1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন আবিষ্কার

২৫ মার্চ ২০১২

ভল্ফগ্যাং আমেদিউস মোৎজার্ট সৃষ্ট আরও একখানা নতুন পিয়ানো সুর আবিষ্কার করা গেল অস্ট্রিয়ায়৷ চার মিনিটের এই সঙ্গীত যখন শিল্পী তৈরি করেন, তাঁর বয়স ছিল বড়ৃজোর দশ বছর৷

ছবি: ullstein bild - Lebrecht Music & Arts Photo Library

১৭৬৭ কিংবা খুব বেশি হলে ১৭৬৮ সালের কথা৷ বিশ্ববিশ্রুত সঙ্গীত রচয়িতা মোৎজার্টের বয়স তখন মাত্র বছর দশেক৷ প্রতিভা এভাবেই কথা বলে৷ সুতরাং, সেই বয়সেই একটা সুর রচনা করেছিলেন শিল্পী৷ সেই সুরের সন্ধান মিলল সম্প্রতি এই ২০১২ সালে অস্ট্রিয়ায়৷

এই পিয়ানোর সুর যে মোৎজার্টেরই সৃষ্টি, সে বিষয়ে মোটের ওপর নিশ্চিত জার্মান সঙ্গীত বিশেষজ্ঞ হিলডেগার্ড হেরমান স্নাইডার৷ কারণ হিসেবে তিনি বলেছেন, যে নোটবুকটি বাড়ির চিলেকোঠায় মিলেছে, তাতে ওই কম্পোজিশন বা সুরের ঠিক নীচে মোৎজার্টের নাম লেখা আছে এইভাবে, ‘দেল সিনোরে গিয়োভানে ভল্ফগ্যাংও মোৎজার্ট৷' হেরমান স্নাইডার বলছেন, এভাবেই নিজের ছেলের নাম লিখতেন মোৎজার্টের পিতা লেওপোল্ড মোৎজার্ট৷ একই মত পোষণ করছেন সালজব্যুর্গের মোৎজার্ট ফাউন্ডেশন৷ সুতরাং এ বিষয়ে খুব কিছু সন্দেহ থাকছে না যে, অমর সুরশিল্পী মোৎজার্টের আরও একটি অশ্রুত সুরের সন্ধান পেল এই বিশ্ব৷

ছবি: picture-alliance/IMAGNO/Oskar Anrather

যে নোটবুক বা ডায়েরিতে এই সুরটি লেখা হয়েছে, তাতে মোট ১৬০ টি পৃষ্ঠা৷ গোটা নোটবুকে সঙ্গীত বিষয়ক অসংখ্য নোট রয়েছে৷ তারিখ ১৭৮০ সালের৷ আর অধিকাংশ কাজই করেছেন মোৎজার্টের পিতা স্বয়ং৷ গোটা ডায়েরিটি স্বভাবতই তাঁর নিজের হাতে লেখা৷

অস্ট্রিয়ার নামজাদা সঙ্গীতকার ফ্লোরিয়ান বিরসাক ইতোমধ্যেই মোৎজার্টের মাত্র ১০ বছর বয়সে সৃষ্ট এই নতুন সুরটি, যার দৈর্ঘ্য চার মিনিটের, সেটিকে মোৎজার্টের ব্যক্তিগত পিয়ানোতে বাজিয়ে শুনিয়েছেন সকলকে৷ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আমেদিউস মোৎজার্ট ছেলেবেলায় যে বাড়িতে বসবাস করতেন, সেই বাড়িতেই৷ বলা বাহুল্য, সেই বাড়িরই চিলেকোঠায় আবিষ্কৃত হয়েছে এই নতুন সুর৷

২০০৯ সালে মোৎজার্টের দু'খানা সুর আবিষ্কার করেছিলেন গবেষকরা৷ সেগুলো যখন শিল্পী রচনা করেন, তখন তাঁর বয়স ছিল বড়জোর সাত বা আট৷ সুতরাং বোঝাই যাচ্ছে মোৎজার্টের অসামান্য প্রতিভা তার প্রমাণ রাখতে শুরু করে দিয়েছিল একেবারে ঘন শৈশব থেকেই৷

একেই তো বলে সৃজনের উচ্চতা৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ