1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েল-অস্ট্রেলিয়া বিতর্ক

১৫ ফেব্রুয়ারি ২০১৩

তেল আভিভের একটি কারাগারে এক ‘‘অনামা'' বন্দির মৃত্যু আবার মোসাদের বিদেশি পাসপোর্ট ব্যবহারের প্রসঙ্গটি নিয়ে ঝড় তুলেছে৷ মোসাদের অস্ট্রেলীয়-ইসরায়েলি এজেন্ট বেন জিগিয়ার নাকি আত্মহত্যা করেছেন৷

ছবি: Reuters

২০১০ সালের গোড়ায় মোসাদের প্রায় এক ডজন এজেন্টের একটি ‘হিট স্কোয়াড' দুবাইতে গিয়ে এক উচ্চপদস্থ হামাস জঙ্গিকে হত্যা করে৷ তদন্তে প্রকাশ প্রায়, ইসরায়েলি এজেন্টদের কয়েকজন নাকি অস্ট্রেলীয় পাসপোর্ট ব্যবহার করে আমিরাতে ঢোকে৷ অস্ট্রেলিয়ার বর্তমান প্রতিরক্ষামন্ত্রী স্টিফেন স্মিথ তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন৷ তিনি ইসরায়েলি রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে সাবধান করে দেন, এ'ধরণের ঘটনা দুদেশের সম্পর্কের হানি ঘটাতে পারে৷

নিহত হামাস জঙ্গি মাহমুদ আল-মাবুহ-র ছবিছবি: AP

ইসরায়েলি কারাগারে ‘‘প্রিজনার এক্স''-এর মৃত্যুর ঘটনা আসলে ঘটেছিল ২০১০ সালের ডিসেম্বর মাসে৷ বেন জিগিয়ার তখন আয়ালন কারাগারে বন্দি ছিলেন৷ ইসরায়েল জিগিয়ারের মৃত্যুর ঘটনা ধামাচাপা দেবার সবরকম প্রচেষ্টা করে৷ শুক্রবার অবশ্য ইসরায়েলের সরকার জিগিয়ার-এর পরিবারকে ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে৷

ওদিকে জিগিয়ারকে গ্রেপ্তার করা হয়েছিল ২০১০'এর ফেব্রুয়ারি মাসে, যার ঠিক এক সপ্তাহ আগে দুবাই পুলিশ প্রকাশ্যভাবে মোসাদ'কে হামাস জঙ্গিটির হত্যার জন্য দায়ী করে৷ দুবাই পুলিশ জানায়, যে জনা বারো মোসাদ এজেন্ট আমিরাতে ঢুকেছিল, তাদের চারজনের অস্ট্রেলীয় পাসপোর্ট ছিল৷

এবার এক অস্ট্রেলীয় পত্রিকার সূত্রে শোনা যাচ্ছে যে, জিগিয়ার নাকি দুবাই'এর ঐ অপারেশনের কথা ফাঁস করে দিতে যাচ্ছিলেন, এবং সে জন্যই তাঁকে গ্রেপ্তার করা হয়৷ এভাবেই নাকি আরো তিনজন অস্ট্রেলীয়-ইসরায়েলি নাগরিক ইতিপূর্বে ইরান, সিরিয়া ও লেবাননে ঢুকেছে - ইসরায়েলি পাসপোর্ট নিয়ে যে সব দেশে ঢোকা সম্ভব নয়৷

দুবাইয়ের হত্যাকাণ্ডে সন্দেহভাজন মোসাদ এজেন্টদের ছবিছবি: picture-alliance/ dpa

বিশেষজ্ঞদের ধারণা, ইসরায়েল, অর্থাৎ মোসাদ যে তার এজেন্টদের জন্য এ'ভাবেই বিদেশি পাসপোর্ট ব্যবহার করে, বেন জিগিয়ার হয়তো ঠিক সে'কথাটাই ফাঁস করে দিতে যাচ্ছিলেন৷ ২০০৪ সাল দু'জন মোসাদ এজেন্ট নিউজিল্যান্ডে সেদেশের পাসপোর্ট সংগ্রহের চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে৷ মোসাদের প্রাক্তন সদস্যরাই ২০১০ সালে মিডিয়াকে জানান যে, মোসাদের জাল পাসপোর্ট ও নথিপত্র তৈরি করার জন্য একটি বিশেষ গবেষণা বিভাগ আছে এবং ইসরায়েল নিয়মিতভাবে অস্ট্রেলীয় পাসপোর্ট জাল করে থাকে৷ ইসরায়েল অবশ্য এ'অভিযোগ স্বীকার করেনি৷

মোসাদের এই গোপন কর্মসূচির কারণ সহজেই বোধগম্য৷ ইসরায়েলি পাসপোর্ট নিয়ে বিশেষ করে আরব বিশ্বে যাতায়াত করা সম্ভব নয়, মোসাদের এজেন্টদের জন্য যা অতিশয় প্রয়োজন৷ কাজেই আন্তর্জাতিক জাহাজ চলাচলে যেমন অন্য দেশের পতাকা উড়িয়ে জাহাজ চলে, ঠিক সেইভাবেই মোসাদ তার এজেন্টদের জন্য বিদেশি পাসপোর্ট ব্যবহার করে থাকে৷

এসি / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ