1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুদের মৌলবাদী শিক্ষা?

৪ মার্চ ২০১৪

ব্রিটেনে যে মুসলমানরা সন্তানকে মৌলবাদী শিক্ষা দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছেন লন্ডনের মেয়র৷ তাঁর মতে, উগ্রপন্থি হওয়ার শিক্ষা দিলে শিশু-নির্যাতনের অভিযোগ এনে সন্তানকে বাবা-মায়ের থেকে নিয়ে নেয়া উচিত৷

London Bürgermeister Boris Johnson
ছবি: AP

লন্ডনের মেয়র বরিস জনসন দ্য ডেইলি টেলিগ্রাফ-এ লিখেছেন, ইংল্যান্ডে মৌলবাদ আশঙ্কাজনকভাবে না বাড়লেও, তা কমছে না৷ মসজিদের ইমাম, মুয়াজ্জিনদের অনেকেই মৌলবাদে বিশ্বাসী এবং তাঁরা মৌলবাদী দর্শন প্রচার করছেন – এ কথা উল্লেখ করে ব্রিটেনে বসবাসরত মুসলিম পরিবারগুলোর একটি প্রবণতা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি৷ জানিয়েছেন, অনেক পরিবারে ধর্ম শিক্ষা দেওয়ার নামে সন্তানদের মৌলবাদী হিসেবে গড়ে তোলা হয়৷ বিশেষ করে নিষিদ্ধ সংগঠন ‘আল মুহাজির'-এর সঙ্গে সম্পৃক্ত অনেকে তাঁদের সন্তানদের মানুষ হত্যার রাজনীতির দিকে ঠেলে দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি৷

লন্ডনের মেয়র মনে করেন, সুপরিকল্পিতভাবে যাঁরা সন্তানকে মৌলবাদী করে গড়ে তুলছেন তাঁদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া উচিতছবি: Khalil Mazraawi/AFP/Getty Images

দ্য ডেইলি টেলিগ্রাফে প্রকাশিত লেখায় শিশুদের মৌলবাদী শিক্ষাদান রোধে ব্রিটেনের বর্তমান প্রচলিত আইনের সীমাবদ্ধতার দিকটিও তুলে ধরেছেন বরিস জনসন৷ তবে ৪৯ বছর বয়সি এই মেয়র মনে করেন, সুপরিকল্পিতভাবে যাঁরা সন্তানকে মৌলবাদী করে গড়ে তুলছেন তাঁদের বিরুদ্ধে অবশ্যই কার্যকর ব্যবস্থা নেয়া উচিত৷ তাঁর মতে, ‘‘শিশুকে মৌলবাদী শিক্ষা দেওয়ার বিষয়টিকে শিশু নির্যাতন হিসেবে দেখা উচিত এবং তারপর সন্তানকে তার সুশিক্ষার স্বার্থে পরিবার থেকে সরিয়ে নেয়া উচিত৷''

এসিবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ