1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যাকক্রিস্টালকে নিয়ে বিপাকে ওবামা

২৩ জুন ২০১০

আফগানিস্তান যুদ্ধে এবার আল কায়েদার চেয়েও বড় সমস্যার মুখোমুখি হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ আর সেটা হল তাঁর নিজ বাহিনীর কমান্ডার জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল স্বয়ং৷

ম্যাকক্রিস্টালকে আফগানিস্তানের কমান্ডার করার আগে হোয়াইট হাউসে তার সঙ্গে কথা বলেন ওবামাছবি: AP

ভীষণ অসন্তুষ্ট ওবামা

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এখন বিরাজ করছে একটি টানটান উত্তেজনা৷ একই সঙ্গে সেদেশের সামরিক ও বেসামরিক প্রশাসনের মধ্যে চলছে একটি টানাপোড়েন৷ এর কারণ আফগানিস্তানে ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল৷ সোজা সাপ্টা কথা বলার জন্য পরিচিত ম্যাকক্রিস্টাল সম্প্রতি এমন সব কথা বলেছেন যা ওবামা ও তাঁর প্রশাসনকে চ্যালেঞ্জ করার মতই৷ তাঁর এবং তাঁর সহযোগীদের এসব কথাবার্তা ছাপা হয়েছে রোলিং স্টোন নামে একটি ম্যাগাজিনে৷ সোমবার রাতেই ওবামাকে এই ব্যাপারে অবহিত করেন তাঁর সহযোগীরা৷ মঙ্গলবার ওবামা জেনারেল ম্যাকক্রিস্টালকে ওয়াশিংটনে ডেকে পাঠানোর সিদ্ধান্ত জানান৷ সংবাদ সম্মেলনেই বোঝা গেছে, ম্যাকক্রিস্টালের মন্তব্যে স্পষ্টতই অসন্তুষ্ট ওবামা৷ জেনারেলের ব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁর সঙ্গে কথা বলতে চান, এমন কথা জানিয়েছেন তিনি৷ তবে ওবামা কঠোর সমালোচনা করেছেন এই বলে যে, ন্যাটো বাহিনীর কমান্ডার ও তাঁর সহযোগীরা দুর্বল বিবেচনার পরিচয় দিয়েছেন৷

আফগানিস্তানে মার্কিন নীতি নিয়ে সেনাদের মধ্যেই প্রশ্ন তৈরি হয়েছেছবি: AP

কি বলেছিলেন ম্যাকক্রিস্টাল ও তাঁর সহযোগীরা?

রোলিং স্টোন ম্যগাজিনে তাঁদের একাধিক মন্তব্য ছাপা হয়েছে যা তাঁরা জেনেশুনেই সংশ্লিষ্ট সাংবাদিককে বলেছেন৷ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সম্পর্কে এক পর্যায়ে ম্যাকক্রিস্টাল মন্তব্য করে বসেন, তিনি আবার কে? তাঁর এক সহযোগী বলেছেন, প্রেসিডেন্ট ওবামা যখন ম্যাকক্রিস্টালকে দায়িত্ব দেওয়ার জন্য ডেকে পাঠান তখন তিনি জানতেনই না তিনি কে? তাঁকে সেরকম আন্তরিক মনে হচ্ছিল না৷ তাঁর এই ধরণের আচরণে জেনারেল হতাশ হয়েছেন৷ এছাড়া ওবামা প্রশাসনের একাধিক উচ্চ পদস্থ কর্মকর্তার ব্যাপারে জেনারেল ম্যাকক্রিস্টালের অসন্তোষ প্রকাশিত হয়েছে রোলিং স্টোন ম্যাগাজিনটিতে৷ জেনারেলের সাক্ষাৎকারী সাংবাদিক মাইকেল হ্যাসটিং মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেছেন, আফগানিস্তান যুদ্ধ নীতি নিয়ে মার্কিন সেনাবাহিনীর মধ্যে যে হতাশা তৈরি হয়েছে তা প্রেসিডেন্টকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন জেনারেল ম্যাকক্রিস্টাল৷ আমি মনে করি আফগানিস্তান যুদ্ধ এখন প্রেসিডেন্ট ওবামার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, বললেন সাংবাদিক মাইকেল হ্যাসটিং৷

ম্যাকক্রিস্টালের পদত্যাগের প্রস্তুতি

এদিকে ম্যাকক্রিস্টালের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে এখন চলছে নানা জল্পনা কল্পনা৷ বার্তা সংস্থা এপি মার্কিন সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পদত্যাগ করার প্রস্তুতি ইতিমধ্যে নিয়ে রেখেছেন ম্যাকক্রিস্টাল৷ আজ বুধবার প্রেসিডেন্ট ওবামার সঙ্গে দেখা করার সময় তিনি পদত্যাগ করে ফেলতে পারেন৷ জেনারেলকে রাখা হবে কিনা সেটি পুরোপুরি নির্ভর করছে প্রেসিডেন্ট ওবামার ওপর৷ মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেছেন, কোন ব্যক্তির ওপর আফগানিস্তান যুদ্ধ নির্ভর করছে না৷ তবে পর্যবেক্ষকদের মতে, জেনারেল ম্যাকক্রিস্টাল বিদায় নিলে আফগানিস্তান যুদ্ধে নৈতিক মনোবল হারাবে মার্কিন সেনারা৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ