1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মৌলবাদী চক্র জড়িত থাকতে পারে’

আরাফাতুল ইসলাম১৭ জানুয়ারি ২০১৩

ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে নিজের উপর হামলা প্রসঙ্গে ব্লগার আসিফ মহিউদ্দীন বলেন, ‘আমার ধারণা, এটা মৌলবাদী চক্র – তারাই করে থাকতে পারে৷’ গুরুতর আহত এই ব্লগার ঢাকার একটি হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছেন৷

A self-styled "militant atheist" who is famed for his anti-religious blogs was fighting for life Tuesday after he was stabbed in the capital of Muslim-majority Bangladesh, police and medics said. Asif Mohiuddin, 29, was attacked on Monday night by three unidentified men near his office in Dhaka's upscale Uttara district. Bild: Babu Ahmed, zugeliefert von Arafatul Islam am 16.1.2013
ছবি: Babu Ahmed

ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের উপর হামলা প্রসঙ্গে ব্লগার আসিফ মহিউদ্দীন বলেছেন, ‘আমার ধারণা, এটা মৌলবাদী চক্র – তারাই করে থাকতে পারে৷' সোমবার রাতে হামলার শিকার গুরুতর আহত এই ব্লগার এখন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷

ব্লগার আসিফ মহিউদ্দীন বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ সোমবার গভীর রাতে গুরুতর আহত অবস্থায় তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হয়৷ এরপর আসিফের উপর তিন ঘণ্টা অস্ত্রোপচার সম্পন্ন হয়৷ শারীরিকভাবে তিনি এখন অত্যন্ত দুর্বল৷ তা সত্ত্বেও ডয়চে ভেলেকে টেলিফোনে তিনি বলেন, ‘‘আমার ধারণা, এটা মৌলবাদী চক্র – তারাই করে থাকতে পারে৷''

BM/160113/Interview: Blogger Asif Mohiuddin - MP3-Mono

This browser does not support the audio element.

সোমবার রাতে উত্তরায় নিজের কার্যালয়ের সামনে হামলার শিকার হন আসিফ৷ তিনি মনে করেন, ইন্টারনেটে লেখালেখির কারণেই তাঁর উপর এই হামলা হয়েছে৷ হামলাকারীরা আগে থেকেই কার্যালয়ের সামনে তাঁর জন্য ওৎ পেতে ছিল৷ আসিফ বলেন, ‘ওরা আমার অফিসের গেটের সামনে অপেক্ষা করছিল৷'

হামলার কারণ এবং হামলাকারীদের সম্ভাব্য পরিচয় সম্পর্কে ধারণা করতে পারলেও হামলায় অংশ নেওয়াদের সনাক্ত করতে পারেননি আসিফ৷ তিনি বলেন, ‘আমি রিকশা থেকে নেমে রিকশা ভাড়া দেওয়ার সময়ই পেছনে থেকে আক্রমণ করে, এলেপাথাড়ি আক্রমণ৷'

এদিকে, আসিফের পরিবার তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে৷ বিশেষ করে পুলিশ এবং স্থানীয় গণমাধ্যমের নীরব ভূমিকায় বিস্মিত তাঁরা৷ ডয়চে ভেলেকে আসিফের বোন জুয়েলা জেবুন্নেসা খান এই বিষয়ে বলেন, ‘‘সরকারের কাছ থেকে আমরা এখনো কোন সহায়তা পাচ্ছি না৷''

তিনি বলেন, ‘‘আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি৷ ঢাকা মেডিকেলে সবাই আসছে৷ বন্ধু বেশেই আসছে অনেকে৷ কিন্তু আমরা সবাইকে চিনিনা৷ ওকে হত্যা করার জন্যই হামলা হয়েছিল৷ কিন্তু ওতো বেঁচে আছে৷ এখন ওরা (হামলাকারীরা) আরো আক্রমণাত্মক হয়ে উঠতে পারে৷''

জুয়েলা জেবুন্নেসা খান আশঙ্কা করছেন, আসিফের উপরে আবারো হামলা হতে পারে৷ পরিবার তাই তাঁর নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন৷ আসিফের জন্য পুলিশি নিরাপত্তা চান তাঁরা৷

দ্রষ্টব্য: আসিফ মহিউদ্দীনের সাক্ষাৎকারটি নিতে সার্বিক সহায়তা করেছেন ব্লগার, সাংবাদিক বাবু আহমেদ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ