1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্যানরা ফানের ওপর ক্ষিপ্ত

৯ ডিসেম্বর ২০১৫

মঙ্গলবার ভোল্ফসবুর্গের কাছে ৩-২ গোলে হারার পর ম্যানচেস্টার ইউনাইটেড-কে টুইটারে যে পরিমাণ ‘ট্রলিং' সহ্য করতে হয়েছে, তা অবর্ণনীয়৷ কোচ ফান খাল বলেছেন, ‘‘এখন আমি যা বলব, তাই হবে ভুল৷''

Deutschland Fußball Champions League VfL Wolfsburg - Manchester United
ছবি: picture-alliance/dpa/J. Stratenschulte

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ বি-র খেলাটিতে অ্যান্টনি মার্শিয়াল ইউনাইটেড-কে এগিয়ে দেবার পর ভোল্ফসবুর্গের সেন্টার-ব্যাক নাল্দো ইকোয়ালাইজ করেন৷ হাফটাইমের আগেই মিডফিল্ডার ভিয়েরিনিয়ার গোলে ভোল্ফসবুর্গ এগিয়ে যায়৷ জোশুয়া গিলাফোগির সেমসাইড গোলে ফলাফল ২-২ দাঁড়ানোর পরেও নাল্দো আবার একটি গোল করেন – ফলে ভোল্ফসবুর্গ জেতে ৩-২ গোলে এবং গ্রুপের প্রথম হিসেবে নকআউট পর্যায়ের জন্য কোয়ালিফাই করে৷

হাততালি কুড়নোর দিন গেছে ফান খাল-এর...ছবি: picture-alliance/dpa/N. Roddis

অন্যদিকে পিএসভি আইন্ঢোফেন সিএসকেএ মস্কোকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ বি-তে দ্বিতীয় স্থান অধিকার করেছে – ম্যানইউ তৃতীয় এবং বাদ! যত দোষ নন্দ ঘোষ: এক্ষেত্রে লুইস ফান খাল, ম্যানচেস্টারের কোচ৷ সুমন্থ রমন টুইট করেছেন: ‘এলভিজি-র (অর্থাৎ লুইস ফান খাল-এর) একমাত্র অর্জন হলো, ম্যান ইউ ফ্যানদের ডেভিড ময়েস-এর জন্য মন কেমন করছে৷ এটা একটা দারুণ অর্জন৷'

ম্যানচেস্টার ইউনাইটেড এবার ইউরোপা লিগে৷ মাসাকু তাঁর টুইটে ব্যাপারটা ছবিতে বোঝানোর চেষ্টা করেছেন!

ফান খাল থাকেন আর যান, বাজারে অন্য যে গুজবটি ব্যাপকভাবে ছড়াচ্ছে, সেটি হলো: ম্যানইউ নাকি এবার বার্সেলোনার কাছ থেকে নেইমারকে কিনবে কম করে ১৫ কোটি পাউন্ড – মানে ২০ কোটি ইউরোর বেশি জরিমানা দিয়ে!

জার্মান ফ্যানদের দৃষ্টিকোণ থেকেও মঙ্গলবারের ম্যাচটি বিশেষ জমাটি হয়নি, কেননা ম্যানইউ-এর হয়ে বাস্টিয়ান শোয়াইনস্টাইগার তাঁর প্রত্যাশিত ফর্ম দেখাতে পারেননি৷ এমনকি ফান খাল শোয়াইনিকে বার করে নিতে বাধ্য হন এবং পরে বলেন, ‘‘মিউনিখে আমার আমলে শোয়াইনস্টাইগার যা ছিল, এই গেমে সে সেরকম ছিল, এ কথা বলতে পারব না৷ আমি ওকে বদলাই, আর আমি অকারণে প্লেয়ার বদল করি না৷''

এসি/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ