1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যাঞ্চেস্টারের রাস্তায় নকল মোদী!

১৬ এপ্রিল ২০১৯

যুক্তরাজ্যের ম্যাঞ্চেস্টারের রাস্তায় নাচছেন একদল মানুষ৷ ভিড়ের মাঝে হঠাৎ দেখা গেল নরেন্দ্র মোদীর মতো সাজা এক ব্যক্তিকে৷ কেন? জানতে দেখুন এই ভাইরাল ভিডিও৷

Indien Premierminister Narendra Modi
ছবি: Ians

ভারতে বর্তমানে নির্বাচনের আবহাওয়া৷ স্বাভাবিকভাবেই সাধারণ ভারতীয়দের মধ্যে রয়েছে এই নিয়ে উৎসাহ৷

কিন্তু এই উৎসাহ এখন বন্দি নেই ভারতের সীমানার মধ্যে৷ ভারতের বাইরে বাস করেন বিপুল সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত, যাঁদের ডাকা হয় ‘এনআরআই' বা ‘অনাবাসিক ভারতীয়' নামে৷ এই ‘এনআরআই' গোষ্ঠীর মধ্যে অন্যতম জনপ্রিয় রাজনীতিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ফলে নির্বাচনি প্রচারে মোদীর হয়ে লড়ার অভিনব পন্থা বেছে লেগে পড়েছেন অনাবাসিক ভারতীয়রাও৷

এমনই একদল ‘এনআরআই'-এর আয়োজন করা একটি মব'-এ দেখা গেল ‘নকল মোদী'-কে৷

গত সপ্তাহে যুক্তরাজ্যের ম্যাঞ্চেস্টার শহরের মোদী-সমর্থক ভারতীয় বংশোদ্ভূত জনতাকে দেখা যায় রাস্তায় নাচতে৷ ‘ফ্ল্যাশ মব' নামের এই আচমকা নাচ বেশ কয়েক বছর ধরে সারা বিশ্বের মানুষের কাছে হয়ে উঠেছে জনপ্রিয়৷

ফলে এই জনপ্রিয় ধারাতেই মোদীর পক্ষে জনমত গড়তে রাস্তায় নেমেছিল একদল ‘এনআরআই'৷ ‘মোদী এগেইন' লেখা টি-শার্ট পরে তাঁরা নাচেন বলিউডের বিভিন্ন বিখ্যাত গানের সাথে৷ সব গানের বিষয়বস্তুই ছিল দেশপ্রেম৷

কিন্তু আশপাশের মানুষ অবাক হয়ে যায় যখন নৃত্যরত জনতার মাঝে হঠাৎ দেখা যায় অবিকল মোদীর মতো সাজা এক পুরুষকে৷ গানের সাথে তাল মিলিয়ে নাচার সাথে সাথে তাকে দেখা যায় মোদীর বিভিন্ন বক্তৃতার উদ্ধৃতি আওড়াতে৷

গত সপ্তাহে ‘এনআরআই'-দের এই কর্মসূচীর ভিডিওটি টুইটারে প্রকাশ পেলে তা দেখতে থাকেন হাজার হাজার মানুষ৷ নকল মোদীকে দিয়ে রাস্তায় নাচানোর এই অভিনব কৌশল ইতিমধ্যে সৃষ্টি করেছে নানা বিতর্ক৷

তবে তর্ক-বিতর্কের মধ্যেই এই ভিডিওটি শুধু টুইটারের একটি পোস্টেই দেখা হয়েছে প্রায় ১২ লক্ষবার৷

অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম মিলিয়ে ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৫০ লক্ষের কাছাকাছি৷

এসএস/এসিবি 

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ