ম্যাগসাইসাই পেলেন করভি রাখসান্দ
৩১ আগস্ট ২০২৩
বিজ্ঞাপন
দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব,সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য কাজ করা এবং তরুণ প্রজন্মকে সমাজ পরিবর্তনে উদ্বুদ্ধ করায় করভি রাখসান্দকে এই পুরষ্কারের জন্য মনোনীত করা হয়৷
প্রবর্তনের ৬৫তম বার্ষিকীতে আরও মোট চারজনকে পুরস্কার দেয়া হয়৷ ভারতের রবি কান্নান আর, পূর্ব তিমুরের ইগুয়েনিও লেমোস ও ফিলিপাইনের মিরিয়াম করোনেল ফেরের এ বছর পুরষ্কার পেয়েছেন৷
এর আগে ড. মুহাম্মাদ ইউনুস, স্যার ফজলে হাসান আবেদ, মতিউর রহমান, ডাঃ জাফরুল্লাহ চৌধুরি ও সৈয়দা রিজওয়ানা হাসানসহ বেশ কয়েকজন বাংলাদেশ থেকে ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন৷
এসএইচ / কেএম (দ্য ডেইলি স্টার)