1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোমেনের কথার জবাব দিল ভারত

৩০ জুলাই ২০২০

বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেনের মন্তব্যের জবাব দিল ভারত। সম্প্রতি রামমন্দির প্রসঙ্গে মোমেন কিছু কথা বলেছিলেন। ভারত তারই জবাব দিল।

ছবি: DW/Harun Ur Rashid Swapan

সম্প্রতি বাংলাদেশের বিদেশমন্ত্রী বলেছিলেন, ''রামমন্দির নির্মাণ নিয়ে দু'দেশের সম্পর্ক খারাপ হতে দেবে না ঢাকা। কিন্তু ভারতেরও এমন কিছু করার অনুমতি দেওয়া উচিত নয়, যাতে আমাদের সুন্দর ও গভীর সম্পর্কে আঘাত লাগে।'' দ্য হিন্দু পত্রিকায় মোমেনের এই মন্তব্য প্রকাশিত হয়। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এর জবাবে বৃহস্পতিবার বলেছেন, ''আমরা আত্মবিশ্বাসী যে দুই পক্ষই পারস্পরিক সংবেদনশীল অবস্থার কথা বোঝে। পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে দুই দেশই সম্পর্ককে আরো ভালো করার চেষ্টা করবে।''

অনুরাগ বলেছেন, ''ভারত ও বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী বলেছেন, ভালো প্রতিবেশী কেমন হওয়া উচিত, বাংলাদেশ হলো তার রোলমডেল।''

দিন কয়েক আগেই বাংলাদেশ সরকরের অনুরোধে ঢাকায় ব্রড গেজের ১০টি লোকোমোটিভ পঠিয়েছে ভারত। বাংলাদেশের সংবাদপত্র ভোরের কাগজ ঢাকার সরকারি আধিকারিকদের উদ্ধৃত করে বলেছে, ভারত পুরনো ইঞ্জিন পাঠিয়েছে। সবকটি ইঞ্জিনই অন্তত বছর পাঁচেকের পুরনো।

এই অভিযোগের জবাবে অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, ''অতীতেও ওই সংবাদপত্র এই ধরনের দুরভিসন্ধিমূলক ও বানানো খবর করেছে। কিছুদিন আগেই তারা ভারতের হাই কমিশনারকে নিয়ে এই ধরনের একটি খবর প্রকাশ করে। এই লোকো পাঠাবার বিশেষ অনুরোধ করে বাংলাদেশ। তারা জরুরি ভিত্তিতে এগুলি চায়। ভারতের কাছে যে লোকো ছিল, সেগুলিই পাঠানো হয়েছে।''

জিএইচ/এসজি(বিদেশ মন্ত্রকের সংবাদিক সম্মেলন)

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ