1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাকে আইএস-দমন অভিযান

১৭ অক্টোবর ২০১৬

ইরাকের মোসুল শহরকে আইএস-এর হাত থেকে মুক্ত করতে বিশাল মাত্রায় সামরিক অভিযান শুরু হয়েছে৷ তবে সুন্নি-প্রধান এই শহরে শান্তি ফিরে আসবে কিনা, তা নিয়ে সংশয় দূর হচ্ছে না৷

Irak Mossul Truppen der Peschmerga bereiten Offensive vor
‘সেনাবাহিনী ও পুলিশ শহরে প্রবেশ করে ইরাকের জাতীয় পতাকা উত্তোলন করবে’ছবি: picture-alliance/AP Photo/B. Janssen

তথাকথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট ইরাক ও সিরিয়ায় তাদের দখল করা অনেক এলাকার উপর সম্প্রতি নিয়ন্ত্রণ হারাচ্ছে৷ রবিবারই সিরিয়ার উত্তরে দাবিক শহর তাদের হাতছাড়া হয়ে গেছে৷ তবে ইরাকের উত্তরে মোসুল শহর ২০১৪ সালের মাঝামাঝি সময় থেকে তাদের কব্জায় রয়েছে৷ এটাই তাদের নিয়ন্ত্রনাধীন এলাকার সবচেয়ে বড় শহর৷

তবে মোসুল অভিযানকে কেন্দ্র করে বেশ কিছু সংশয় রয়ে গেছে৷ সামরিক অভিযানের মাধ্যমে সুন্নি-প্রধান এই শহরকে আইএস-মুক্ত করা সম্ভব হলেও সেখানকার মানুষ ইরাকের শিয়া-প্রধান নেতৃত্বকে মেনে নিতে পারবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে৷ বিশেষ করে ইরাকি সেনাবাহিনীর পাশাপাশি কুর্দি পেশমার্গা বাহিনী ও ইরানের শিয়া মিলিশিয়া বাহিনীও এই অভিযানে অংশ নেওয়ায় মোসুল শহরের মানুষ মুক্তির আনন্দে ভেসে যাবে না, এমনটাই অনুমান করা হচ্ছে৷

কিন্তু ইরাকের প্রধানমন্ত্রী তাদের আশ্বাস দিয়ে বলেছেন, একমাত্র সেনাবাহিনী ও পুলিশ শহরে প্রবেশ করে ইরাকের জাতীয় পতাকা উত্তোলন করবে৷ রবিবার ইরাকের যুদ্ধবিমান থেকে শহরবাসীর জন্য এই মর্মে ইশতাহারও ছড়ানো হয়৷

এই সামরিক অভিযানের ফলে বড় আকারের মানবিক বিপর্যয়ের আশঙ্কাও রয়েছে৷ আইএস শহর দখল করার আগে মোসুল শহরের জনসংখ্যা ছিল প্রায় ২০ লক্ষ৷ চলমান সংঘর্ষের ফলে সর্বোচ্চ ১০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়তে পারেন৷

ইরাকের প্রধানমন্ত্রী আবাদি তাই জাতিসংঘের শরণার্থী দপ্তরের প্রধানের সঙ্গে আলোচনা করে তার প্রস্তুতি শুরু করেছেন৷ কিন্তু আশেপাশের শরণার্থী শিবিরে মাত্র ৫১,০০০ মানুষের আশ্রয়ের ব্যবস্থা রয়েছে বলে জাতিসংঘ দুশ্চিন্তায় পড়েছে৷

আইএসের বিরুদ্ধে অভিযানে আন্তর্জাতিক জোটের মার্কিন কমান্ডার স্টিফেন টাউন্সএন্ড মনে করছেন, এই সামরিক অভিযান বেশ কয়েক সপ্তাহ ধরে চলবে৷ এই জোটের যুদ্ধবিমান মোসুল অভিযানে ইরাকি বাহিনীর সহায়তা করছে৷ কুর্দি ও মার্কিন বাহিনী স্থল অভিযানেও ইরাকি বাহিনীর সঙ্গে যোগ দিচ্ছে৷

এসবি/এসিবি (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ