1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোহামেডান, ভিক্টোরিয়াতেও ক্যাসিনো!

২২ সেপ্টেম্বর ২০১৯

নতুন করে রাজধানীর আরো চারটি ক্লাবে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ এবার ক্যাসিনোর সরঞ্জাম মিলেছে মতিঝিলে আরামবাগ ক্রীড়া সংঘ, দিলকুশা স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাবে৷

Bangladesch | Polizei in Riad | Victoria Club
ছবি: bdnews24.com

ব়্যাবের পর অবৈধ ক্যাসিনো আর জুয়া ব্যবসা বন্ধে মাঠে নেমেছে পুলিশ৷ রোববার তারা একযোগে রাজধানীর মতিঝিলের চারটি ক্লাবে অভিযান চালায়৷ যার মধ্যে ছিল আরামবাগ ক্রীড়া সংঘ, দিলকুশা স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব৷

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে পাওয়া গেছে জুয়া খেলার নয়টি বোর্ড, এক লাখ টাকাছবি: bdnews24.com

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টুয়েন্টিফোরের প্রতিবেদন অনুযায়ী, ভিক্টোরিয়া ক্লাব থেকে বিভিন্ন ধরনের জুয়া খেলার নয়টি বোর্ড, এক লাখ টাকা, বিপুল পরিমাণ তাস, জুয়ায় ব্যবহৃত চিপস ও মদ পাওয়া গেছে। 

দুটো রুলেট টেবিল, নয়টি বোর্ড, বিপুল পরিমান কার্ড, ১১টি ওয়্যারলেস সেট ও ১০টি বিভিন্ন ধরনের চাকু পাওয়া গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবে৷ 

মোহামেডানে পাওয়া গেছে দুইটি রুলেট টেবিল, নয়টি বোর্ডছবি: bdnews24.com

এছাড়া আরামবাগ ও দিলকুশা ক্লাবেও বাকারা ও রুলেট টেবিলসহ বিভিন্ন জুয়ার সরঞ্জাম পেয়েছে পুলিশ। সবগুলো ক্লাবই অভিযানের সময়ে বন্ধ ছিল বলে বিডিনিউজ  টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। 

এর আগে শনিবার চট্টগ্রামের পাঁচটি ক্লাবে একযোগে অভিযান চালায় র্যাব৷ এরমধ্যে তিনটিতে জুয়ার আসর চালানোর প্রমাণ পাওয়ার কথা জানানো হয় বাহিনীটির পক্ষ থেকে৷ 

ঢাকার ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবে অবৈধভাবে ক্যাসিনো চালানোর অভিযোগে বুধবার যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেপ্তার করে র‌্যাব৷ গুলশান ২ নম্বরের ৫৯ নম্বর সড়কের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ একই দিনে ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাবে অভিযান চালিয়ে দুই নারীকর্মীসহ ১৪২ জনকে আটক ও ২৪ লাখ টাকা উদ্ধার করা হয়৷ পাশাপাশি ওয়ান্ডারার্স ক্লাব, বঙ্গবন্ধু এভিনিউর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং বনানীর আহমেদ টাওয়ারের একটি ক্যাসিনোতে অভিযান চালায় র‌্যাব৷

এফএস/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ