1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোবাইল বিজ্ঞাপন

ক্রিস্টিয়ানা ব়্যোডার/এসি২৮ জুন ২০১৪

ফায়ার ডিটেক্টরের মতো ছোট্ট একটি যন্ত্র৷ দেখতে অতি নিরীহ, কিন্তু আসলে তা একটি ট্রান্সমিটার, যা দোকানের মধ্যেই আপনার মোবাইল টেলিফোনে নানা ধরনের বিজ্ঞাপন পাঠাবে৷ অবশ্য যদি সংশ্লিষ্ট অ্যাপটি লোড করা থাকে৷

একটা ব্যাটারি আর একটি সার্কিট বোর্ড৷ তাহলেই ছোট্ট ট্রান্সমিটারটি তৈরি হয়ে গেল৷ সঙ্গে লাগানো একটি অ্যান্টেনা থেকে এবার বিভিন্ন স্মার্টফোনে বিজ্ঞাপন পাঠানো চলবে৷ এর ফলে খুচরো বিক্রেতাদের দুনিয়াটাই পাল্টে যাবে – এ বিষয়ে যন্ত্রটির উদ্ভাবক এবং বিক্রেতা, বার্লিনের স্টার্ট-আপ কোম্পানি ‘বার্কো'-র কর্মকর্তারা নিশ্চিত৷ এই ‘বিকন' বা আলোকসংকেতটি অবলীলাক্রমে গ্রাহকের মোবাইল অবধি পৌঁছে যায়৷

বার্কো-র কার্যনির্বাহী পরিচালক বেনিয়ামিন ট্যুম বলেন: ‘‘এর নতুনত্ব হলো এই যে, এবার একজন সাধারণ দোকানিও তাঁর গ্রাহকদের কাছে বার্তা পাঠাতে পারবেন এবং তাঁদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন, যা এ যাবৎ সম্ভব ছিল না৷''

তাকের নীচে লাগানো ট্রান্সমিটার

প্রাতরাশের সিরিয়ালস তৈরি করে, দক্ষিণ জার্মানির এমন একটি কোম্পানি বার্কো-র এই ‘আলোকসংকেত' ট্রান্সমিটারটি ব্যবহার করে দেখছে৷ ট্রান্সমিটারগুলি কোনো তাকের নীচে লাগানো থাকে; এবং সেখানে প্রায় অদৃশ্য অবস্থায় থেকে কাছের সব ক্রেতার কাছে বিজ্ঞাপনের বার্তা পাঠাতে থাকে, অবশ্য যদি সেই ক্রেতার মোবাইল টেলিফোনে বার্কো-র শপিং অ্যাপটি লাগানো থাকে৷

মাইম্যুসলি বিপণীর মালিক ইনেস হফমান বলেন: ‘‘যে সব গ্রাহকের এই অ্যাপটি আছে, তাঁরা নিঃসন্দেহে একবার তা পরীক্ষা করে দেখবেন এবং আমাদের এখানে আসবেন৷ এখানে তাঁদের ভালো লাগবে আর আমাদের কিছু নতুন খদ্দের জুটবে বলে আমার আশা৷''

শুধু ছোট ছোট দোকানই নয়, বড় সুপারমার্কেট-গুলোও এই মোবাইল মার্কেটিং-এ আগ্রহী৷ হামবুর্গের একটি শপিং সেন্টার গত এক বছর ধরে বিভিন্ন মাল্টিমিডিয়া প্রণালী পরীক্ষা করে দেখছে, তরুণ প্রজন্মকে কী ভাবে ইন্টারনেট থেকে সরিয়ে আবার দোকানে জিনিসপত্র কেনার অভ্যাসে ফেরত আনা যায়৷

ইসিই প্রজেক্ট ম্যানেজার সেবাস্টিয়ান বাউমান বলেন: ‘‘ভবিষ্যতে এর ফল পাওয়া যাবে বলেই আমার ধারণা৷ এই ধরনের বাড়তি অভিজ্ঞতাগুলো কেনাকাটাকে আরো রোমাঞ্চকর করে তুলবে, পুরো ব্যাপারটাকে অনুভূতির একটা নতুন আঙ্গিক দেবে, ক্রেতাদের কাছেও যার একটা মূল্য থাকবে৷''

শেষমেষ রিবেট আর ভাউচার দিয়েই ক্রেতাদের টানা হবে৷ ওগুলো চিরকালই কাজ করে কিনা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ