1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোসুলের ঐতিহাসিক মসজিদ ধ্বংস

২২ জুন ২০১৭

মোসুল শহরের ঐতিহাসিক মসজিদ ও মিনার বুধবার রাতে ধ্বংস হয়ে গেছে৷ আইএস ও কোয়ালিশন বাহিনী এর জন্য পরস্পরকে দায়ী করছে৷ ইরাকের প্রধানমন্ত্রী বলেছেন, আইএস তাদের পরাজয় মেনে নিল৷

ছবি: Getty Images/AFP/A. Al-Rubaye

মধ্যযুগে নির্মিত আল-নুরি মসজিদ ইরাকেরমোসুল শহরের অন্যতম দ্রষ্টব্য ছিল৷ তিন বছর আগে সেখানেই তথাকথিত ইসলামিক স্টেট নেতা আবু বকর আল বাগদাদি খিলাফত ঘোষণা করেন৷ ২০১৪ সালের জুন মাস থেকে শহরে আইএস-এর কালো পতাকা উড়ছিল৷ বুধবার রাত সাড়ে নয়টা নাগাদ ইরাক ও সিরিয়ায় কোণঠাসা আইএস সেই মসজিদ ও তার বিখ্যাত হেলানো আল হাদবা মিনার বিস্ফোরণে উড়িয়ে দিল৷

মিনারটি প্রায় ৮৪০ বছরেরও বেশি সময় ধরে শহরের প্রতীক হয়ে ছিল৷ উল্লেখ্য, ২০১৪ সালেই আইএস যোদ্ধারা সেই মিনার ধ্বংস করার চেষ্টা করেছিল৷ কারণ, তাদের কট্টর মৌলবাদী ভাবধারার সঙ্গে সেটি খাপ খাচ্ছিল না৷ কিন্তু শহরবাসী মানব-শৃঙ্খল সৃষ্টি করে সে যাত্রা মিনারটি রক্ষা করতে পেরেছিল৷ এবার পবিত্র রমজান মাসের এক বিশেষ দিনে এই স্থাপনা ধ্বংস হয়ে গেল৷

গত প্রায় ৮ মাস ধরে শহরের দখল নিতে যুদ্ধরত ইরাকি সেনাবাহিনী এই খবর দিয়েছে৷ তারা আকাশ থেকে তোলা মসজিদের ধ্বংসাবশেষের ছবিও প্রকাশ করেছে৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার একটি ভিডিও প্রকাশিত হয়েছে৷ উল্লেখ্য, ইরাকের এলিট সন্ত্রাস দমন বাহিনী সিটিএস মোসুল শহরের পুরোনো অংশের অনেকটাই দখল করে ফেলেছে৷ ইরাকি বাহিনীর দাবি, তারা মসজিদের প্রায় ৫০ মিটার কাছে চলে এসেছে৷ বুধবারই তারা মসজিদ দখলের তোড়জোড় করছিল বলে জানিয়েছে৷

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি তাঁর টুইট বার্তায় বলেছেন, এই পদক্ষেপের মাধ্যমে আইএস কার্যত তাদের পরাজয় মেনে নিয়েছে৷ মোসুল শহর হাতছাড়া হয়ে গেলে ইরাকে আইএস-এর খিলাফত কার্যত শেষ হয়ে যাবে বলে পর্যবেক্ষরা মনে করছেন৷ আইএস নেতা শহর ছেড়ে ইরাক-সিরিয়া সীমান্তে আত্মগোপন করে আছেন বলে ধরে নেওয়া হচ্ছে৷

আইএস অবশ্য তাদের আমাক সংবাদ সংস্থার মাধ্যমে মসজিদ ধ্বংসে তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে৷ তথাকথিত জঙ্গি সংগঠনটির পালটা অভিযোগ, কোয়ালিশন বাহিনীর এক মার্কিন যুদ্ধবিমানের হামলায় মসজিদ ধ্বংস হয়ে গেছে৷

কোয়ালিশন বাহিনীর মুখপাত্র জন ডরিয়ান সংবাদ সংস্থা রয়টার্সকে টেলিফোনে জানিয়েছেন, সেই এলাকায় কোনো হামলা চালানো হয়নি৷ কোয়ালিশন স্থলবাহিনীর প্রধান মার্কিন মেজর জেনারেল জোসেফ মার্টিন বলেন, এটা মোসুল শহরের মানুষের বিরুদ্ধে অপরাধের ঘটনা৷ এই দৃষ্টান্ত নৃশংস এই সংগঠনকে নিশ্চিহ্ন করে দেওয়ার উদ্যোগের অন্যতম কারণ৷

এসবি/এসিবি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ