1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ?

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩ এপ্রিল ২০১৩

সরকার মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছে৷ আর এটা হবে আওয়ামী লীগ তথা মহাজোটের জন্য চরম আত্মঘাতী কাজ৷ বাংলাদেশকে পাকিস্তানি ভাবাদর্শের দিকে নিয়ে গেলে তা দেশের মানুষ মানবেনা- এমন মন্তব্য সুশীল সমাজের প্রতিনিধিদের৷

ছবি: AFP/Getty Images

আর ডা. ইমরান এইচ সরকার বলেছেন, কারো নির্দেশে গণজাগরণ মঞ্চের আন্দোলন বন্ধ হবেনা৷

শাহবাগের কথিত ব্লগার নাস্তিকদের গ্রেফতার এবং গণজাগরণ মঞ্চ বন্ধ করার যে দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম তাতে সাড়া দিতে শুরু করেছে সরকার৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের বেঠকে গণজাগরণ মঞ্চের প্রতি বিষোদগার করেছেন কেউ কেউ৷ বৈঠকে গণজাগরণ মঞ্চ গুটিয়ে ফেলার কথাও বলা হয়েছে৷ এছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ৩ ব্লগারকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ডে নেয়া হয়েছে৷ এসবের প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ‘‘সরকার এখন দৃশ্যত মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করছে৷ তারা হয়তো ভোটের হিসাব করছে৷ কিন্তু এই হিসাব কাজে আসবেনা৷ মৌলবাদীরা কখনোই মহাজোটের পক্ষের শক্তি নয়৷ মুক্তচিন্তার মানুষকে আহত করে সরকার তাদেরও সমর্থন হারাবে৷ সরকার এখন যে পথে হাঁটছে তা হবে তাদের জন্য চরম আত্মঘাতী৷''

শাহবাগের কথিত ব্লগার নাস্তিকদের গ্রেফতার ও গণজাগরণ মঞ্চ বন্ধ করার যে দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম তাতে সাড়া দিতে শুরু করেছে সরকারছবি: AFP/Getty Images

ঢাবি শিক্ষক রোবায়েত বলেন, মুক্ত চিন্তা বা ভিন্নমত প্রকাশের শাস্তি কখনো আটক করে কারাগারে পাঠানো হতে পারেনা৷ চিন্তার স্বাধীনতা কখনো কারাগারে বন্দি করা যায়না৷ সরকার এখন তা-ই করছে৷ হেফাজতে ইসলামের সব দাবি যদি সরকার এভাবে মেনে নেয় তাহলে বাংলাদেশ একটি ‘ছোট পাকিস্তানে' পরিণত হবে আর তা এদেশের মানুষ মেনে নেবেনা৷ সরকার যে পথেই ভোটের জন্য হাঁটুক না কেন দেশের সাধারণ মানুষ, সুশীল সমাজ, মুক্তচিন্তার মানুষ তা মানবেনা৷ প্রতিবাদ শুরু হয়ে গেছে৷''

‘‘সরকার আত্মসমর্পণ করলেও আমরা আত্মসমর্পণ করবোনা মৌলবাদীদের কাছে''- বললেন রোবায়েত ফেরদৌস৷

শাহবাগ গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ডা. ইমরান এইচ সরকার বলেন, কারো পরামর্শে গণজাগরণ মঞ্চ হয়নি, কারো পরামর্শে বন্ধও করা হবেনা৷ তিনি বলেন, ৩ ব্লগারকে গ্রেফতার করে সরকার মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে৷ যাদের দিয়ে তদন্ত করানো হয়েছে তারা ইন্টারনেট বা ব্লগ সম্পর্কে ধারণা রাখেন না৷

গনজাগরণ মঞ্চের সংগঠকদের একজন মারুফ রসূল ডয়চে ভেলেকে বলেন, ইসলামের অবমাননা সবচেয়ে বেশি করেছে জামায়াত-শিবির৷ পত্রিকায় ব্লগের খবর প্রকাশ করে মাহমুদুর রহমানও ইসলামের চরম অবমাননা করেছেন৷ অথচ সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি৷ যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা নির্ধাণের পদ্ধতি অস্পষ্ট৷ এটি মুক্ত চিন্তার প্রতি চরম আঘাত৷ তিনি আশা করেন, সরকার শেষ পর্যন্ত মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করবেনা৷

মারুফ রসূল বলেন, আওয়ামী লীগ তাদের দলীয় বৈঠকে গণজাগরণ মঞ্চ গুটিয়ে ফেলার পক্ষে মত দিয়েছে৷ এ মতামত তাদের নিজস্ব৷ গণজাগরণ মঞ্চ কোনো দলের বা গোষ্ঠীর নির্দেশে কাজ করেনা৷ গণজাগরণ মঞ্চ তার আন্দোলন চালিয়ে যাবে৷ মুক্তিযুদ্ধের চেতনার এই আন্দোলন সফল হবেই৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ