1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোসুল পুনর্দখলের জন্য ইরাককে অভিনন্দন

১১ জুলাই ২০১৭

মোসুল পুনর্দখলের জন্য ইরাকি সরকারকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা৷ কিন্তু মানবিক সংকট শেষ হতে এখনও অনেক বাকি, বলছে জাতিসংঘ৷

মোসুলের যুদ্ধ
ছবি: Getty Images/A. Al-Rubaye

সোমবার ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি সরকারিভাবে ঘোষণা করেন যে, মোসুলে ইসলামিক স্টেট যোদ্ধাদের পরাজিত করা সম্ভব হয়েছে৷ আল-আবাদি রবিবারেই মোসুলে যান, তবে আইএস-এর বিরুদ্ধে জয় নিশ্চিত না হওয়া অবধি তিনি সম্ভবত সে কথা ঘোষণা করতে চাননি৷ বাগদাদ সরকারের তরফ থেকে অতীতে একাধিকবার বলা হয়েছে যে, মোসুলের পতন আসন্ন, কিন্তু বাস্তবে তা ঘটেনি৷ কাজেই আল-আবাদির সতর্কতা বোধগম্য৷

মোসুলে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদিছবি: picture-alliance

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন দীর্ঘ নয় মাস যুদ্ধের পর মোসুলের পতনকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে সংগ্রামে একটি ‘‘গুরুত্বপূর্ণ মাইলফলক'' বলে অভিহিত করেছেন৷ যুক্তরাষ্ট্র ও তার জোট সহযোগীরা মোসুলের বিভিন্ন এলাকায় স্থিতি আনার জন্য জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, বলে টিলারসন জানান৷

ইরাকি টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে আল-আবাদি ‘‘দায়েশ-এর মোসুল থেকে ঘোষিত মিথ্যা ও সন্ত্রাসের রাজ্যের ব্যর্থতা ও পতন''-এর কথা বলেন৷ তবে মোসুলে স্থিতি আনার এবং ছোট ছোট আইএস সেলগুলিকে নির্মূল করার কাজ এখনও বাকি আছে, বলে আল-আবাদি মন্তব্য করেন৷ ইরাকের সরকারি সেনা, কুর্দ পেশমার্গা যোদ্ধা এবং বিভিন্ন শিয়া সশস্ত্র গোষ্ঠী মিলে মোসুল পুনর্দখল করে – বিমান থেকে ও ভূপৃষ্টে গুরুত্বপূর্ণ সাহায্য প্রদান করে মার্কিন নেতৃত্বাধীন মিত্রজোট৷

মানবিক সংকট

ইরাকে জাতিসংঘের মানবিক সাহায্য সমন্বয়ের দায়িত্বে আছেন লিজে গ্রান্দে; তাঁর মতে, যুদ্ধ শেষ হলেও, মানবিক সংকট শেষ হয়নি৷ ‘‘বহু মানুষ, যারা পালিয়েছেন, তারা সব কিছু হারিয়েছেন'', বলেন গ্রান্দে; ‘‘তাদের আশ্রয়, খাদ্য, স্বাস্থ্য সেবা, স্যানিটেশান ও এমার্জেন্সি কিট-এর প্রয়োজন৷'' মোসুলের বাসিন্দাদের ট্রমা বা বিভীষণ অভিজ্ঞতা অন্য যে কোনো জায়গাকে ছাড়িয়ে যায়, বলে গ্রান্দে মন্তব্য করেন: ‘‘মানুষজন যা অভিজ্ঞতা করেছেন, তা অকল্পনীয়৷''

যাদের পালানো ছাড়া আর কোনো পথ ছিল না...ছবি: Reuters/A. Al-Marjani

যুদ্ধে মোসুল শহর এমনভাবে ধ্বংস হয়েছে যে, পলাতক বাসিন্দাদের শীঘ্র সেখানে ফিরতে পারার কোনো সম্ভাবনা নেই৷ মোসুলের প্রাচীন অংশে ৬৫ ভাগ বাড়িঘর গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বলে জানিয়েছেন ইরাকি সরকার – শহরের পশ্চিমাঞ্চলে জঞ্জিলির মতো এলাকাগুলিতে ধ্বংসের পরিমাণ আরো বেশি৷

অ্যামনেস্টির অভিযোগ

মোসুলের যুদ্ধে সব পক্ষই আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে, বলে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর অভিযোগ৷

আইএস গোষ্ঠী হাজার হাজার বেসামরিক নাগরিককে মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে ও তাদের মোসুল পরিত্যাগ করতে দেয়নি৷ শত শত, এমনকি হাজার হাজার বেসামরিক ব্যক্তিকে পালানোর সময় অথবা পালানোর অভিযোগে হত্যা করেছে আইএস – বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ৷

অপরদিকে ইরাকের সরকারি সেনাবাহিনী ও মার্কিন নেতৃত্বাধীন জোট মোসুলে যুদ্ধাপরাধ করে থাকতে পারে – বলেছে অ্যামনেস্টি এবং এ ব্যাপারে একটি তদন্ত কমিশন দাবি করেছে৷ অ্যামনেস্টি স্বীকার করেছে যে, আইএস-এর রণকৌশল সরকারপক্ষের সৈন্যদের পক্ষে ‘‘বিশেষ চ্যালেঞ্জ'' সৃষ্টি করে৷ ‘‘ইরাকি সরকার ও মার্কিন নেতৃত্বাধীন জোট এই চ্যালেঞ্জ অনুযায়ী তাদের রণকৌশল সঠিকভাবে বদলে নিতে পারেনি'' – বেসামরিক জনগণের পক্ষে যার ফল হয়েছে মারাত্মক –এই হলো অ্যামনেস্টির রায়৷ এই প্রসঙ্গে অ্যামনেস্টি সরকারপক্ষের সেনাবাহিনীর ‘ইমপ্রোভাইজড রকেট অ্যাসিস্টেড মিউনিশনস'-এর কথা বলেছে, যা কোনো লক্ষ্যবস্তুর উপর নির্ভুলভাবে নিশানা করা সম্ভব নয়৷

মোসুলের যুদ্ধে কতোজন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন, তার কোনো সঠিক পরিসংখ্যান না থাকলেও, এয়ারওয়ার্স নামের একটি মনিটরিং গ্রুপ গত ফেব্রুয়ারি থেকে জুন মাস অবধি ইরাকের সরকারি সৈন্য ও মিত্রজোটের আক্রমণে ৩,৭০৬ জন বেসামরিক ব্যক্তি নিহত হবার কথা বলেছে৷ অ্যামনেস্টির মতে বাস্তবিক সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে৷

এসি/ডিজি (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ