1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যাচে হেরেও এগিয়ে গেল বায়ার্ন মিউনিখ

২৪ নভেম্বর ২০১০

চলতি মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথম একটি ম্যাচে হেরেও গ্রুপ ই'র শীর্ষ স্থান দখল করল বায়ার্ন মিউনিখ৷ এদিকে এসি মিলান দ্বিতীয় পর্যায়ে পৌঁছে গেছে৷

এএস রোমের বিরুদ্ধে ম্যাচে ৩-২ গেলে হেরে গেল বায়ার্নছবি: AP

বায়ার্ন শিবিরে নানা উত্তেজনার ফলে হয়তো খেলার উপরেও প্রভাব পড়ছে৷ কোচ লুই ফান খাল'এর সঙ্গে অনেকেরই ঝগড়া চলছে৷ বুন্ডেসলিগায় পিছিয়ে পড়েছে দল৷ তার উপর মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এএস রোমের বিরুদ্ধে ম্যাচে ৩-২ গেলে হেরে গেল বায়ার্ন৷ অথচ হাফটাইম পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল ফান খাল'এর টিম৷ তবে শুধু উত্তেজনা নয়, মাঠে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়ের অনুপস্থিতিও পরাজয়ের অন্যতম কারণ বলে ধরে নেওয়া হচ্ছে৷ বাস্টিয়ান শ্ভাইনস্টাইগার হলুদ কার্ড'এর কারণে এই ম্যাচে খেলতে পারেন নি৷ ছিলেন না মার্ক ফান বমেল, হলগার বাডস্টুভার, মিরোস্লাভ ক্লোজে, আরিয়েন রবেন ও ইভিচা অলিচ৷ তবে সান্ত্বনার কথা হলো, পরাজয় সত্ত্বেও পয়েন্টের বিচারে গ্রুপের শীর্ষ স্থান দখল করেছে বায়ার্ন৷

এসি মিলান দ্বিতীয় পর্যায়ে পৌঁছে গেলছবি: AP

চ্যাম্পিয়ন্স লিগে প্রথম সারির বাকি দলগুলির কী অবস্থা? এসি মিলান দ্বিতীয় পর্যায়ে পৌঁছে গেছে৷ পৌঁছে গেছে রেয়াল মাদ্রিদ, চেলসি ও অলিম্পিক মার্সেই'ও৷ তবে এফসি আর্সেনাল স্পোর্টিং ব্রাগা'র বিরুদ্ধে ম্যাচ হেরে গিয়ে সমস্যায় পড়েছে৷ গ্রুপ জি'তে ১৩ পয়েন্ট নিয়ে রেয়াল মাদ্রিদ নিজের জায়গা পাকা করে নিয়েছে৷ তবে তাদের মোকাবিলা হবে এসি মিলান'এর সঙ্গে৷ গ্রুপ এফ'এতে অলিম্পিক মার্সেই শীর্ষ স্থানে রয়েছে৷ গ্রুপ এইচ নিয়ে অবশ্য এখনো অনিশ্চয়তা রয়ে গেছে৷ কোনো ক্লাবই এখনো শীর্ষ স্থান দখল করতে পারে নি৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ