1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোবাইল ফোনে নতুন প্রযুক্তি

রিয়াজুল ইসলাম১ মার্চ ২০০৯

ভালো একটি মোবাইল ফোন পেতে কার না মনে চায়৷ মনের মত রিংটোন, যা শুনলেই আশপাশের লোকজন ফিরে তাকাবে - তরুণ প্রজন্মের সকলেই চায় এমনটি৷

মোবাইল ফোনে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন এ্যাপ্লিকেশনছবি: AP

কিন্তু মানুষের কি চাহিদার আর শেষ আছে? তাদের চাই নতুন নতুন রিংটোন, নতুন ছবি আর এ্যাপ্লিকেশন৷ তাই মোবাইল কোম্পানিগুলোও তাদের চাহিদা অনুযায়ী যোগ করছে নতুন নতুন প্রযুক্তির৷ সাদা কালো থেকে রঙ্গীন স্ক্রিন, ওয়াইড স্ক্রিন, ইন্টারনেট ব্রাউজিংয়ের সুবিধা সহ নানা কিছু এখন যোগ হচ্ছে মোবাইল ফোনগুলোতে৷ সর্বশেষ যোগ হয়েছে ‘আই ফোন'এর মত অত্যাধুনিক মোবাইল ফোন৷ এসব কিছুর একটি প্রদর্শন হয়ে গেলো সম্প্রতি স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস এ৷ সারা বিশ্বের ১৮৯ টি দেশের ৪৭ হাজার দর্শনার্থীদের আগমন ঘটেছিলো এ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস এ৷ এতে অংশ নিয়েছিলো নোকিয়া, সোনি এরিকসন, মোটোরোলা, এ্যালকাটেল, ভোডাফোন, টেলিনর এর মত নামকরা সব কোম্পানি৷ গোটা বিশ্বের ১৩শ মোবাইল প্রস্তুতকারক ও সফটওয়্যার কোম্পানি তাদের নতুন নতুন পণ্য হাজির করেছে দর্শনার্থীদের সামনে৷

এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস এর অন্যতম আকর্ষণ ছিলো মোবাইল ফোনে সৌর বিদ্যুৎ ব্যবহার৷ চার্জারের পরিবর্তে সৌর বিদ্যুৎ ব্যবহার করেই মোবাইল ফোনটি চার্জড হয়৷ তবে এ মোবাইল ফোনের দাম অত্যন্ত বেশী৷ চীনা কোম্পানি জেডটিই এবার সস্তায় সোলার পাওয়ারড মোবাইল ফোন বাজারে ছেড়েছে যার দাম পড়বে ৩২ ইউরোর কম৷ অর্থাৎ তিন হাজার টাকার মত৷

নতুন প্রযুক্তির মোবাইল 'ওয়াচ ফোন'ছবি: AP

মোবাইল ফোনের চার্জার একটি বেশ ঝক্কির বিষয়৷ একেক মোবাইল ফোনের চার্জার একেক রকম হওয়ায় ব্যবহারকারীরা মাঝে মধ্যেই সমস্যার মধ্যে পড়েন৷ এবার সে সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে মোবাইল কোম্পানিগুলো৷ তারা জানিয়েছে, ২০১২ সালের মধ্যে তারা উদ্ভাবন করতে যাচ্ছে এমন চার্জার যা যে কোন মোবাইল ফোনে ব্যবহার করা যাবে৷ একটা সময় ছিলো যখন মোবাইল ফোনের হার্ডওয়্যার ছিলো ব্যবহারকারীদের জন্য মূল আকর্ষণ৷ কিন্তু এখন হার্ডওয়্যার নয় – বরং নতুন কি ধরণের এ্যাপ্লিকেশন যোগ হয়েছে সেটার দিকেই থাকছে আসল নজর৷

এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস এ সেরা মোবাইল হ্যান্ডসেটের পুরস্কারটি জিতে নিয়েছে আইএনকিউ এর সোশ্যাল মোবাইল৷ বিশ্বের সর্বপ্রথম সোশ্যাল মোবাইল হিসেবে আইএনকিউ তে রয়েছে ফেসবুক, স্কাইপি, উইন্ডোজ লাইভ মেসেঞ্জার ব্যবহারের সুবিধা – যার মধ্য দিয়ে বন্ধুদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা সম্ভব হবে৷ এছাড়া থাকছে লাস্ট ডট এফ এম ওয়েবসাইট থেকে গান শোনার সুবিধা৷

মোবাইলে ইন্টারনেটের সুবিধা দিয়ে থাকছে সবগুলো কোম্পানি৷ তবুও এবার অন্যসব কোম্পানিকে পেছনে ফেলে সেরা ইন্টারনেট সুবিধাদাতা হিসেবে পুরস্কার জিতেছে নোকিয়ার স্পোর্টস ট্র্যাকার এ্যাপ্লিকেশনটি৷ এই এ্যাপ্লিকেশনটি ভার্চুয়াল ফিজিক্যাল ট্রেইনার হিসেবে কাজ করবে৷ বিশ্বের ফিটনেস সচেতনকারীদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এই নতুন এ্যাপ্লিকেশনটি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ