1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মোস্ট ব্যাংকেবল’ অভিনেত্রী নাটালি পোর্টম্যান

২৭ ডিসেম্বর ২০১২

২০১০ সালের ব্লকবাস্টার মুভি ‘ব্ল্যাক সোয়ান’-এর কথা মনে আছে? এই ছবিতে অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কারটি পেয়েছিলেন নাটালি পোর্টম্যান৷

Natalie Portman presents an award onstage during the 84th Academy Awards on Sunday, Feb. 26, 2012, in the Hollywood section of Los Angeles
ছবি: dapd

সেই ছবিটি পোর্টম্যানকে আবারও একটি খেতাব এনে দিল৷ আর সেটা হলো হলিউডের ‘মোস্ট ব্যাংকেবল' অভিনেতার খেতাব৷ ফোর্বস ম্যাগাজিন বলছে, পোর্টম্যানের পেছনে এক ডলার খরচের বিপরীতে নির্মাতার আয় হয়েছে ৪২.৭ ডলার৷

এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ‘টয়ালাইট' সিরিজের ছবির অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট৷ তিনি এক ডলার আয়ের বিপরীতে নির্মাতাকে এনে দিয়েছেন ৪০.৬ ডলার৷ এছাড়া ফোর্বসের হিসেবে ২০১২ সালে সবচেয়ে বেশি আয় করা অভিনেত্রীও হলেন স্টুয়ার্ট৷ এ বছর তাঁর আয় ছিল সাড়ে ৩৪ মিলিয়ন ডলার৷

টয়ালাইট সিরিজে স্টুয়ার্টের সঙ্গে অভিনয় করা রবার্ট পেটিনসন আর টেলর লাউটনার'ও নির্মাতাদের বেশি মাত্রায় লাভ এনে দিয়েছেন৷ ‘মোস্ট ব্যাংকেবল' তালিকায় পেটিসনের স্থান চার আর লাউটনারের ছয় নম্বরে৷ এক ডলার আয়ের বিপরীতে তাঁরা নির্মাতাকে দিয়েছেন যথাক্রমে ৩১.৭ ও ২৯.৫ ডলার৷

গত তিন বছরে মুক্তি পাওয়া ছবি এবং প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর মুক্তি পাওয়া শেষ তিনটি ছবির ভিত্তিতে এই তালিকা তৈরি করেছে ফোর্বস ম্যাগাজিন৷

‘ব্ল্যাক সোয়ান’ ছবির একটি দৃশ্যে নাটালি পোর্টম্যান...ছবি: AP

তালিকার শীর্ষে থাকা নাটালি পোর্টম্যানের একটি ছবি হলো ‘ভি ফর ভ্যানডেট্টা'৷ ২০০৫ সালে ছবিটি মুক্তি পায়৷ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জনগণের আন্দোলন নিয়ে ছবিটি তৈরি হয়েছিল৷ ‘‘জনগণের সরকারকে ভয় পাওয়া উচিত নয়, বরং সরকারেরই উচিত জনগণকে ভয় পাওয়া'' –এই ছিল ছবির অন্যতম একটি বক্তব্য৷

চীনের মতো দেশে এ ধরণের ছবি দেখানো হবে না, এটাই স্বাভাবিক৷ হয়েছিলও তাই৷ চীনের প্রেক্ষাগৃহগুলোতে এই ছবি দেখানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷

কিন্তু সেই ছবিই এবার দেখানো হয়েছে চীনের সরকারি টেলিভিশনে! তাই অবাক সেদেশের দর্শকরা৷ তাঁরা কিছুতেই বুঝে উঠতে পারছেন না, এটা কিভাবে সম্ভব হলো৷ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এ নিয়ে তাঁরা তাঁদের আশ্চর্য হওয়ার বিষয়টি প্রকাশ করেছেন৷ একজন লিখেছেন, ‘আমি কি স্বপ্ন দেখছি?' আরেকজন বলছেন, ‘তাহলে কি সরকার তাদের নীতি পরিবর্তন করলো?...না, বিষয়টা বুঝতে আমাকে আরেকটু অপেক্ষা করতে হবে৷'

চীনের সরকারি ঐ টেলিভিশন অবশ্য ছবিটি দেখানোর কোনো কারণ জানায় নি৷

জেডএইচ/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ