1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যাগসাইসাই পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের রিজওয়ানা হাসান

২৬ জুলাই ২০১২

বাংলাদেশের পরিবেশবাদী আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান সহ ৬ ব্যক্তি চলতি বছরের রামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন৷ ৩১শে আগস্ট ফিলিপাইন্স’এর রাজধানী ম্যানিলায় এ বছরের পুরস্কার বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হবে৷

ছবি: picture-alliance/dpa

নোবেল পুরস্কার না হলেও এশিয়ায় ম্যাগসাইসাই পুরস্কারের মর্যাদা কম নয়৷ ফিলিপাইন্স'এর প্রাক্তন প্রেসিডেন্ট রামন ম্যাগসাইসাই’ এর নামাঙ্কিত এই পুরস্কারের অর্থমূল্য ৫০,০০০ মার্কিন ডলার৷ ১৯৫৭ সালে এক বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়৷

চলতি বছর যাঁরা এই পুরস্কার পাচ্ছেন, তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশের পরিবেশবাদী আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান৷ পুরস্কারের খবর শুনে তিনি বলেছেন, দেশে পরিবেশ নিয়ে যাঁরা কাজ করেন, এ পুরস্কার তাদের সবার স্বীকৃতি৷ তবে এটাই তাঁর প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি নয়৷ ২০০৯ সালে রিজওয়ানা সম্মানজনক গোল্ডম্যান পুরস্কার পেয়েছেন৷ পরিবেশ ও সুশাসন নিয়ে কাজ করার স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়৷

২০০৯ সালে রিজওয়ানা সম্মানজনক গোল্ডম্যান পুরস্কার পেয়েছেনছবি: AP

ইন্দোনেশিয়ার পর্বতারোহী আম্ব্রোসিউস রুউইন্দ্রিজাত্রো দেশে অবৈধ কাঠ ব্যবসার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্বীকৃতি হিসেবে ম্যাগসেসে পুরস্কার পাচ্ছেন৷ গত শতকের নব্বইয়ের দশক থেকে তিনি কিছু মানুষকে নিয়ে দুর্গম এলাকায় চোরাকারবারীদের কার্যকলাপ নথিভুক্ত করে জনসমক্ষে পেশ করে চলেছেন৷ ফলে সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷ জনমতের চাপে সরকারও বাধ্য হয়ে অবৈধভাবে গাছ কাটা বন্ধ করতে কিছু পদক্ষেপ নিয়েছে৷ ব্রিটেন ভিত্তিক এক পরিবেশবাদী গোষ্ঠীর সাহায্যে তিনি এক্ষেত্রে বেশ কিছু সাফল্য পেয়েছেন৷ তবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই কাজের জন্য তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়ে থাকে৷ একাধিক বার চোরাশিকারীদের রোষের মুখে পড়েছেন তিনি৷

ভারতের কুলান্দেই ফ্রান্সিস তামিলনাডু রাজ্যের দুর্গম কৃষ্ণগিরি জেলায় গ্রামের নারীদের সংঘবদ্ধ করে সফল উন্নয়ন প্রকল্প চালিয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন৷ সঞ্চয় থেকে শুরু করে ঋণ – বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেড় লক্ষেরও বেশি দরিদ্র মানুষ উপকৃত হয়েছেন৷

ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত বাকি ৩ জন হলেন ফিলিপাইন্স'এর কৃষি বিজ্ঞানী রোমুলো দাভিদে, তাইওয়ানের সবজি বিক্রেতা চেন শু-চু এবং কাম্বোডিয়ার কৃষি বিশেষজ্ঞ ইয়াং সাইং কোমা৷ রোমুলো দাভিদে খেতে কীটপতঙ্গ ধ্বংস করতে এক জৈবিক পণ্য তৈরি করেছেন৷ চেন শু-চু নিজে এক সাধারণ বিক্রেতা হওয়া সত্ত্বেও আয়ের একটা বড় অংশ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে দান করে থাকেন৷ ইয়াং সাইং কোমা ধানচাষের মাত্রা বাড়াতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন৷

এসবি / ডিজি (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ