1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মৌলভীবাজারে কমিউনিটি রেডিও

২ নভেম্বর ২০১১

মৌলভীবাজারের মানুষদের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে কমিউনিটি রেডিও – ‘রেডিও পল্লী কন্ঠ’৷ স্টেশন ম্যানেজার মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ‘‘এর ফলে মৌলভীবাজারের মানুষরা খুব সহজভাবে উন্নয়মূলক তথ্য পাচ্ছে৷’’

ফাইল ফটোছবি: DW

মেহেদী হাসানের কথায়, ‘‘২০০৮ সালে তত্বাবধায়ক সরকার জানায় যে মানুষের কাছে সহজ ভাষায় তথ্য পৌঁছে দেওয়ার জন্য একটি প্রচার মাধ্যমের প্রয়োজন৷ যার মাধ্যমে উন্নয়ন বার্তা পৌঁছানো সম্ভব হবে৷ সরকার তখন বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন পত্র সংগ্রহ করে৷ আর সে সময়ই আবেদন পত্র জমা দেয় ‘রেডিও পল্লী কন্ঠ'৷''

কোন ধরনের অনুষ্ঠান প্রচার করা হয় এই রেডিও-তে? নারীর অধিকার, নারী স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, স্থানীয় সংস্কৃতি, স্থানীয় ইতিহাস, ঐতিহ্য, বাল্য বিবাহের কুফল, যৌতুক সমস্যাসহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান উপহার দিচ্ছে মৌলভীবাজারের এই কমিউনিটি রেডিও৷ জানান মেহেদী হাসান৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ