1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যাচ ফিক্সিং

২৮ মে ২০১২

ইউরো ২০১২ ফুটবল প্রতিযোগিতার জন্য প্রস্তুতির মাঝেই ইটালির জাতীয় দলের উপর নেমে এল বিপর্যয়৷ ‘ম্যাচ ফিক্সিং’-এর অভিযোগে সোমবার বেশ কয়েকজন খেলোয়াড়কে গ্রেপ্তার করা হয়েছে৷

ছবি: AP

মোট ১৯ জনের বিরুদ্ধে তদন্ত চলছিল৷ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ ৩ জনকে গৃহবন্দি করা হয়েছে৷ ২ জনকে পুলিশের কাছে তলব করা হয়েছে৷ এই ১৯ জনের মধ্যে ১১ জন হয় বর্তমান বা অতীতের খেলোয়াড়৷ তারা ঘুস নিয়ে ম্যাচের ফলাফল বদলে দেবার চেষ্টা করেছে বলে অভিযোগ৷ তবে এসব নাকি ঘটেছে দেশের মধ্যেই, ক্লাব ফুটবল জগতে৷ সাত-আটটি ম্যাচকে ঘিরে এই সন্দেহ জোরদার হয়েছে৷ সেগুলি দেখে তদন্তকারীদের সন্দেহ হচ্ছে, মোটেই স্বাভাবিক ছন্দে ফুটবল খেলা হয় নি৷

গোটা দেশে পুলিশ একযোগে ধরপাকড় ও তল্লাশি চালিয়েছে সোমবার৷ ফুটবল ম্যাচ নিয়ে অবৈধ উপায়ে বাজি ধরে যে গোষ্ঠী, তার চাঁই নাকি বসে আছে সিঙ্গাপুরে৷ ফ্লোরেন্স শহরের কাছে জাতীয় দলের প্রশিক্ষণ শিবিরেও তল্লাশি চালিয়েছে পুলিশ৷ ভোর সাড়ে ছ'টা নাগাদ দু'টি পুলিশের গাড়ি সেখানে আসে৷ প্রায় দুই ঘণ্টা পর পুলিশ চলে যায়৷ 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের তালিকায় নাম দেখে বিস্মিত ইটালির মানুষ৷ তাতে রয়েছেন লাৎসিও ক্লাবের ক্যাপ্টেন স্টেফানো মাউরি৷ আছেন জেনোয়া ও ফিওরেন্টিনা ক্লাবের প্রাক্তন মিডফিল্ডার ও পাদুয়া ক্লাবের বর্তমান খেলোয়াড় ওমার মিলানেটো৷

অন্য কোনো সময় এমন কেলেঙ্কারির কথা ফাঁস হয়ে গেলে না হয় পরিস্থিতি হয়তো কিছুটা সামলানো যেত৷ কিন্তু ইউরো ২০১২ ফুটবল প্রতিযোগিতার মাত্র দুই সপ্তাহ আগে এমন বিপর্যয়ের ফলে ফুটবল কর্মকর্তাদের মাথায় হাত৷

মঙ্গলবারের মধ্যে ইউরোপীয় ফুটবল সংগঠন উয়েফা'র হাতে সব জাতীয় দলের চূড়ান্ত তালিকা পেশ করতে হবে৷ ২৩ জনের এই টিমে একবার কারো নাম উঠে গেলে পরে তার বদলে অন্য কোনো খেলোয়াড় নেওয়া চলে না৷ ফলে কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঝুঁকি থাকলে তাকে জাতীয় দলে রাখার পক্ষে যুক্তি খুঁজে পাওয়া কঠিন৷ ফলে সবার আগে বাদ পড়েছেন দোমেনিকো ক্রিশিটো৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন (এএফপি, ডিপিএ, এপি)

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ