1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ

৯ ফেব্রুয়ারি ২০১৩

যুদ্ধাপরাধীদের বিচার ও কাদের মোল্লার ফাঁসির দাবির প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলকে নিষিদ্ধ করার দাবি উঠছে৷ এমন একটি পদক্ষেপ নিলে তার পরিণাম কী হতে পারে?

ছবি: Strdel/AFP/Getty Images

জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগের বিভিন্ন দিক বিশ্লেষণ করেছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক ড. ইমতিয়াজ আহমেদ৷ তিনি মনে করিয়ে দেন, এই দাবি বহুদিন ধরেই ছিল৷ কিন্তু প্রশ্ন হলো, নিষিদ্ধ করা সম্ভব হবে এর সদস্যরা কোন দলে গিয়ে ভিড়বে এবং তারা কী কর্মকাণ্ড করবে৷ তাঁর মতে, দল হিসেবে নয় বরং দলের ভিতরের কাঠামো নিয়ে প্রশ্ন তোলা উচিত৷ যে কোনো দলেরই যদি এমন সাম্প্রদায়িক কাঠামো থাকে, যেখানে শুধু পুরুষদের বিশেষ সুবিধা দেওয়া হয়, যেখানে শীর্ষস্থানীয় নেতা হবার সুযোগ নেই – এসব অনেকাংশে থামানো যেতে পারে৷

সাক্ষাৎকার: ড. ইমতিয়াজ আহমেদ

This browser does not support the audio element.

ড. আহমেদ আরও মনে করেন, এই মুহূর্তে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে জনগণের দাবি রয়েছে বটে, কিন্তু সেটা করা হলে নতুন সমস্যাও দেখা যেতে পারে৷ তাদের কর্মকাণ্ডের উপর নজর রাখা দরকার৷ তার উপর প্রত্যাশা সত্ত্বেও বর্তমান সরকার সংবিধানে পরিবর্তন না করে একটি বিশেষ ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে উল্লিখিত রাখায় জটিলতা সৃষ্টি হতে পারে৷ এখন দল নিষিদ্ধ করার পরেও ধর্মকে ব্যবহার করে অন্য নামে কর্মকাণ্ড চালু রাখলে কোনো লাভ হবে না৷

ড. আহমেদের মতে, একইসঙ্গে সাম্প্রদায়িকতা বা বর্ণবাদের মতো মৌলবাদী রাজনীতি বন্ধ করা নিয়ে ভাবনা-চিন্তা করলে দীর্ঘমেয়াদী লাভ হবে৷ এটা না করতে পারলে জামায়াতের মতো শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবার সুযোগ পাবে৷ সংবিধান বা নির্বাচন কমিশন বড় আকারের রূপরেখা দিতে পারে, যাতে যে কোনো দলের নিবন্ধনের স্পষ্ট নিয়মাবলী স্থির করা যায়৷ এক্ষেত্রে এক ধরণের দুর্বলতা রয়ে গেছে বলে মনে করেন ড. আহমেদ৷ অনেকে মনে করেন, সংবিধানের মধ্যে বিশেষ একটি ধর্মের মর্যাদা থাকলে এই কাজ করা কঠিন৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ