‘মৌলবাদী চক্র জড়িত থাকতে পারে’
১৭ জানুয়ারি ২০১৩ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের উপর হামলা প্রসঙ্গে ব্লগার আসিফ মহিউদ্দীন বলেছেন, ‘আমার ধারণা, এটা মৌলবাদী চক্র – তারাই করে থাকতে পারে৷' সোমবার রাতে হামলার শিকার গুরুতর আহত এই ব্লগার এখন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷
ব্লগার আসিফ মহিউদ্দীন বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ সোমবার গভীর রাতে গুরুতর আহত অবস্থায় তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হয়৷ এরপর আসিফের উপর তিন ঘণ্টা অস্ত্রোপচার সম্পন্ন হয়৷ শারীরিকভাবে তিনি এখন অত্যন্ত দুর্বল৷ তা সত্ত্বেও ডয়চে ভেলেকে টেলিফোনে তিনি বলেন, ‘‘আমার ধারণা, এটা মৌলবাদী চক্র – তারাই করে থাকতে পারে৷''
সোমবার রাতে উত্তরায় নিজের কার্যালয়ের সামনে হামলার শিকার হন আসিফ৷ তিনি মনে করেন, ইন্টারনেটে লেখালেখির কারণেই তাঁর উপর এই হামলা হয়েছে৷ হামলাকারীরা আগে থেকেই কার্যালয়ের সামনে তাঁর জন্য ওৎ পেতে ছিল৷ আসিফ বলেন, ‘ওরা আমার অফিসের গেটের সামনে অপেক্ষা করছিল৷'
হামলার কারণ এবং হামলাকারীদের সম্ভাব্য পরিচয় সম্পর্কে ধারণা করতে পারলেও হামলায় অংশ নেওয়াদের সনাক্ত করতে পারেননি আসিফ৷ তিনি বলেন, ‘আমি রিকশা থেকে নেমে রিকশা ভাড়া দেওয়ার সময়ই পেছনে থেকে আক্রমণ করে, এলেপাথাড়ি আক্রমণ৷'
এদিকে, আসিফের পরিবার তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে৷ বিশেষ করে পুলিশ এবং স্থানীয় গণমাধ্যমের নীরব ভূমিকায় বিস্মিত তাঁরা৷ ডয়চে ভেলেকে আসিফের বোন জুয়েলা জেবুন্নেসা খান এই বিষয়ে বলেন, ‘‘সরকারের কাছ থেকে আমরা এখনো কোন সহায়তা পাচ্ছি না৷''
তিনি বলেন, ‘‘আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি৷ ঢাকা মেডিকেলে সবাই আসছে৷ বন্ধু বেশেই আসছে অনেকে৷ কিন্তু আমরা সবাইকে চিনিনা৷ ওকে হত্যা করার জন্যই হামলা হয়েছিল৷ কিন্তু ওতো বেঁচে আছে৷ এখন ওরা (হামলাকারীরা) আরো আক্রমণাত্মক হয়ে উঠতে পারে৷''
জুয়েলা জেবুন্নেসা খান আশঙ্কা করছেন, আসিফের উপরে আবারো হামলা হতে পারে৷ পরিবার তাই তাঁর নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন৷ আসিফের জন্য পুলিশি নিরাপত্তা চান তাঁরা৷
দ্রষ্টব্য: আসিফ মহিউদ্দীনের সাক্ষাৎকারটি নিতে সার্বিক সহায়তা করেছেন ব্লগার, সাংবাদিক বাবু আহমেদ৷