1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যাজিশিয়ানদের সঙ্গে যা না করাই ভালো

২ জুন ২০১৭

গাড়ির দিকে যাচ্ছিলেন এক ব্যক্তি৷ হঠাৎ হাজির দুই ছিনতাইকারী৷ তারা অস্ত্রের মুখে সবকিছু কেড়ে নিতে চায়৷ কিন্তু...

Symbolbild Waffe Pistole Revolver
ছবি: Colourbox

ছিনতাইকারীর কবলে পড়া ব্যক্তি সবকিছু দেয়ার আগে ছিনতাইকারীদের একটু ম্যাজিক দেখাতে চাইলেন৷ তিনি তাদের বললেন, হাতে থাকা তাস থেকে একটি কার্ড বেছে নিতে৷ এরপর সেই কার্ড পাওয়া গেল আরেক ছিনতাইকারীর পকেটে৷

এভাবে ম্যাজিক দেখাতে দেখাতে এক পর্যায়ে এক ছিনতাইকারীর হাতের পিস্তল চলে যায় ম্যাজিশিয়ানের কাছে৷ এরপর ম্যাজিশিয়ানই উল্টো তাদের ছিনতাই করেন৷ ইউটিউবে এমন এক ভিডিও ইতোমধ্যে দেখেছেন প্রায় বিশ লাখ মানুষ৷ তবে কল্পিত এই ঘটনা বাস্তবেও ঘটতে পারে কিনা বলা মুশকিল৷

ইউটিউব স্টার ডেভিড লোপেজ আসলে এ রকম অদ্ভুত অদ্ভুত সব ভিডিও বানানোর কারণেই পরিচিত৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়ও তিনি৷ ইউটিউবে তাঁর সাবসক্রাইবারের সংখ্যা প্রায় পাঁচ লাখ, ইন্সটাগ্রামে এক মিলিয়ন৷ তাঁর তৈরি অন্যান্য ভিডিও দেখতে ক্লিক করুন এখানে

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ