নেটওয়ার্ক৷

ছবি: dapd

বাংলাদেশে চালু থাকা মোবাইল ফোন কোম্পানিগুলোর জন্য যন্ত্রপাতি সরবরাহ ও নেটওয়ার্ক ব্যবস্থাপনার কাজ করছে বহুজাতিক প্রতিষ্ঠান ‘হুয়াই'৷ কুমিল্লা অঞ্চলে ‘হুয়াই' এর এসব সেবা কার্যক্রমের দায়িত্বে রয়েছেন যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ আজিজুল আলম৷

ডয়চে ভেলের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি জানালেন বাংলাদেশে মোবাইল যোগাযোগ প্রযুক্তির নানা দিক৷ তাঁর কাছে প্রথমেই জানতে চেয়েছিলাম হুয়াই কোম্পানি বাংলাদেশে মোবাইল ফোন সেবার জগতে কী ধরণের কাজ করছে? এ ব্যাপারে আজিজুল আলম বলেন, ‘‘বাংলাদেশে তথ্য প্রযুক্তির উন্নয়নে হুয়াই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে৷ বাংলাদেশের সামনের সারির চারটি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ফোন, বাংলালিংক, এয়ারটেল ও সিটিসেল'এর জন্য যন্ত্রপাতি সরবরাহ ও এগুলোর রক্ষণাবেক্ষণের কাজ করি আমরা৷ এছাড়া বাংলাদেশের একমাত্র সরকারি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক তাদের সাথেও কিছু কাজ করছে হুয়াই৷''

নিজেই মোবাইল নেটওয়ার্ক পরীক্ষা করে দেখছেন হুয়াই কর্মকর্তা আজিজুল আলমছবি: Azizul Alam

বাংলাদেশে মোবাইল ফোনের যাত্রা এবং সম্প্রসারণ সম্পর্কে তিনি বলেন, ‘‘প্রায় পনেরো বছর আগে প্রথম বাংলাদেশে মোবাইল ফোনের পদযাত্রা শুরু৷ এখন দেখা যাচ্ছে যে, প্রতিনিয়তই মোবাইল ফোনের সম্প্রসারণ ঘটছে৷ পৌঁছে যাচ্ছে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত৷ বর্তমানে এমন কোন এলাকা খুঁজে পাওয়া দুষ্কর যেখানে মোবাইল ফোনের নেটওয়ার্ক নেই৷ এছাড়া মোবাইল ফোন প্রযুক্তিটাও প্রতিনিয়ত উন্নত হচ্ছে৷ আগে এটি শুধু কথা বলার জন্য ব্যবহৃত হলেও এখন মোবাইল ফোন রেডিও শোনা, গান শোনা, ভিডিও দেখা থেকে শুরু করে ব্যাংকিং সেবার জন্যও ব্যবহৃত হচ্ছে৷ ফলে এটি এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে৷''

বাংলাদেশে মোবাইল ফোনের সম্প্রসারণে সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় জীবনে কী ধরণের ইতিবাচক প্রভাব পড়ছে - এমন প্রশ্নের উত্তরে আলম বলেন, ‘‘মোবাইল ফোনের সম্প্রসারণের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে৷ এছাড়া ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ, শিক্ষা, ব্যাংকিংসহ প্রায় সব জায়গাতেই এর প্রভাব পড়ছে এবং জীবন যাত্রা হয়েছে সহজতর৷''

এছাড়া মোবাইল ফোনের সুফল আরো বাড়াতে শীঘ্রই এর সাথে থ্রিজি প্রযুক্তি চালুর প্রক্রিয়া ইতিমধ্যে বাংলাদেশে শুরু হয়েছে বলে জানিয়েছেন আজিজুল আলম৷

সাক্ষাৎকার: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ