1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মৌমাছি বা বোলতার কামড়ও হতে পারে প্রাণঘাতী

১০ সেপ্টেম্বর ২০২৪

অধিকাংশ মানুষের কাছে মৌমাছি বা বোলতার হুল বিপজ্জনক নয়৷ কিন্তু যাদের পোকার বিষের অ্যালার্জি আছে, তাদের দেহে হুল ফুটলে মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে৷ কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যানাফিল্যাকটিক শক হতে পারে৷

মৌমাছির ছবি
মৌমাছি বা বোলতার বিষে শুধু ব্যথাই নয়, অ্যানাফিল্যাকটিক শকও হতে পারেছবি: Navesh Chitrakar/Reuters

গরমের সময় অনেক পোকামাকড় আর দূরে থাকে না৷ চিনির আশায় তারা ঘরে ঢুকে যেতে পারে এবং বিরক্ত করতে পারে, এমনকি হুলও ফুটিয়ে দিতে পারে৷

মৌমাছি বা বোলতার বিষে শুধু ব্যথাই নয়, আরো বড় কিছুও হতে পারে৷ ক্রিস্টিনা ব্লেসমান একদিন তৃণভূমিতে এমন কামড় খেয়েছিলেন৷   

মৌমাছির হুলের শিকার রোগী ক্রিস্টিনা ব্লেসমান বলেন, ‘‘সেই ঘটনার দুই বছর হয়েছে চলতি সপ্তাহে৷ দুই বছর আগে পোকা হুল ফুটিয়ে দিলে আমার অ্যানাফিল্যাকটিক শক হয়৷ তখন আমি অচেতন হয়ে পড়ি, ফলে কিছু মনে নেই৷''

পোকার বিষক্রিয়ায় কয়েকমিনিটের মধ্যে তার সার্কুলেশন ভেঙ্গে পড়ে৷ তার মা দ্রুত এম্বুলেন্স ডাকেন৷ জরুরী চিকিৎসক ক্রিস্টিনা ব্লেসমানের জীবন বাঁচাতে লড়াই করেছেন৷ 

বোলতার বিষে যাদের এলার্জি আছে, তাদের দেহ ম্যাসেঞ্জার সাব্সটেন্স হিস্টামিন রিলিজ করে প্রতিক্রিয়া জানায়৷ রক্তনালীগুলো হঠাৎ প্রসারিত হয়ে যায়৷ ফলে রক্তচাপ কমে যায় এবং বিভিন্ন অঙ্গে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না৷ আর তাতে দ্রুত কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে৷

মৌমাছি বা বোলতার কামড়ে কী হয়?

04:03

This browser does not support the video element.

সৌভাগ্যবশত জরুরী চিকিৎসক ক্রিস্টিনা ব্লেসমানের সার্কুলেশন স্থিতিশীল করতে সক্ষম হন৷ ক্রিস্টিনা ব্লেসমান বলেন, ‘‘আমি ওঠার পর মনে করেছিলাম আমি সম্ভবত কোনো দুঃস্বপ্ন দেখছি৷ কিন্তু জরুরী চিকিৎসক আমার সঙ্গে তাৎক্ষণিক কথা বলতে শুরু করেন এবং আমি বুঝতে পারি যে স্বপ্নে নেই৷ কিন্তু আমি শুয়ে ছিলাম৷ এবং তিনি বলেন, আপনি ফিরেছেন, অল্পের জন্য বেঁচে গেছেন৷''

এলার্জি বিশেষজ্ঞ আন্দ্রেয়াস ক্লাইনহাইন্স এরকম অনেক ভয়াবহ পরিস্থিতি দেখেছেন৷ যদি ফোলার সঙ্গে শ্বাস-প্রশ্বাসের ঘাটতি বা বমি ভাব হয়, তাহলে তিনি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন৷

অ্যালারগোলজিস্ট আন্দ্রেয়াস ক্লাইনহাইন্স বলেন, ‘‘অ্যানাফিল্যাকটিক প্রতিক্রিয়া সবসময় জীবনের প্রতি ঝুঁকিপূর্ণ হয় না৷ কিন্তু এরফলে আমবাত, মুখ ফুলে যাওয়া এবং শ্বাসকষ্ট হতে পারে৷ আমরা রোগীদের এখানে রাখি এবং সারারাত পর্যবেক্ষণ করি৷''

ক্রিস্টিনা ব্লেসমান এখন এলার্জির চিকিৎসা নিচ্ছেন৷ প্রতি পাঁচ সপ্তাহ পরপর তার শরীরে ছোট্ট এক ডোজ হুলের বিষ প্রবেশ করানো হয় যাতে তিনি তাতে অভ্যস্ত হয়ে পড়েন৷ এই সংবেদনশীলতা থেরাপি পাঁচবছর নিতে হয়৷ চর্মরোগ বিশেষজ্ঞ ড. উটে ল্যাপ বলেন, ‘‘অল্প সংখ্যক রোগী কয়েকবছর পর আবার রিঅ্যাক্ট করতে পারেন, তবে বেশিরভাগই সুরক্ষিত থাকবেন৷ মৌমাছির বিষের ক্ষেত্রে বরা যায় চিকিৎসা নেয়ার পর ৯৮ শতাংশই নিরাপদে থাকবেন৷''

একারণেই চিকিৎসক ইওয়াখিম কুর্ৎসবাখ হুল ফোটানোর দিকে নজর রাখতে বলেন৷ ফোলা জায়গা ঠান্ডা রাখার এবং না চুলকানোর পরামর্শ দেন তিনি৷

ফ্যামিলি ডক্টর ইওয়াখিম কুর্ৎসবাখ বলেন, ‘‘আমাদের ত্বকে ব্যাকটেরিয়া রয়েছে এবং কখনো কখনো মানুষ ক্ষতস্থান চুলকাতে গিয়ে সেখানে ময়লা লাগিয়ে ফেলেন৷ তখন সুপারইনফেকশন হতে পারে৷''

আরেকটি উপায় হচ্ছে হিট পেন দিয়ে দ্রুতই চিকিৎসা করা৷

চিকিৎসক ইওয়াখিম কুর্ৎসবাখ বলেন, ‘‘দুই থেকে তিনমিনিটের মধ্যে ডিভাইসটি তৈরি করতে হবে৷ সেটা হ্যান্ডব্যাগে রাখা যায়৷ এবং দরকার হলে যেখানে হুল ফুটেছে সেখানে তাপ দেয়া যায় হিট পেন দিয়ে৷ এতে বিষের প্রোটিন ভেঙ্গে যায় ফলে মারাত্মক প্রতিক্রিয়া হয় না৷''

অবশ্যই সবচেয়ে ভালো উপায় হচ্ছে মৌমাছিকে হুল ফুটানোর সুযোগ না দেয়া৷ সেগুলোকে হাত দিয়ে সরিয়ে দিতে গেলে উল্টো আক্রমণ করতে পারে৷

কিংবা ফু দিলেও লাভ নেই৷ বরং পানি ছেটাতে পারেন৷ তখন বৃষ্টি পড়ছে ভেবে ঘরে ফিরবে সেগুলো৷

প্রতিবেদন: ইডে ফল্কার/এআই

মানুষের জন্য মৌমাছি কতটা গুরুত্বপূর্ণ?

02:20

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ