1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মৌলবাদীদের চাপে রুশদির ভিডিও কনফারেন্স বাতিল

২৪ জানুয়ারি ২০১২

জয়পুর সাহিত্য উৎসবের শেষদিনে বিতর্কিত লেখক সালমান রুশদির ভিডিও কনফারেন্স কট্টরপন্থী মুসলিম সংগঠনের চাপে শেষ মুহূর্তে বাতিল করতে হয়৷ শান্তিভঙ্গের আশঙ্কায় রাজস্থান পুলিশ ভিডিও কনফারেন্সের অনুমতি দেয়নি৷

Der mit britischem Pass in New York lebende Schriftsteller Salman Rushdie nimmt am Montag, 23. Jan. 2006, in Koeln an einem Empfang mit Lesung im Rathaus teil. (APPhoto/Hermann J. Knippertz) --- British author Salman Rushdie, who lives in New York, takes part at a reception with reading in the town hall of Cologne, Germany, Monday, Jan. 23, 2006. (AP Photo/Hermann J. Knippertz)
সালমান রুশদিছবি: AP

কথা ছিল মঙ্গলবার জয়পুর সাহিত্য উৎসবের শেষদিনে বিতর্কিত লেখক সলমান রুশদির ভিডিও কনফারেন্স হবে৷ কিন্তু উৎসব মঞ্চের সামনে মৌলবাদী বিভিন্ন মুসলিম সংগঠনের প্রতিবাদ বিক্ষোভে শেষ মুহূর্তে তা বাতিল করতে হয়৷ নিখিল ভারত মিল্লি পরিষদের নেতা আইনজীবী পাইকের ফারুক মনে করেন,উৎসবের কর্মকর্তারা রুশদিকে তুলে ধরতে চাইছে হিরো হিসেবে৷ গণতান্ত্রিক পথে প্রতিবাদ করছি আমরা৷ প্রশাসন তাতে বাধা দিতে পারেনা৷ এই প্রতিবাদকে হাল্কাভাবে নেয়া ঠিক হবেনা৷

রুশদির ভিডিও কনফারেন্স বাতিলের জন্য আদালতে পিটিশন জমা দেয়া হয় মুসলিম সংগঠনের পক্ষ থেকে৷ আদালত উৎসবের চারজন কর্তাব্যক্তিকে ডেকে পাঠায়, কিন্তু তাঁরা কেউ হাজির হননি আদালতে৷ ভিডিও কনফারেন্স নিয়ে টালবাহানা চলছিল উৎসবের আয়োজক ও স্থানীয় প্রশাসনের মধ্যে৷ শান্তি ভঙ্গের আশঙ্কায় পুলিশ অনুমতি দিতে ইতস্তত করছিল৷

বাতিল হওয়ায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় রাজনৈতিক মহলে ও সুশীল সমাজে৷ বিজেপি নেতা অরুণ জেটলি মনে করেন, মৌলবাদীদের কাছে নতমস্তক হওয়া যে-কোন সরকারের পক্ষে ভুল পদক্ষেপ৷ শাহবানু মামলাতেও কেন্দ্রীয় সরকার এটাই করেছিল, যার পরিণামে ভুগতে হয়েছিল দেশকে৷

লেখক ও বুদ্ধিজীবী হিরন্ময় কার্লেকার ডয়চে ভেলেকে বলেন, মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করা একটা দেশের সরকারের শোভা পায়না৷ তাতে বিঘ্নিত হবে সামাজিক সম্প্রীতি৷

বিশিষ্ট চলচ্চিত্রকার শেখর কাপুর মনে করেন, রুশদির স্যাটানিক ভার্সেস নিষিদ্ধ কিন্ত লেখক তো নিষিদ্ধ নয়৷ ভিডিও কনফারেন্সে বিপদ হতে পারে এটা মনে করা কাপুরুষতা৷

জয়পুর সাহিত্য উৎসবে যোগ দেন প্রায় ৭০০ লেখক, সাহিত্যিক ও সাহিত্য অনুরাগী৷ ছিলেন বাংলাদেশের লেখিকা তাহমিমা আনম থেকে বেনাজির ভুট্টোর ভাইঝি ফতিমা ভুট্টো৷ লন্ডন প্রবাসী তাহমিমা তাঁর গোল্ডেন এজ বইটির জন্য পান কমনওয়েলথ রাইটার্স পুরস্কার৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ